১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
"পথের কবি" বইয়ের ফ্ল্যাপের লেখা: যিনি পথের পাঁচালী-কার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি তাঁর রচনায় শুধু শােভাময়ী নয়, বাত্ময়ী। প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায়। যাঁর রচনায় সহজ-সরল মরমী কাব্যময়তা, তাঁর জীবন কিন্তু দুর্বোধ আর জটিল। সেই জটিল, মিস্টিক জীবনেরই গ্রন্থিমােচন এ-গ্রন্থের পাতায়-পাতায়। পথের কবি বিভূতিভূষণের চলার পথের দু-ধারে যে-অজস্র ঘটনার ফুল আর কাঁটা ছিল ছড়ানাে, দুর্লভ নিষ্ঠায় আর দুস্তর পরিশ্রমে সেই সমস্তকিছুকে সযত্নে কুড়িয়ে নিয়েছেন জীবনীকার কিশলয় ঠাকুর, উন্মােচিত করেছেন বহির্জীবন ও অন্তৰ্জীবনের এক অসামান্য আলেখ্য। বিভূতিভূষণের সমকালের ভদ্রেতর মানুষজন, শিল্পী-সাহিত্যিক পরিমণ্ডল, একাধিক প্রেমার্থিনী-অনুরাগিণীর উজ্জ্বল আবিভাব— এসব কথা যেমন অকপটভাবে এই গ্রন্থে, তেমনই বিভূতিভূষণের বিভিন্ন রচনার পশ্চাৎপট বা নেপথ্যকাহিনী, তাঁর অতীন্দ্রিয় অনুভূতি, অলৌকিকদর্শন আর প্রয়াণরহস্যের নানা অজ্ঞাত কথাও ত্রিমাত্রিক চলচ্ছবির মতাে এ-গ্রন্থে উদ্ভাসিত। বিভূতিভূষণ সম্পর্কে বহু অন্তরঙ্গ স্মৃতিসাক্ষ্য ও দুষ্প্রাপ্য সাক্ষাৎকার এবং তাঁর ঘটনাঘন জীবনের ক্যামেরাসাক্ষী বহু দুর্লভ আলােকচিত্র এ-বইয়ের অতিরিক্ত আকর্ষণ। প্রচলিত অর্থে আত্মকথা লিখে যাননি পথের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছিল কিছু নােটবুক আর দিনলিপির টুকরাে পাতা। ছিন্নবিচ্ছিন্ন সেইসব সূত্র ধরে বিভূতিভূষণের জনজীবন ও মনােজীবনের পরিচয়দীপ্ত পূর্বাপর যে-জীবনী রচনা করেছেন কিশলয় ঠাকুর তা শুধু নিখুঁত এক চিত্ৰণই নয়, বাংলা জীবনীসাহিত্যেও এক অপ্রতিম দিকচিহ্ন। বিভূতিভূষণের জন্মশতবর্ষের অনুষঙ্গে নতুন চেহারায় পুনর্মুদ্রিত হল এই একদা-সাড়াজাগানাে গ্রন্থ।