গল্প জীবনের একটা অংশ। আবার পুরো জীবনটাও একটা গল্প। গল্পও একটা জীবন। সবার জীবনেই গল্প আছে। কেউ তার গল্প বলেন। কেউ লেখেন। কেউ অন্যের গল্প শোনেন কিংবা পড়েন। তার মধ্য থেকেই নিজের জীবনের গল্পটা খুঁজে নেন। কিংবা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। হারিয়ে যান জীবনের অতীতে। যে জীবনটি এখন গল্প হয়ে গেছে। কিংবা ভবিষ্যতের একটা ছবি আঁকেন গল্পের মাঝে। সে গল্প হতে পারে হাজারো রকমের। আমাদের ফেলে আসা ইতিহাস; আমাদের ঐতিহ্য, আমাদের বেঁচে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। যে ইতিহাসের ঐতিহ্যের জ্যোৎসনায় পথ পায় পথহারা হাজারো লাখো মুসলমান। যে ইতিহাস আমাদের কাছে আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ, তারিক, উমর ইবনে আব্দুল আজিজ ও সালাউদ্দিন আইয়ূবীর মতো করে জীবনকে গঠনের জন্য তৈরী হতে উদ্যম জোগায়। সেই ইতিহাস আমাদের গৌরবের, আমাদের সোনালী ইতিহাস। এক জিবন্ত ইতিহাস। সদা অম্লান।
হৃদয় গলে- (১-৫০) সেই ইতিহাস কে আঁকড়ে ধরে রচিত হয়েছে । এখানে আমাদের ইতিহাসের এক একটি অধ্যায়কে আমাদের সামনে গল্প কাহিনী রুপে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সেই গল্প কখনো উদারতার, কখনো তাকওয়ার, কখনো ঈমানী বলিষ্ঠতার, কখনো আবার সাহসীকতার এক অনন্য নজীর হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। যেই গল্পে কখনো আমাদের চোখ থেকে অশ্রু ঝরে, কখনো আমাদের হৃদয়কে বিগলিত করে তোলে, আবার কখনো আশায় উদ্দীপ্ত করে সামনের পথ চলাকে করে তোলে আরো বেগবান।
এই বই আপনাকে আমাদের ফেলে আসা সোনালী ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে বর্তমান বাস্তবতার সাথে আমাদের অমিলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আপনিও সংগ্রহে রাখতে পারেন এমন অসাধারণ গল্প কাহিনীতে ভরা হৃদয় গলে সিরিজ এর প্রতিটি বই। নিজের হৃদয়কে প্রশান্ত করে অতিত ইতিহাসের চরিত্রে নিজেকে গঠনের চেষ্টা হিসেবে আপনিও তুলে নিতে পারেন এর প্রতিটি বই। হতে পারে এর যেকোন একটি গল্প আপনার জীবনের মোড় পরিবর্তন করে দেবে; গল্প, চরিত্রে এবং আদর্শ