Summary:
To increase skin softness:
- Before going to bed, soak fresh rose petals in 2 cups of water. Wash your face with this water after waking up. It will increase the brightness and softness of your skin.
Honey and rose petal paste:
- Mix 2 tablespoons of honey and 2 tablespoons of milk with dried rose petals to make a paste. Apply it to your face before going to bed, and rinse it off after it dries.
As a moisturizer:
- Mix 2 tablespoons of olive oil and 1 teaspoon of rose juice, and apply it to your face. It will act as a moisturizer for your skin.
To remove acne:
- Rose petals help in eliminating acne. You can apply a paste of rose petals to the acne spots. Mix a few drops of lemon juice with rose petals and apply it to the acne spots, then wash it off after 10 minutes.
- Mix neem leaves and potato with rose petals to make a paste and apply it to your face. You can use this 2-3 times a week.
To reduce dark circles:
- Rose petals are effective in reducing dark circles under the eyes. Soak some rose petals in a bowl of water, then apply that water to your eyes using cotton pads and close your eyes for 15 minutes. You can do this regularly to reduce dark circles.
As a sunscreen:
- Before going out in the sun, mix rose juice, almond oil, and cucumber juice, and apply it to your face. This will help protect your skin from sunburn.
4o mini
ত্বকের কোমলতা বাড়াতে:
রাতে ঘুমাতে যাওয়ার আগে ২ কাপ পানিতে একটি তাজা গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রাখুন। ঘুম থেকে উঠে এই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়বে।
মধু ও গোলাপ পাপড়ি পেস্ট:
২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দুধের সাথে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ঘুমানোর পূর্বে মুখে লাগান এবং শুকানোর পর ধুয়ে ফেলুন।
ময়েশ্চারাইজার হিসেবে:
২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ গোলাপের রস মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করবে।
ব্রণ দূর করতে:
ব্রণের সমস্যা দূর করতে গোলাপের পাপড়ি সহায়ক ভূমিকা পালন করে। ব্রণের স্থানে গোলাপের পাপড়ি বেটে লাগাতে পারেন। গোলাপের পাপড়ির সাথে কিছু ফোটা লেবুর রস মিশিয়ে ব্রণের স্থানে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
নিমপাতা ও আলুর সাথে গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করতে পারেন।
ডার্ক সার্কেল দূর করতে:
চোখের নিচের কালি দূর করতে গোলাপের পাপড়ির ভূমিকা বেশ কার্যকর। একটি পাত্রে গোলাপ ভিজিয়ে রাখুন তারপর তুলা দিয়ে সেই পানি চোখে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এটি নিয়মিত করতে পারেন ডার্ক সার্কেল দূর করতে।
সানস্ক্রিন হিসেবে:
রোদে বের হওয়ার আগে গোলাপের রস, আমন্ড অয়েল ও শসার রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এতে ত্বক রোদে পুড়ে যাওয়া থেকে অনেকটাই রক্ষা পাবে।
4o mini