জালালুদ্দীন আল-মাহাল্লী ও জালালুদ্দীন আস-সুয়ুতী -এর "তাফসীরে জালালাইন” গ্রন্থটি অতীব সংক্ষিপ্ত, সহজ এবং মানুষের মাঝে খুবই প্রসিদ্ধ তাফসীর গ্রন্থসমূহের মধ্য হতে অন্যতম একটি তাফসীর গ্রন্থ। এর পাঠক সংখ্যা অনেক এবং এটি খুবই উপকারী একটি গ্রন্থ। তবে, এই তাফসীর গ্রন্থে এমন কিছু পদস্খলন রয়েছে, যার ব্যাপারে মানুষকে সাবধান ও সতর্ক করা আমি আমার নিজের উপর আবশ্যক মনে করেছি। যাতে তাঁরা তাদের দ্বীনের বিষয়ে দলিলের উপর ভিত্তি করতে পারে এবং যাতে তাঁরা এমন বিপদে পতিত না হয় যেটা তাদের নির্ভেজাল আক্বীদার উপর প্রভাব ফেলবে ।
আর মুফাসীরদ্বয় অত্যন্ত সম্মানিত মর্যাদাবান। আর আমি তাঁদের প্রতি হুকুম লাগানোর ক্ষেত্রে খুবই নগণ্য একজন ব্যক্তি। আমি এই দুই ইমামের ব্যাপারে খুব কমই মন্তব্য করেছি। তবে আমি কিছু এমন বিষয়ের প্রতি মন্তব্য করেছি, যা থেকে সাবধান ও সতর্ক করা শরীয়ত কর্তৃক আমার উপর আবশ্যক।
আমি তাঁদের ব্যক্তিত্বের ব্যাপারে কোনো মন্তব্য করিনি। বরং তাদের এমন কিছু বিষয়ে মন্তব্য করেছি, যে ভুলগুলো তাঁরা তাঁদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আর আমি এটাও দাবি করছি না যে, এই বিষয়ে আমি তার হক্ব পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি। আর এগুলো হলো এমন কিছু পদস্খলনের উদাহরণ, যা পবিত্র কুরআনের ব্যাপারে সংঘটিত হয়েছে। (বস্তুত পবিত্র কুরআনের মাঝে কোনো ইখতিলাফ নেই)
মহান আল্লাহ বলেন : “যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তারা তাতে অনেক মতানৈক্য দেখতে পেত । Mis
মহান আল্লাহই ইচ্ছা সম্পাদনের মালিক, তিনিই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তা'আলা দরূদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার ও সমস্ত সাহাবীগণের উপর। আমিন!