দেখবে, তুমি রাসূলের মুহাব্বাতের সাগরের পানি খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছো, পাল্টে যাচ্ছো, বদলে যাচ্ছো। তুমি এখন আর তোমাকে চেনো না। তুমি এখন অন্য কেউ। তুমি এখন ভিন্ন কেউ। তুমি রাসূলের ভালোবাসার সমুদ্রে সাঁতার কেটে কেটে চলে যাবে মদীনায়। তোমার দেহ পড়ে থাকবে এখানে, তবে অবশ্যই তুমি চলে যাবে ওই যে মদীনায়। যেখানে পেয়ারা নবীজি ঘুমিয়ে আছেন সবুজ গম্বুজের ছায়ায়।
মানুষ দেখবে তুমি এখানে ঘোরাফেরা করো, আসলে তুমি আছো মদীনায়। তোমার দেহ পড়ে থাকবে এখানে, আর তোমার মন পড়ে রবে প্রাণের মদীনায়। এটা শুধু তুমিই অনুভব করবে। এটা আর কেউ বুঝবে না। আর কেউ জানবে না। জানবে শুধু তুমি। শুধুই তুমি।
এবার তুমি রাসূলের ভালোবাসার সাগরে ঝাঁপ দাও। সাঁতার কাটো। হাবুডুবু খাও। ডুবে যাও। তলিয়ে যাও। হারিয়ে যাও। দেখবে, তুমি সুখ পাবে। সুখী হবে। সুখ তোমার ধমনীতে লাফিয়ে লাফিয়ে প্রবেশ করবে। তোমার শরীরের কোষে কোষে নাচা-নাচি করবে। এ এক ভিন্ন সুখ। এ এক অন্য সুখ। যারা রাসূল আমার ভালোবাসা পড়বে, তারাই শুধু বুঝবে—এ কেমন সুখ! এ কেমন স্বাদ! এ কেমন মজা! এসো রাসূল আমার ভালোবাসা পড়ে চিরসুখী হই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।