মাসুদ রানা সিরিজ (47 Products)

By: Ahnaf Sayeed 18 Jul 2025

মাসুদ রানা সিরিজে এ পর্যন্ত মোট ৪৭৩টি বই প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে বইগুলোতে মোট ৩২৬টি গল্প আছে (অনেক বইয়ের দুটি, এমনকী তিনটি খণ্ড থাকায় এমনটি হয়েছে)। নোটঃ যে বইগুলো এখানে পাওয়া যায়নি। সেগুলোর নামঃ শত্রু ভয়ঙ্কর, রাত্রি অন্ধকার, জাল, অটল সিংহাসন, মৃত্যুর ঠিকানা, ক্ষ্যাপা নর্তক, শয়তানের দূত, অকস্মাৎ সীমান্ত, সতর্ক শয়তান, পাগল বৈজ্ঞানিক, এসপিওনাজ, লাল পাহাড়, হৃৎকম্পন, প্রতিহিংসা, হংকং সম্রাট, বিদায় রানা, আক্রমণ, গ্রাস, স্বর্ণতরী, পপি, জিপসী, আমিই রানা, সেই উ সেন, হ্যালো সোহানা, হাইজ্যাক, আই লাভ ইউ ম্যান, সাগরকন্যা, পালাবে কোথায়, বিষ নিশ্বাস, প্রেতাত্মা, বন্দী গগল, জিম্মি, স্বর্ণ সঙ্কট, সন্ন্যাসিনী, পাশের কামরা, নিরাপদ কারাগার, উদ্ধার, প্রতিশোধ, নকল রানা, রিপোর্টার, মরু যাত্রা, অগ্নিপুরুষ, মরণ কামড়, শান্তিদূত, শ্বেত সন্ত্রাস, বুমেরাং, অনুপ্রবেশ, কালো টাকা, কোকেন সম্রাট, সত্য বাবা, যাত্রীরা হুঁশিয়ার, অপারেশন চিতা, আক্রমণ '৮৯, শ্বাপদ সংকুল, দংশন, প্রলয় সংকেত, ব্ল্যাক ম্যাজিক, তিক্ত অবকাশ, “আমি সোহানা” আবার শুরু হবে।

  • Sort By:

Recently Viewed