১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
প্রথমে ভেবেছিলাম 'লিলিপুটের গ্রহে' এক খন্ডের একটি উপন্যাস হবে। কিন্তু লিখতে গিয়ে বুঝলাম একটি উপন্যাসে শেষ করা সম্ভব হবে না গল্পটি। প্রকাশিত হওয়ার পর পাঠকের জনপ্রিয়তা দেখে দ্বিতীয় খন্ড লিখি, নাম ছিল 'পৃথিবীতে লিলিপুটেরা'। পরিশেবে পূর্ণতা দিতে তৃতীয় খণ্ড 'লিলিপুটদের ফিরে যাওয়া' শেষ করি। সায়েন্স ফিকশন পাঠকদের কাছে উপন্যাস তিনটি এতটাই জনপ্রিয়তা পায় যা ছিল বিস্ময়কর! তবে সমস্যা হচ্ছিল বিভিন্ন লাইব্রেরিতে অনেক পাঠক তিন খন্ড একসাথে পাচ্ছিলেন না। ফলশ্রুতিতে অনেকে দ্বিতীয় কিংবা তৃতীয় খন্ড আগেই পড়ে ফেলছিলেন। এজন্য গল্পের আসল মজা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা। তাই সিদ্ধান্ত হয়, 'লিলিপুটের গ্রহ অখন্ড' নামে তিনটি খন্ড একত্রে প্রকাশ করার। প্রিয় পাঠকরা এখন একসাথেই তিনটি উপন্যাস পাবেন এবং গল্পের মূল আনন্দটা উপভোগ করতে পারবেন।
গল্পের শুরুটা ভয়ানক এক মহাকাশ দুর্ঘটনাকে কেন্দ্র করে। দুর্ঘটনায় স্কাউটশিপ ফ্লিটি এসে পড়ে সম্পূর্ণ নতুন এক গ্রহে। দুর্ঘটনার তীব্রতায় ফ্লিটির সবাই মারা গেলেও বেঁচে থাকে শুধু দশ মাস বয়সের এক মানব শিশু 'অডিন'। ফ্লিটির মূল প্রোগ্রাম 'ইন্টি' যৌক্তিকতা বিশ্লেষণের মাধ্যমে অনুধাবন করে তার একার পক্ষে অডিনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই তো সে গ্রহের বিশেষ প্রাণী, মানুষের মতো দেখতে ছয় ইঞ্চি উচ্চতার লিলিপুটদের সাহায্য কামনা করে। লিলিপুটেরা এগিয়ে এলেও তারা বুঝতে পারে বাস্তবতা বড় কঠিন, অবুঝ অডিনকে লালন পালন করা এতটা সহজ নয়। তার উপর রয়েছে হিংস্র প্রাণী ওগিদের আক্রমণ যারা কিনা সুযোগ পেলেই অডিনকে হত্যা করে অডিনের মাংস খেতে চায়। এক পর্যায়ে ওগিরা অডিনকে ধরেও নিয়ে যায়। তারপর মেতে ওঠে অডিনের মাংস ভক্ষণের মহা উৎসবে। এদিকে লিলিপুটেরাও বসে থাকে না। ইণ্টির সাহায্য নিয়ে তারা নবপ্রযুক্তিতে সজ্জিত হয়ে পরিকল্পনা করে ওগিদের আক্রমণের।
লেখক মোশতাক আহমেদ এর জন্ম ১৯৭৫ সালেল ৩০ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। তিনি ঢাকা ভার্সিটির ফার্মেসী বিভাগ হতে মাষ্টার্স এবং আইবিএ হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যপ্রেমী, লেখালেখির প্রতি আগ্রহ আকাশচুম্বী। তার প্রথম উপন্যাস জকি প্রকাশিত হয় ২০০৪ সালে। সায়েন্স ফিকশন লেখক হিসেবে সুপরিচিত হলেও নিয়মিত গোয়েন্দা, ভৌতিক, প্যারাসাইকোলজি, মুক্তিযুদ্ধ, কিশোর ও ভ্রমণ উপন্যাসও লিখে চলেছেন। বিভিন্ন জনরায় লেখালেখির জন্য বহুমাত্রিক লেখক হিসেবেও তিনি সর্বজনবিদিত। তার রচিত উপন্যাসের সংখ্যা শতাধিক। বাংলাসাহিত্যে অনবদ্য অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার, চ্যানেল আই সিটি আনন্দ আলো সাহিত্য পুরুস্কারও লাভ করেন।