সুন্দর আচরণ যেন প্রবহমান ঝরনার স্বচ্ছ ধারা, যা গড়ে তোলে ইতিবাচক ব্যক্তিত্ব। একই সাথে বিমোহিত করে সবাইকে। সুন্দর আখলাকের কারণে ব্যক্তি নিজে যেমন উপকৃত হয়, তেমনি উপকৃত হয় হাজারো মানুষ। গোটা সমাজে তৈরি হয় ভারসাম্য। সহজ কিন্তু চমৎকার এই কাজগুলো প্রতিটি পরিবার ও সমাজে ফিরিয়ে আনে স্বস্তি। অপরদিকে, মানুষের মন্দ চরিত্র পচা-ডোবার মতো, যা আশেপাশে ছড়াতে থাকে দুর্গন্ধ।
সত্যিকার অর্থে, ব্যক্তিত্বের সৌন্দর্যই মানুষের প্রকৃত সৌন্দর্য। ক্ষমাশীলতা, অপরকে সাহায্য ও সম্মান করা, উদারতা ও সুন্দর আচরণ-সহ এমন কিছু গুণ রয়েছে, যেগুলো অর্জন করতে না-পারলে মানবজীবনের সার্থকতা থাকে না। হারাতে হয় পার্সোনালিটি। মূল্যবান এই গুণগুলো নিয়ে চমৎকার একটি সংকলন—সুন্দর আখলাক। হাজারো ধরনের অস্থিরতা আর অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে ইমাম তাবারানির এই বইটি আপনার পথচলাকে সহজ করে তুলবে। এ-বইতে আরও পাওয়া যাবে, ব্যক্তিজীবনে সত্যিকারের জয়-পরাজয় নির্ধারণের একটি সূক্ষ্ম মানদণ্ড—যা আপনাকে সহযোগিতা করবে একটি প্রশান্ত-জীবন খুঁজে পেতে।
প্রায় ১১০০ বছর আগেকার কালজয়ী এক কিতাব—সুন্দর আখলাক।
রাসূল (সা.)-এর অমূল্য বাণীগুলোকে রঙিন কালিতে হাইলাইট করায়, নবিজির কথামালায় বিশেষ ফোকাস দেওয়ার পাশাপাশি হাদীসগুলো আত্মস্থ করা সহজ হবে।
যেসকল জায়গায় হাদীসের প্রকৃত মর্ম উদ্ধার পাঠকের জন্য কিছুটা কঠিন হতে পারে, সেসকল স্থানে প্রাসঙ্গিক আয়াত-হাদীস বা ইমামদের কথামালার আলোকে সহজ ভাষায় ব্যাখ্যা জুড়ে দেওয়া হয়েছে।
নববি রুচিবোধে নিজেকে সাজাতে ব্যাপক ভূমিকা রাখবে মোটিভেশনাল ধাঁচের এই বইটি।