শামীম হাসনাইন
শিশুদের বৈচিত্র্যময় মনোজগতের সুন্দর ভাবনাগুলোকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন শিশুসাহিত্যিক শামীম হাসনাইন। বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত শিশুদের জন্য গল্প, কিশোর কবিতা, ছড়া ও বিজ্ঞান বিষয়ক ফিচার লিখেন। পেশাগত ব্যস্ততা ও লেখালেখির পাশাপাশি ছোটদের জনপ্রিয় পত্রিকা কানামাছি’র সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্ম ১৯৮৭ সালে চাঁদপুর জেলার মেঘনা নদীর তীরবর্তী হাইমচর উপজেলায়। সেখানেই কেটেছে শৈশব ও কৈশোরের দিনগুলো।
২০১৪ সালে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞানে স্নাতকোত্তর এবং ২০১৯ সালে গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিষয়ে এ·িকিউটিভ এমবিএ করেছেন। পেশাগত জীবনে কর্মরত আছেন রেনাটা লিমিটেডের মিরপুর প্লান্টের অণুজীব বিজ্ঞান ল্যাবে। স্ত্রী জান্নাতুল ফেরদৌস রুনা ও মেয়ে ফাতিহা জান্নাত বিনতে শামীমকে নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করছেন।
লেখকের প্রথম বই প্রকাশিত হয়েছে ২০০৯ সালে, হাফ ব্লু হাফ রেড (সায়েন্স ফিকশন গল্প)। প্রকাশিত অন্যান্য বইগুলোর মধ্য উল্লেখযোগ্য- রেলগাড়িটা যায় পালিয়ে (ছড়া-কবিতা), ভূত পালালো ভয়ে (গল্প), শেয়াল ও শামুক (ছড়াগল্প), বিজ্ঞানের বিস্ময় ও আবিষ্কারের গল্প (বিজ্ঞান ফিচার), ছয় ঋতুর দেশে (ছড়াগল্প), ব্যাঙ ও বক (ছড়াগল্প), ছোট্ট চড়ুই ও কাকতাড়ুয়া (গল্প), হাসিপুর খুশিপুর (গল্প), ফাতিহা ও মেঘপরি (ছড়াগল্প)।
শিশুদের জন্য কাজ করে এরকম বিভিন্ন আন্তর্জাতিক এনজিও এবং প্রতিষ্ঠানের উদ্যোগে প্রারম্ভিক পাঠক বা শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধিতে সহায়ক বই লেখার বেশকিছু কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সেসব প্রতিষ্ঠানও প্রকাশ করেছে লেখকের লেখা শিশুতোষ গল্প ও ছড়াগল্পের বই।
লেখালেখির স্বীকৃতি হিসেবে শিশুতোষ ছড়া-কবিতার জন্য কানামাছি শিশুসাহিত্য পুরষ্কার ২০২৩ অর্জন করেছেন।