ভাষা : বাংলা মুহাম্মাদ হাবীবুল্লাহ ভাষা ও সাহিত্যের কিছু বিশ্বাসদীপ্ত বিষয় ও মনীষার প্রসঙ্গ অত্যন্ত সাফল্য ও কৃতিত্বের সঙ্গে তুলে এনেছেন গ্রন্থভুক্ত প্রায় কুড়িটি গদ্যে। একদিকে এতে ফুঠে উঠেছে ভাষার সৃষ্টি ও স্রষ্টার কথা থেকে নিয়ে বিশ্বাস, শুদ্ধতা আর নবিজীর কাব্য-পর্যবেক্ষণ। অপরদিকে উন্মোচিত হয়েছে ইকবাল, আলী নাদভী, ফররুখ আহমদ, আবদুল মান্নান সৈয়দ ও তকী উসমানীর জীবন ও কীর্তির বিভাময় ভুবন। সাহিত্যাঙ্গনের অলঙ্কারআশ্রয়ী গদ্য। প্রাঞ্জল ও সুদৃঢ়। সুখপাঠ্য এক মনোযোগী আয়োজন। বর্ণনার সাবলীল সৌন্দর্যের পাশাপাশি প্রায় নিবন্ধের শেষে প্রয়োজনীয় তথ্য ও উদ্ধৃতির উৎস নির্দেশ গ্রন্থের সামগ্রিক মানের সঙ্গে একটি গবেষণাসুলভ আমেজও উপহার দিয়েছেন।বলতে হয়, মুহাম্মাদ হাবীবুল্লাহ সাহিত্যের ভাষায় সাহিত্যের বিষয় নিয়ে বিশ্বাসদীপ্ত ও ইলমগন্ধী একটি গ্রন্থ উপহার দিয়েছেন। এ জন্য ধন্যবাদ পাওয়ার অধিকার তাঁর রয়েছে। একটি বিষয় লক্ষ করে আমি বিস্মিত হয়েছি যে, তরুণ এই আলেম ঢাকার বাইরে থেকেও কোনো রকম পরিচিতি-যোগাযোগ ছাড়াই জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সাহিত্যপাতায় নিশ্চিত একটি জায়গা করে নিয়েছেন। এটি একটি বড় ঘটনা, সাহিত্যের শক্তি ও প্রকাশনার বিবেচনায়। গভীর অভিনিবেশ নিয়ে চলা, ইলম, আমল ও সাহিত্য-সাধনানিমগ্ন এক অভিযাত্রী তরুণ আলেম তিনি। তার গভীর মনন, সুললিত বর্ণনা আর ইতিবাচক জীবন ও বীক্ষণের এ তোহফাটি হাতে নিলে, আশা করি, পাঠকমাত্রই উপকৃত হবেন। অনাগত দিনে তার হাতে আরো স্বর্ণফলনের অপেক্ষায় দিন গুনছি। -শরীফ মুহাম্মদ (বিখ্যাত লেখক ও মিডিয়া-ব্যক্তিত্ব)
জন্মেছেন কক্সবাজারের মহেশখালীতে। সৃজনশীল লেখক, অনুবাদক ও সম্পাদক। ইতোমধ্যে জাতীয় দৈনিকের সাহিত্য-পাতা ও গুরুত্বপূর্ণ গবেষণা-জার্নালে তাঁর সরব উপস্থিতি লক্ষ করার মতো। বচন-লিখন ও স্বভাব-চরিত্রে বাঙময় হয়ে উঠে ভিন্ন চিন্তা ও রুচি, অনন্য দরদ ও দীপ্তি। লিখেন প্রবন্ধ, সমালোচনা, ছড়া ও গল্প। লেখনি শক্তির মূল ধার সাহিত্যে। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।