খুব ছোটবেলা থেকে কবিতা লেখার অভ্যাস ছিল। সময় পেলে কাগজে, স্কুলের বেঞ্চে কবিতা লিখতাম। এখন সে সব পান্ডুলিপি আর খুজে পাওয়া যাবে না। সবই হারিয়ে গেছে। বই প্রকাশিত হবে এমনট মনের কোনে উঁকি দেয়নি কখনো। খুব ছোটবেলা থেকে কোন না কোন কিছু নিয়ে থাকতে ভালোবাসি। কোনটাই বেশিদিন ভালো লাগে না। তবে যেটা যখন করি, খুব মনযোগ সহকারে সেটা করে থাকি।
তবে যেটা কখনো ছাড়তে পারিনি, সেটা হলো কবিতা। এটা সারাজীবন আমার মনের ভাব প্রকাশের এক মাধ্যম। আমার হারিয়ে যাওয়া কবিতা বেশিরভাগ আর খুঁজে পাইনি। যখন কলেজে পড়ি, তখনকার কিছু কবিতা, পরবর্তীতে ভার্সিটিতে পড়ার সময়ের অল্প কিছু কবিতা খুঁজে পেয়েছি, তখন থেকে চিন্তা করেছি, এগুলো ছাপিয়ে না রাখলে, এগুলোও এক সময় হারিয়ে যাবে। তাই এই বই ছাপানোর উদ্যোগ নিলাম।
এরপর ২০২২ সাল থেকে ফেসবুকে লিখতে শুরু করি, তাতে কবিতাও লেখা হয়, আবার আর্কাইভ হিসাবেও থাকে। আমি সবচেয়ে বেশি কবিতা বা উপন্যাস পড়েছি যখন আমি কলেজে পড়ি। তার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহ, জীবানন্দ দাশ দেশপ্রেম, কবিগুরুর নারী প্রেম ইত্যাদি আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আমার কবিতায় সেই জন্য ঘুরেফিরে এগুলো ফুটে উঠেছে। সাবজেক্টগুলো সেই জন্য বিচ্ছিন্ন।
এখানে প্রেম আছে, বিদ্রোহ আছে, আবার মধ্যবিত্ত জীবনের বাস্তবতা আছে, একজন মানুষের মুক্তি বা স্বাধীনতার কথা আছে। মোদ্দা কথা হলো,এই কবিতার বইয়ে একজন পাঠক তার জীবনের প্রেম, বিদ্রোহ, দেশ প্রেম, জীবনের বাস্তবতাগুলো দেখতে পাবে। যেহেতু বিচ্ছিন্ন বিষয়ের উপর এই কবিতার বই, আর বিচ্ছিন্নভাবে লেখা পান্ডুলিপি থেকে কবিতাগুলো খুঁজে নিয়ে বইয়ের আকার দিয়েছি, সেই জন্য এই কবিতার বইয়ের নাম দিলাম “বিচ্ছিন্ন পান্ডুলিপি“।