সম্মানিত কুরআনপ্রেমী ভাই-বোন! বাজারে বিভিন্ন প্রকাশনীর আল-কুরআন থাকা সত্ত্বেও আমরা কেন নতুন আঙ্গিকে আল-কুরআনুল কারীম প্রকাশ করলাম? তার কয়েকটি উল্লেখযোগ্য কারণ ও বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরা হলো।
১। নামকরণ: অনেক প্রকাশক আল-কুরআন এর নামকরণ করতে গিয়ে
শুরুতে নূরানী/সহীহ/সহীহ নূরানী ইত্যাদি শব্দ যুক্ত করেছেন। আবার অনেকে আল-কুরআন এর শেষে শরীফ শব্দটি যুক্ত করেছেন অথচ স্বয়ং আল্লাহ তা'আলা তাঁর কিতাবে এর একাধিক সুন্দর নাম উল্লেখ করেছেন। যেমন- আল-কুরআনুল কারীম (সূরা ওয়াকিয়াহ-৫৬:৭৭), কুরআনুম মাজীদ (সূরা বুরুজ- ৮৫:২১), আল-কুরআনুল হাকীম (সূরা ইয়াসীন- ৩৬:০২) প্রভৃতি। কোনো নামের সামনে-পিছনে কুরআন হাদীসের কোথাও এরূপ নূরানী, সহীহ বা শরীফ কোন শব্দ যুক্ত করা হয়নি। তাই আমরা 'আল-কুরআনুল কারীম' নামকরণ করলাম।
২। ভিত্তিহীন দু'আ ও উদ্ধৃতিবিহীন আলোচনা পরিহার: ভারতবর্ষের
আদলে প্রকাশিত অধিকাংশ প্রকাশনী তাদের প্রকাশিত আল-কুরআনের প্রথমাংশে কিংবা শেষাংশে নানা ভিত্তিহীন তাবিজ-কবজের নকশা ও নিয়ম দিয়েছেন। আবার অনেকে উল্লেখ করেছেন কুরআন খতমের অমূলক দু'আ, বিভিন্ন আয়াতের জবাবে দুর্বল উদ্ধৃতিবিহীন যিকির। যেমন বলা হয়, সূরা মূলক শেষ করে اللهُ يَأْتِينا وهو رب العاليين পড়তে হবে। এভাবে অনেক যঈফ হাদীস উল্লেখ করে সূরা ও আয়াতের ফযীলত বর্ণনা করেছেন। যেমন বলা হয়- রাসূলুল্লাহ () বলেছেন, "যে ব্যক্তি কুরআন পাঠ করবে এবং এর হালাল-হারাম মেনে চলবে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দান করবেন এবং তার পরিবারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের মধ্য থেকে দশজনের জন্য তার সুপারিশ কবুল করবেন।" (ইমাম তিরমিযী হাদীসটিকে যঈফ বলেছেন, (৫/১৭১, হা/২৯০৫)। হাদীস বিশেষজ্ঞ আল্লামা নাসিরুদ্দীন আলবানী রহ, বলেছেন, এটি অত্যন্ত দুর্বল হাদীস।
এই মুসহাফ- অমূলক, দূর্বল ও উদ্ধৃতিবিহীন সকল আলোচনা থেকে মুক্ত।
৩। স্বচ্ছ ফন্ট ও আকর্ষণীয় অঙ্গসজ্জা: আল-কুরআনুল কারীম মুসলমানদের
একমাত্র জীবনবিধান। মহাবিশ্বে সব কিতাবের ঊর্ধ্বে এর স্থান। এতে নিহিত রয়েছে, মানব জীবনের সকল সমস্যার সমাধান। এজন্য প্রত্যেক মুসলিমের নিয়মিত আল-কুরআন অধ্যয়ন ও তদনুযায়ী আমল করা অবশ্য কর্তব্য। সবার পড়ার উপযোগী উসমানী খতের আদলে স্বচ্ছ ফন্টে, আকর্ষণীয় বাঁধাই ও ন্যায্য মূল্যে এই মুসহাফ পাওয়া সহজলভ্যকরণে আমরা বদ্ধপরিকর।
"হে আল্লাহ! প্রস্তুত ও মুদ্রণ সম্পন্ন করতে যে সামান্য প্রচেষ্টা ও মেহনত করেছি, সবার শ্রম কবুল করে নাও। অজ্ঞতা ও অজান্তের ভুল ক্ষমা করে দাও। আমাদের সকলের জন্য উভয় জগতের কল্যাণ ও নাজাতের কারণ বানাও।"
Title
মুসহাফুত তাহফীয আল কুরআনুল কারীম আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত (বড় সাইজ)