১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
মানুষের জীবনে প্রেম এমন এক শক্তি, যা সব বাধা পেরিয়ে হৃদয়ের গভীরে আলো ছড়ায়। প্রেম সত্য, প্রেম অনশ্বর- তবু নিয়তির অদৃশ্য স্রোতে এমন কিছু মুহূর্ত আসে যখন অমর প্রেমও বিচ্ছেদের অপ্রত্যাশিত আঁধারে ঢেকে যায়। সেই আলো–অন্ধকারের চিরচেনা দ্বন্দ্বকেই আমার উপন্যাস “মুগ্ধতার দেবী”–তে ধারণ করতে চেয়েছি। এই প্রণয়কথা লিখতে গিয়ে হৃদয়ের সমস্ত আবেগ, ব্যথা, মুগ্ধতা ও অনুভূতির রঙ একসূত্রে গেঁথেছি; যেনো প্রতিটি পাতা স্পর্শ করলে পাঠকের মনে প্রেমের অনুরণন জেগে ওঠে।
এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনির্বাণ, যে প্রেমের কাছে মাথা নত করে নিজের জীবনকে রাঙাতে চেয়েছিল। তার ‘মুগ্ধতার দেবী’কে ঘিরে জন্ম নেয় এক পবিত্র, অবারিত, আত্মিক প্রেম- যেখানে আনন্দ আছে, আবার আছে অস্থিরতা, ব্যথা আর অব্যক্ত প্রতীক্ষার দীর্ঘশ্বাস। প্রকৃতি যেমন নীরস হৃদয়েও প্রেমের বীজ রোপণ করতে পারে, তেমনই অনির্বাণের ভেতর জন্ম নেওয়া সেই প্রেম তাকে করে তোলে এক স্বতন্ত্র অনুভূতির ধারক। কিন্তু নিয়তি কখনো কখনো প্রেমের পথটিকে সরল হতে দেয় না; তাই অমর প্রেমের মাঝেও বিচ্ছেদের কাঁটা গেঁথে যায় অজান্তে।
“মুগ্ধতার দেবী” এটি মানুষের অন্তর্লোকের যাত্রা, অনুভূতির স্পন্দন, হারানো ও পাওয়া আর আকাঙ্ক্ষার নিঃশব্দ ভাষা। প্রেম ও বিরহের দুই প্রান্তকে একত্রে বেঁধে আমি এই উপন্যাসকে গড়ে তুলেছি; যেনো পাঠক অনুভব করতে পারেন- প্রেম যতটা উজ্জ্বল, বিচ্ছেদও ততটাই গভীর। আর সেই গভীরতার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সৌন্দর্য।
পৃথিবীতে যা কিছু সত্য, সুন্দর এবং নির্মল- তার মধ্যে প্রেম সর্বাগ্রে। সেই প্রেমের আলোতেই “মুগ্ধতার দেবী” জন্ম নিয়েছে।