মুহতারাম ভাই ও বোনেরা! প্রথমেই দুজনের পছন্দ-অপছন্দটা জেনে নেওয়া। ছেলেকে জিজ্ঞাসা করা এ-বিয়ের ব্যাপারে তার কি রায়, তেমনি মেয়েকে জিজ্ঞাসা করা তার মতামত কি। আল্লাহ তাআলা কোনো ছেলের বিয়ে কোনো মেয়ের সঙ্গে হবে তা তিনি আগ থেকেই নির্ধারণ করে রেখেছেন। উপরন্তু আমাদের দেশে পছন্দ-অপছন্দের ব্যাপারে ছেলেকে জিজ্ঞেস করলেও মেয়ের মতামতকে থোরাই কেয়ার করা হয়। মেয়ের পছন্দকে আমলেই নেয়া হয় না। অথচ তাকে জিজ্ঞাসা করা এমন জরুরি যেমন ছেলেকে জিজ্ঞাসাটা করা জরুরি! বিয়ে বিষয়ক সম্পর্ক গড়া এবং দুই পক্ষের আচার-আচারণের ব্যাপারে আল্লাহর রাসুলের শরীয়তকে সামনে রাখা উচিত। যেহেতু এটি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা। সে হিসাবে আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বিধানকে পুঁজি করে আমাদের মুয়ামালা-মুয়াশারাত করা উচিত। আমাদের নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'আমার মেয়েকে তখনই বিয়ে দেই, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে। আমার বিয়ের ক্ষেত্রেও আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার অপেক্ষা করি। যাকে আমি বিয়ে দেই, যার সঙ্গে বিয়ে দেই, তাদের সবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা সকলেই জান্নাতি।'
এতৎসত্ত্বেও তিনি ফাতিমা রাযি.-কে জিজ্ঞেস করেন, 'ফাতেমা। আলী'র সঙ্গে আত্মীয়তার ব্যাপারে তোমার কি মতামত? হজরত ফাতেমা রাযি. হ্যাঁ বললে এরপর তিনি মসজিদে নববীতে গিয়ে বিয়ের ব্যাপারটা বাস্তবায়ন করার কাজে এগিয়ে নিতে উদ্যোগী হন। দ্বিতীয় মজলিসে 'মিয়া-বিবির সম্পর্কটা গড়ার সূচনা কেমন হওয়া উচিত' বলেছিলাম যে, স্বামী-স্ত্রীর সম্পর্কটা এত বড় একটা সম্পর্ক যে, এই সম্পর্কটা কোনোভাবেই কোনো পক্ষ থেকে ভেঙ্গে যেতে দেয়া উচিৎ হবে না। এ-সম্পর্কটা অটুট রাখার ক্ষেত্রে কাউকে দুর্বল হলে চলবে না। আমার আশপাশের লোকজনের মধ্যে কখনো-সখনো মা-বাবার কারণে সংসার ধ্বংস হয়ে যায়, কখনো দুলহা-দুলহানীর বাবা-মার কারণে ভেঙে যায়। ছেলের ভাই-বোনের কারণে ভেঙে পড়ে। কখনো মেয়ে পক্ষের আত্মীয়-স্বজনের কারণে বিয়েটা টিকে না। আবার কখনো পরস্পরের খারাপ আচরণের কারণে এই মূল্যবান সম্পর্কটায় ফাটল ধরে। তিনটা সম্পর্ক এখানে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে-ছেলের বাবা-মা, মেয়ের বাবা-মা আর খোদ স্বামী-স্ত্রীর ভুল বুঝাবুঝি এবং অবহেলার কারণে আমাদের সমাজের অধিকাংশ সুখময় সংসার জীবন অনেক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়।
প্রিয় বন্ধুগণ! জীবন সুখ-সমৃদ্ধিপূর্ণ মধুময় এমন একটা সম্পর্কেরই নাম, যদি এই সম্পর্কটা আপনাকে কোনো কারণে অপরাগ করে দেয়, তাহলে মধুময় ও শান্তিময় জীবন খতম হয়ে যায়। যদি এই সম্পর্ককে সম্মান করা হয় তাহলে জীবন আলোকময় হয়ে উঠে। আল্লাহর কসম! এই সম্পর্কটা সোনা-রূপার দ্বারা প্রাণসঞ্চার হয় না, জমরুদ এবং রেশমের কাপড় দ্বারা হয় না, কোটি কোটি টাকার গাড়ি, প্রাসাদোপম বাড়ি দ্বারাও হয় না।