মানুষের জীবন কি আদৌ ফুলের মতন হতে পারে? সৌন্দর্যের দিক থেকে কিংবা সৌরভের দিক দিয়ে?
হ্যাঁ, হতে পারে। শুধু ফুলের মতনই নয়; বরং ফুলের চেয়ে অধিক সুন্দর হতে পারে। গাছের ফুলের চেয়ে অধিক সুবাসিত হতে পারে।
মানব-জীবনে ক্ষত সৃষ্টি করে গুনাহ। পাপ। কিন্তু আল্লাহ আরহামুর রাহিমীন, বান্দার প্রতি পরম দয়াশীল। তিনি এমন একটি সহজ এবং সংক্ষিপ্ত পথ তৈরি করে রেখেছেন, যে পথ গ্রহণ করলে একজন চরম অপরাধীও নিষ্পাপ হয়ে যায়। এমন নিষ্পাপ হয়, যেন সে কোনোদিন পাপই করেনি!
আমরা যদি সেই পথ গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের জীবনও হবে ফুলের মতন। বরং তার চেয়েও বেশিকিছু।
কোন সে পথ, যে পথে পা দিলে দাগযুক্ত জীবনও ফুলের মতন সুন্দর হয়? সুবাসিত হয়? সুশোভিত হয়?
সেই পথেরই সন্ধান দিবে আমাদের এবারের আয়োজন ‘যে জীবন ফুলের মতন’।
.
উম্মাহর ইসলাহ ও তরবিয়তের ক্ষেত্রে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির মাওয়ায়েজ এবং মালফুজাতের যে ভূমিকা, তা কারো অজানা নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরতের মাওয়ায়েজ, মালফুজাত, ইসলাহ, ইরশাদ এবং দিকনির্দেশনা রয়েছে। দীন ইসলামের প্রায় প্রতিটি বিষয়ের উপরই তার জ্ঞানগর্ভ বয়ান, রচনা এবং রাহনুমায়ী রয়েছে।
আমাদের এবারের প্রকাশনা ‘যে জীবন ফুলের মতন’ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানীর বারোটি বয়ানের সংকলন। এটি মূলত হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত বাণীসংকলন ‘শরীয়ত ও তরীকত’-এর ব্যাখ্যায় প্রদত্ত বয়ানের উর্দু সংকলন ‘তারবিয়্যাতি বয়ানাত’-এর বাংলা তরজমা। হযরত উসমানী এক রমযানে ‘শরীয়ত ও তরীকত’ কিতাবে সংকলিত মালফুজাতের আলোকে বয়ানগুলো করেন। অডিও থেকে উর্দু সংকলনটি তৈরি করেন পাকিস্তানের জনাব মুহাম্মাদ আদনান মির্জা। ‘যে জীবন ফুলের মতন’ সেই সংকলনেরই ভাষান্তর।
প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই রচনা করেননি, তিনি একাধারে ইসলামি ফিকহ, হাদীস, তাসাউফ ও ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। আর তা-ই নয়, তিনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতে, এমনকি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চেরও বিচারক পদে আসীন ছিলেন। মুফতী মুহাম্মদ তকী উসমানী ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হলে তার পরিবার পাকিস্তানে চলে আসে এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন জায়গা থেকে ইসলামি নানা বিষয়সহ অন্যান্য বিষয়েও শিক্ষা নিয়েছেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যেখান থেকে অর্থনীতি, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন আরবি ভাষা ও সাহিত্যে এম.এ. ডিগ্রি। দারুল উলুম করাচি থেকে পিএইচডি সমমানের ডিগ্রি অর্জন করেছেন ইসলামি ফিকহ ও ফতোয়ার উপর। সর্বোচ্চ স্তরের দাওয়া হাদিসের শিক্ষাও তিনি একই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন ইসলামি বিষয়, যেমন- ফিকহ, ইসলামি অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফিকহ একাডেমির স্থায়ী সদস্যপদ রয়েছে তাঁর। পাকিস্তানে 'মিজান ব্যাংক' নামক ইসলামি ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে ইসলামি অর্থনীতির প্রসারে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি রচনা করেছেন অসংখ্য বইও। তকী উসমানীর বই এর সংখ্যা ৬০ এর অধিক। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমূহ রচিত হয়েছে ইংরেজি, আরবি ও উর্দু ভাষায়। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমগ্র এর মধ্যে 'Easy Good Deeds', 'Spiritual Discourses', 'What is Christianity?', 'Radiant Prayers' ইত্যাদি ইংরেজি বই, ও 'তাবসেরে', 'দুনিয়া মেরে আগে', 'আসান নেকিয়া' ইত্যাদি উর্দু বই উল্লেখযোগ্য। এসকল বই ইসলাম প্রসারে, এবং বিভিন্ন ইসলামি ব্যাখ্যা প্রদান ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।