২০২৪ সালের পর থেকে PSC (BCS) ও Bank Job পরীক্ষার প্রশ্নপত্রে এসেছে বৃহৎ পরিবর্তন।
আগের মতো মুখস্থভিত্তিক প্রশ্ন নয়, এখন প্রশ্নগুলো হচ্ছে Concept-based, Analytical এবং Technological Trend Focused।
এখনকার প্রশ্নগুলোতে শুধু বইয়ের তথ্য জানলেই হবে না — জানতে হবে Technology, Logic, AI, Machine Learning, Data Science, Blockchain, Quantum Computing সহ বর্তমান ICT ও Computer Awareness Trend।
🎯 নিচে ১৫টি প্রশ্ন দিলাম — ২০২৫ সালের পরীক্ষাগুলো থেকে:
(দেখে নিন আপনি কয়টা পারেন? 👇)
1️⃣ একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড ৪.০০ GHz হলে তার ক্লক সাইকেল টাইম কত? (47th BCS)
2️⃣ Precision Agriculture-এ সাধারণত কোন প্রযুক্তি ব্যবহার হয়? (47th BCS)
3️⃣ Algorithm A এর Running Time O(n²), আর B এর O(n)। কোনটি দ্রুততর? (47th BCS)
4️⃣ LLM চালানোর জন্য কোন হার্ডওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ? (47th BCS)
5️⃣ Next Generation Sequencing (NGS) কী ধরনের প্রযুক্তি? (2025)
6️⃣ Blockchain প্রযুক্তি মূলত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? (OG-2025)
7️⃣ প্রথম Quantum Internet টেস্ট করেছে কোন কোম্পানি? (OG-2025)
8️⃣ নিচের কোনটি Data Visualization Tool নয়? (OC-2025)
9️⃣ iWork Suite-এর Word Processing Application-এর নাম কী? (OC-2025)
🔟 Fintech-এ Robo-Advisor-এর মূল কাজ কী? (OC-2025)
11️⃣ Space Tourism Mission Data বিশ্লেষণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? (RC-2025)
12️⃣ Deepfake বলতে কী বোঝায়? (RC-2025)
13️⃣ Virtual Memory-তে TLB কী কাজে লাগে? (49th BCS sub)