বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
প্রি-অর্ডারের এই পণ্যটি 02 Oct 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
পাপ-পুণ্যের মিশেলেই তৈরি এ পৃথিবী। লালসা, হিংসা-প্রতিহিংসায় সৃষ্ট মানবকুল! সৃষ্টির আদিকাল থেকেই লালসা, হিংসা আর ঈর্ষা মানুষের রক্তে প্রবহমান। প্রচন্ড ঈর্ষা মানুষের বিবেক, বুদ্ধি এমনকি কাছের মানুষের প্রতি ভালোবাসাও কেড়ে নেয়! মনের ভিতর জন্ম নেয় প্রচন্ড ক্ষোভ! আর ক্ষোভ ও লালসা থেকে জন্ম হয় একেকটি পাপের। একেকটি অপরাধের। নশ্বর এই ধরায় কেউ নিজের পাপ ঢাকতে মিথ্যে নাটকের পাহাড় সাজায়, আবার কেউ বিনা অপরাধে আজীবন বয়ে বেড়ায় প্রিয়জনের ঘৃণা। আলো আর অন্ধকারের এই চিরন্তন দ্বন্দ্বে যখন বিবেক বিসর্জিত হয়, তখনই জন্ম নেয় অপরাধ। ক্ষমতা আর অর্থের লোভে যেখানে আপনজনও শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক তেমনই এক বৈরী পরিবেশে শুরু হয় এক নবদম্পতির জীবন। তাদের সম্পর্কের পরতে পরতে মিশে আছে প্রিয়জনের প্রতি তীব্র ঘৃণা, মান-অভিমান আর কিছু মিথ্যে।
একদিকে ভালোবাসা, অন্যদিকে অবিশ্বাসের দেয়াল—এই দুইয়ের মাঝে পিষ্ট হয়েও কি মায়ার বাঁধন তৈরি হওয়া সম্ভব?
আঁধারের শেষে যেমন আলোর দেখা মিলে, তেমনই দুঃসময় পেরিয়ে সুখের সময় আসে। সকল দূরত্ব ভুলে দু'টি হৃদয় কাছে আসে। সকল গ্লানি ভুলে তারা একে অপরের মাঝে খুঁজে পায় প্রশান্তি। ভালোবাসার এক নিটোল পূর্ণতায় যখন তাদের সংসার সুখের শিখরে পৌঁছায়, ঠিক তখনই এক ভয়ানক ঝড়ের কবলে হারিয়ে যায় তারা। জগতের কিছু অশুভ শক্তির আঘাতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় সাজানো সব স্বপ্ন। প্রিয়জনকে হারানোর শোকে একদিকে দগ্ধ হয় এক পুরুষের হৃদয়, অন্যদিকে শত্রুদের সাজানো মায়াজালে আটকা পড়ে এক রমণী। যার দৃষ্টিতে এখন ভালোবাসার বদলে কেবল তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন!
যেই বুকে একবার ঘৃণার আগুন জ্বলে ওঠে, সেখানে কি পুনরায় ভালোবাসার ফুল ফুটতে পারে? স্বপ্নভাঙা দু'চোখ কি নতুন করে স্বপ্ন বুনে? সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে দুটি হৃদয়ের এই বিষাদময় আখ্যান কি শেষ পর্যন্ত মিলনের কোনো মোহনায় পৌঁছাবে?
পাপ-পুণ্য, ঘৃণা-অনুরাগ আর ত্রিকোণ প্রেমের এক রুদ্ধশ্বাস উপাখ্যান—“সাঁঝবেলার ইতিক্ষণে প্রণয় গাঁথা”।