বাংলা সাহিত্যকে ভালোবেসে ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর ৬ জন বন্ধু মিলে গড়ে তুলেছিলেন ফেসবুক গ্রুপ-হৃদপল্লী সাহিত্য সংগঠন। ‘হৃদ অতলে তুমি’ একটি যৌথ কাব্যগ্রন্থ। গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি শাহনাজ পায়েল। বর্তমানে তিনি হৃদপল্লীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা সাহিত্যপ্রেমী এই গুণী মানুষটির এ যাবত চারটি যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থগুলো হলো-হৃদ আলাপন, হৃদস্পন্দনে তুমি, হৃদ আঁচল, হৃদস্পর্শী।
সাহিত্য মানব মনের আয়না। কবিতা সাহিত্যের একটা শাখা। একটি কবিতা যত ছোটই হোক, তা একটি মহাবিশ্বের দরজা খুলে দিতে পারে। কবিতা হচ্ছে বুকের গভীরে জমে থাকা মুক্তোদানা। কবিরা তা কলম আর কালির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেন।
একটি ভালো কবিতা মানব মনকে শুদ্ধতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। একটি কবিতার মাধ্যমে পাল্টে দেওয়া যায় একটি সমাজ, একটি বিশ্ব। প্রত্যেক কবি-লেখকদের নিকটই তাদের লেখা সাহিত্য সন্তানের মতো। কবিরা অতি যত্নে সেই সন্তানকে লালন-পালন করেন।
যেমন:
কতটা বির্বণ সময় কেটেছে আমার!/সময়ের সুতো ধরে আমাদের এগিয়ে যেতে হয়,
বাস্তব জীবনের পটভূমিতে,/শত ব্যস্ততায় ভুলে থাকা যায় না তোমাদের,