ঈমান কি আসলে আছে? থাকলে কতটুকু আছে? যতটুকু আছে তাতে কি নাজাত পাওয়া যাবে? এগুলো হচ্ছে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রশ্ন। এই মাল্টি মিলিয়ন ডলার মূল্যের প্রশ্নের জাবাব হচ্ছে ঈমান পরিমাপ বই। ভিন্ন আঙ্গিকে রচিত বইটিতে অত্যন্ত সহজ ভাষায় নির্দেশিকা দিয়ে ছবি দিয়ে অংক করে প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে যাতে পাঠকগন সহজে নিজেদের ঈমান কতটুকু তাহা মাপতে ও জানতে পারে। ঈমানে উপর এটি সর্বাধুনিক বই, উপস্থাপনা বিষয়বস্তু প্রযুক্তিগত তথ্য গণিত সারণী বইটি কে করেছে এক্সকুসিভ।
বইটি পড়লে কমপক্ষে কোরআনের কিছু আয়াত কয়েকটি হাদীস পড়া হবে। আরবি পড়তে পারেন না? কোন সমস্যা নেই, কোরআনের আয়াতের বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে আপনার জন্য যাতে করে আল্লাহ্র বানীর কিছু অংশ নিজ মুখে উচ্চারণ করতে পারেন। বাংলা অর্থ দেওয়া হয়ে আল্লাহ কি বলেছে তাহাঁ বুঝার জন্য। বাংলার সাথে ইংরেজি অনুবাধ দেওয়া হয়েছে যাহারা ইংরেজিতে সহজবোধ করেন তাদের জন্য।
বইটি পড়লে জানতে পারবেন আল্লাহ সম্পর্কে, তাঁহার ফেরেস্তা সম্পর্কে, আসমানী কিতাব, নবী রাসুল ও আখেরাত সম্পর্কে। ঈমানের মৌলিক বিষয় এবং শাখা প্রশাখা গুলো দিয়ে ঈমান যাচাই ও পরিমাপ করা হয়েছে বইটিতে। মানব সৃষ্টি তথ্য মানুষের ব্রেইন এআই নিয়ে তুলনামুলক আলোচনা করা হয়েছে।
বইটি পড়লে আরও জানতে পারবেন কি আছে কোরআনে, মানুষ কেন কোরআনের ছোট্ট একটি সূরার মত সূরা লিখতে পারে নাই এবং কোরআনের সেই চ্যালেঞ্জ আজও মোকাবেলা করতে পারেনাই। ঈমান আসলে কি, কি করলে ঈমান কমে যায়, কিভাবে ঈমান বৃদ্ধি করা যায়, ঈমান নবায়ন ও রক্ষণাবেক্ষণ করা যায়।
ইঞ্জিনিয়ার মোঃ শাহাদত হোসেন একজন সুনামধন্য সফ্টওয়্যার আর্কিটেক্ট। তার পিতা মৃত ডা. আব্দুল আলী, মাতা মমতাজ বেগম। তিনি ১৯৭৯ সালে কুমিল্লা জেলার, লাকসাম বর্তমানে লালমাই উপজেলার কাপাশতলা গ্রামে এক স্মভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির সফ্টওয়্যার ডেভেলপমেন্ট করেছেন, তার রয়েছে দীর্ঘ ১৮ বছরের কর্পোরেট অভিজ্ঞতা। তার কর্মজীবনের সময় তিনি প্রোগ্রামার, টিম লিডার, সিস্টেম এনালিস্ট, সফ্টওয়্যার স্থাপিত এবং প্রকল্প পরিচালক হিসাবে কাজ করেন। তিনি দক্ষতার সাথে এবং সফলভাবে তাদের সিস্টেম বাস্তবায়নের জন্য ক্লায়েন্টকে সহায়তা করেছিলেন। বাংলাদেশের সফ্টওয়্যার শিল্পে তিনি একজন গুরুত্বপূর্ণ স্থপতি । আন্তর্জাতিক পর্যায়ে সফ্টওয়্যারের উপর তাহার অনেক গুলো জার্নাল প্রকাশিত হয়েছে। দেশের বিখ্যাত প্রকাশকগণ তাহার একাধিক বই প্রকাশ করেছেন। ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থেকে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স সম্পন্ন করেন। তিনি কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। তিনি বিজ্ঞান বিভাগে কুমিল্লা বোর্ড থেকে প্রথম শ্রেণীতে এসএসসি ও এইচ এসসিপাস করেন।