Leaderboard fiction logo

আসসালামু আলাইকুম। ৬ষ্ঠ বারের মতো উন্মোচিত হলো ‘রকমারি অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ লিডারবোর্ড। এপ্রিল ১, ২০২৪ থেকে মার্চ ৩১, ২০২৫ পর্যন্ত প্রকাশিত রকমারিতে নিবন্ধিত নতুন বইসমূহ এই লিডারবোর্ডের আওতাধীন হবে। লিডারবোর্ডে সর্বশেষ তারিখে শীর্ষে থাকা ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার ও একাডেমিক বিভাগের ৭টি করে নাম (বই ও লেখক) অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাবে। অর্থাৎ, ৪টি মূল বিভাগের বেস্টসেলার ৭ জন করে ২৮ জন লেখক এবং বেস্টসেলার ৭টি করে বইয়ের জন্য ২৮টি প্রকাশনা সংস্থা ‘রকমারি অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করবে।...

Recently Viewed