অমর একুশে বইমেলা কেবল একটি সাহিত্যিক উৎসব নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনার উজ্জ্বল প্রতীক। এই মেলাকে কেন্দ্র করেই প্রতিবার নতুন নতুন সৃজনশীলতার যাত্রা শুরু হয়, জন্ম নেয় অসংখ্য বই, যার ভেতর লুকিয়ে থাকে আমাদের সময়, অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্ন। সেই ধারাবাহিকতায় ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে প্রকাশিত ও শামিম হোসেন (ইভান) সম্পাদিত যৌথ কাব্য সংকলন “স্মৃতির জলরং” পাঠকের হাতে তুলে দেওয়া আমাদের জন্য এক বিশেষ আনন্দের বিষয়।
কবিতা চিরকাল মানুষের মনের গোপন ভাষা। আনন্দ, বেদনা, প্রেম, বিচ্ছেদ কিংবা স্বপ্ন সবকিছুরই অনবদ্য প্রকাশ ঘটে কবিতায়। এই সংকলনের প্রতিটি কবিতাই যেন জীবনের নানা রঙে আঁকা একেকটি জলরং চিত্র। ভিন্ন ভিন্ন কবির ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর মিলিত হয়ে এখানে তৈরি করেছে এক অনন্য সমবেত সুর। কোথাও ব্যক্তিগত স্মৃতির আবেশ, কোথাও প্রজন্মের দায়বদ্ধতা, আবার কোথাও অনন্ত প্রেমের আবেদন সব মিলিয়ে “স্মৃতির জলরং” হয়ে উঠেছে বহুরৈখিক অনুভূতির এক সমৃদ্ধ ভান্ডার।
সম্পাদক শামিম হোসেন (ইভান) সুপরিকল্পিত দক্ষতায় কবিদের বাছাই করেছেন এবং তাঁদের সাহিত্যকর্মকে একসূত্রে গেঁথেছেন। ফলে পাঠক এখানে পাবেন বহুমাত্রিক অভিজ্ঞতা- যা একদিকে সময়কে ধারণ করে, অন্যদিকে নতুন ভাবনার দুয়ারও খুলে দেয়। এই সংকলনের মাধ্যমে তরুণ কবিরা যেমন নিজেদের কণ্ঠস্বর পৌঁছে দিতে পারবেন পাঠকের কাছে, তেমনি অভিজ্ঞ কবিদের কবিতাও সমকালীন সাহিত্যকে সমৃদ্ধ করবে।
“স্মৃতির জলরং” গ্রন্থটি আমাদের স্মৃতিকে জাগিয়ে তুলবে, হৃদয়কে আলোড়িত করবে, এবং নতুন প্রজন্মকে কবিতার আলোয় আলোকিত করবে।