“অনিন্দ্য” মূলত বাংলা সাহিত্য সম্ভারের একটি অনলাইন গ্রুপ। গুটিকয়েক সাহিত্যমনা কবি ও লেখকদের সমন্বয়ে গ্রুপটির যাত্রা শুরু হলেও বর্তমানে অসংখ্য দেশী ও প্রবাসী লেখক ও কবিদের মিলনমেলায় “অনিন্দ্য” গ্রুপটি এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।
এই নামটিকে কবিদের আবেগ, কল্পনার শব্দমালা ও ছন্দ দিয়ে সাজিয়ে প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই একটি পরিপূর্ণ কবিতাগুচ্ছে প্রকাশ করার প্রয়াস চলছে। প্রতিষ্ঠার চার বছরে তিনটি কবিতাগুচ্ছ প্রকাশিত হয়েছে এবং আর একটি প্রকাশের অপেক্ষায়। অনিন্দ্য গ্রুপের সকল সদস্যবৃন্দ বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন লেখক সাহিত্য সংগঠনের কবি ও সাহিত্যিক। সুস্থ ধারার বাংলা সাহিত্য নিয়ে তাদের বিচরণ সাহিত্য ও কাব্যে। বিগত তিনটি কবিতাগুচ্ছের অসামান্য সফলতার পর ২০২৬ অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে “অনিন্দ্য” কবিতাগুচ্ছ চতুর্থ সংকলন। প্রেম, বিরহ, প্রকৃতি, জন্মভূমি আর কবির আবেগে গাঁথা হৃদয়স্পর্শী লেখাগুলো সংগ্রহ করে একটা চমৎকার প্রচ্ছদের দুই মলাটে বন্দী করাটা যদিও খুব সহজ ছিলো না। তথাপি সকল কবিদের আন্তরিক সহযোগিতায় বইটি প্রকাশের অপেক্ষায়।
“অনিন্দ্য” কবিতাগুচ্ছ চতুর্থ সংকলনে সকল কবি, প্রচ্ছদ শিল্পী প্রকাশক এবং নেপথ্যে থেকে যারা উপদেশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে বইটির সার্থকতার মূল দাবিদার তারাই। বিশেষ ভাবে উল্লেখ করতে হয় কিছু গুণী মানুষদের কথা যারা বইটি প্রকাশের ক্ষেত্রে নেপথ্যে থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন। তারিকুল ইসলাম বিপু, যিনি একাধারে গুণী লেখক, কবি ও নাট্য সংগঠক এবং তিনি পূর্ববর্তী অনিন্দ্য কবিতাগুচ্ছ বইয়ের ১ম ও ২য় সংকলনে সম্পাদনার কাজ সুসম্পন্ন করেছেন। তার অনুপ্রেরণায় অনিন্দ্য কবিতাগুচ্ছ চতুর্থ সংকলন প্রকাশের অগযাত্রাও অব্যাহত রয়েছে। অনিন্দ্য কবিতাগুচ্ছ - তৃতীয় সংকলনে সম্পাদনার দায়িত্বে ছিলেন কবি মঞ্জুমান আরা আক্তার ও কবি দিনা আফরোজ। সুসাহিত্যিক ফেরদৌস জেসমীন ও কবি মঞ্জুমান আরা আক্তার এই দুইজন গুণী মানুষের সম্পাদনায় এবারের অনিন্দ্য কবিতাগুচ্ছ- চতুর্থ সংকলন প্রকাশিত হতে যাচ্ছে। সংকলনের দায়িত্ব পালন করেছেন ইকলিমা আক্তার। সম্মানিত পাঠকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এতোটুকু বলতে চাই “বই মানুষের অকৃত্রিম বন্ধু তাই বইকে ভালোবাসুন, বইয়ের মাঝেই আনন্দ খুঁজুন এবং অনিন্দ্যের সাথেই থাকুন”।।