বইটির আলোচনার দূরত্ব ও সহজ ভাষা শ্রেণির পাঠকে যেন বুঝতে পারে, এজন্য আমরা গ্রামাঞ্চলের সংজ্ঞাবহ কঠিন আলোচনাও বাদ দিয়ে শ্রেণি-কক্ষের শিক্ষক বা মায়া ফোল্ডিংসহ সহজবোধ্য উদাহরণ প্রতিটি নিয়ম উপস্থাপনের চেষ্টা করেছি, যার ফলে বইটি গৃহশিক্ষক বা শ্রেণি শিক্ষকের বিকল্প হিসেবে সাহায্য করবে। এজন্যই বইটির প্রতিটি Topic-এর ধারাবাহিকতা রক্ষা করে সম্পূর্ণভাবে বিন্যাস করেছি, যা সচ্ছন্দে জব প্রিপারেশন বা বিশ্ববিদ্যালয় ভর্তি জগতে এই প্রথম।
২. মনে রাখার কৌশলসমূহ
কঠিন বিষয় মনে রাখার জন্য শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক লেভেলে মাথায় রেখে প্রয়োজন ‘মনে রাখার টেকনিক’ সংযোজন করা হয়েছে। যার ফলে হাজার হাজার সিলেকটিভ টেকনিকের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক জটিল বিষয় স্বল্প সময়ে সহজভাবে আত্মস্থ করতে সক্ষম হবে।
৩. প্রয়োজনীয় ছক ও গ্রাফের ব্যবহার
গবেষণালব্ধ প্রমাণিত- উপাদান নিয়ে কোন বিশ্লেষক তথ্য মনে রাখার চেয়ে চিত্রভিত্তিক গোঁছানো তথ্য সবসময় দীর্ঘদিন মনে থাকে। তাই আমরা বইটিতে প্রচুর ছক ও গ্রাফ ব্যবহার করেছি, যা শিক্ষার্থীদের এক চিন্তা ধারায় শেখার আনন্দ যোগাবে।
৪. Quick Tips সংযোজন
আমরা বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি টপিকের আলোচনায় যেখানেই ব্যতিক্রম অথবা চিন্তনীয় তথ্য যোগ করার প্রয়োজন মনে করেছি, সেখানেই আমরা Quick Tips সংযোজন করেছি, যা বইটি পাঠে শিক্ষার্থীদের নির্ভার করে এবং বইটি পড়তে আগ্রহী করে তুলবে। Quick Tips সংযোজন বিষয়টি বাংলাদেশের জব প্রস্তুতির ক্ষেত্রে সম্ভবত এই প্রথম।
৫. Analysis Zone সংযোজন
প্রতিটি অধ্যায়ের আলোচনা শেষে শিক্ষার্থীদের পাঠ্য অনুশীলনের জন্য Analysis Zone সংযোজন করেছি। এখানে আমরা সম্পূর্ণভাবে যৌক্তিক ও সংজ্ঞাবদ্ধ ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে রয়েছে বিসিএস, পিপিএসসি জব টেস্ট, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষার বিশ্লেষণসহ ১৩ হাজারের অধিক প্রশ্ন সংযোজন করেছি, যা শিক্ষার্থীর প্রস্তুতিকে পূর্ণতা দান করবে বলে আমরা বিশ্বাস করি।