আধুনিক বাংলা সাহিত্যের কবি নিত্যানন্দ বিশ্বাস বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গ্রামরত্ন আস্করে এক বিখ্যাত ভাংরা বংশে ১৯৬৯ সালে পহেলা মে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম নিতাই ভাংরা। তাঁর মাতার নাম সুচিত্রা রানি বিশ্বাস। পিতার নাম তারাকান্ত বিশ্বাস। ছেলেবেলা থেকে তিনি ছিলেন অত্যান্ত মেধাবী ছাত্র এবং খেলাধুলায়ও পারদর্শী। তিনি যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তখন দশম শ্রেণীর ছাত্রদের অঙ্ক কষে দেন এবং তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী পড়াতেন। তাঁর ছাত্র এক সাথে এস.এস.সি পরীক্ষা দেন। দেশীয় খেলা হাডুডু এবং বিদেশি খেলা দাবা তিনি বেশি খেলতেন। ১৯৮৫ সালে আস্কর কালী বাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এস.এস.সি বিজ্ঞান বিভাগে পাশ করেন। অতঃপর আগৈলঝাড়া কলেজে লেখাপড়া করেন। পরবর্তীতে ঢাকায় এল.এম.এ. এফ পরীক্ষায় মেরিট সহ পাশ করেন এবং লেখালেখি কাজও শুরু করেন। ছন্দবদ্ধ, চিত্রময়তা, অক্ষর বিন্যাস ও শব্দের প্রয়োগ কুশলতা তাঁর কবিতার বৈশিষ্ট্য। সর্বাধুনিক ছন্দ অক্ষরবৃত্ত ও সনেট তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য। ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, প্রকৃতি, দেশপ্রেম ও মানবীয় প্রেম প্রস্ফুটিত তাঁর লিখনে। এছাড়া বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, অসাম্প্রদায়িক জীবনবোধ ও শুভবোধের অসাধারণ এক কবি নিত্যানন্দ বিশ্বাস। তিনি একজন বহুমাত্রিক লেখক। তিনি একাধারে কবি, নাট্যকার, কথা সাহিত্যিক ও শিশু সাহিত্যিক। তিনি একজন মহাকবিও বটে। পারিবারিক জীবনে কবি নিত্যানন্দ বিশ্বাস-এর স্ত্রী বেদানা বিশ্বাস। তাঁর তিন কন্যা- রত্না, টিনা, পূজা। পুত্র- প্রত্যয় বিশ্বাস তনু।
নিত্যানন্দ বিশ্বাস [email protected] নড়াইল জেলার মির্জাপুর গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জনের পর ব্যাংকিং পেশায় নিয়োজিত রয়েছেন।