ত্রিশটি গল্প সম্বলিত ক্ষুদ্র গল্পগুচ্ছ বইটি গ্রামীণ সমাজের আংশিক চিত্রাঙ্কনে নিবেদিত। বইয়ের অধিকাংশ গল্পে গ্রামীণ শিশু মানসের সহজ সরল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। শিশুসুলভ আচরণ শিশুদের মনোবৃত্তি ও শৈশবের বিশেষ দিক বিভিন্ন গল্পে প্রতিফলিত হয়েছে। শিশু শখ কখনো কখনো শিশুদের বিপথে নিয়ে যেতে পারে তাও এখানে দৃশ্যমান। গ্রামীণ সমাজে পারস্পরিকতার মাঝে গভীর উপলব্ধি থেকে পরকীয়া, পরকীয়া হতে প্রেম, গৃহ ত্যাগ সমাজের আদিম রূপ প্রকাশ পেয়েছে। ন্যায় ও সংগত বিষয়ে শিশু-কিশোর মনেও প্রেম বিদ্রোহ-দ্রোহ জাগরুক এটা সর্বজনীন, আব্দুলের আচরণে তা প্রতিভাত হয়েছে। নিস্ব ও দরিদ্র প্রতিকূল পরিবেশে আব্দুল সংগ্রাম করে বড় হয়েছে, তার সততা ও সরলতা কখনও কখনও পথচ্যুত হয়েছে। কিশোর বয়সে বিবাহ ছেলে মেয়েদের জীবনে স্পন্দ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাল্য বিবাহ সামাজিক কুসংস্কারের একটি উপজাত এটাও এখানে প্রকাশিত। গ্রামীণ সম্পর্ক, যোগাযোগ এবং ঐকান্ত প্রায় অসম্ভব কে সম্ভব করে তোলে নৌকাপার গল্পটি তার উজ্জ্বল প্রমাণ। গ্রামীণ সমাজ জীবনেও মানুষ ব্যক্তি স্বার্থের জন্য তেলবাজী রপ্ত করেছে তা আজও বলীয়ান অবস্থায় আছে। ছাত্র জীবনে সহপাঠি যেমন সহজে বন্ধু হয়ে যায় আবার চরম শত্রু হিসেবেও কাজ করে। গ্রামীণ একটি প্রতিকূল পরিবেশে আব্দুলের জীবন যাত্রা যেথায় প্রেম, ব্যর্থতা ও অস্বাভাবিক আচার-আচরণ দারুণভাবে লক্ষ্যনীয়। চরম প্রতিকূল অবস্থার মাঝেও আব্দুল নিজেকে ব্যতিক্রম মানুষ সৃষ্টি করেছে। পরিবেশ, প্রেক্ষিত তুলনায় পরম বিস্ময়ের বিষয় একেবারে ডাঙ্গায় ব্যর্থ আব্দুল কঠোর চেষ্টায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করে আজ সমাজে প্রতিষ্ঠিত মানুষ তিনি যেন গোবরে পদ্মফুল।
এই গল্পগুচ্ছের মাধ্যমে গ্রামীণ সমাজের জীবন আচরণ, শিক্ষা, বিবাহ, শিশু প্রেম, বন্ধুত্ব ইত্যাদি ফুটে উঠেছে। এ বইয়ে গ্রন্থিত প্রতিটি গল্প পৃথক পৃথক বিষয়ে বার্তা দিয়েছে। বইটি সুখপাঠ্য হবে বলে আমার আন্তরিক বিশ্বাস।