Summary:
মুলতানি মাটির উপকারিতা:
১.ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়
২.ব্রণের দাগ দূর করে
৩.ধীরে ধীরে ত্বক উজ্জ্বল করে
৪.ত্বক ভিতর থেকে পরিষ্কার করে,
ব্যবহার বিধি: পরিমান মত পাউডার নিয়ে হাল্কা পানি দিয়ে পেষ্ট করে মুখে ব্যবহার করবেন।
চন্দন লালের উপকারিতা:
প্রাচীন কাল থেকে রুপচর্চায় চন্দন স্থান করে নিয়েছে। লাল চন্দন ত্বকের যত্নে নিজেই তার উদাহরণ উপকারিতা:
১.কালো দাগ দূর করে
২.রোদে পড়া দাগ দূর করে
৩.ব্লাহেড ও ব্রণ অপসারণ করে
এছাড়াও লাল চন্দন ত্বককে নরম ও মসৃণ করে ফর্সা করে চোখে পড়ার মতো,
ব্যবহার বিধি: পরিমান মত পাউডার নিয়ে হাল্কা পানি দিয়ে পেষ্ট করে মুখে ব্যবহার করবেন।
এ্যালোভেরা বা ঘৃতকুমারী ভিটামিন এ.সি.ই ফলিক কোলিন, বি১, বি২, বি৩ (নিয়াসিন) ও ভিটামিন বি৬ এর দারুণ উৎস।
এছাড়াও শরীরের অতি প্রয়োজনীয় ৮টি অ্যামাইনো অ্যাসিড ও ২ রকমের খনিজ পদার্থ রয়েছে এতে যা চুল ও ত্বকের যত্নে মহৌষধ।
শরীরের নানা ধরনের প্রদাহ ও ব্যথা কমাতে এবং ক্লান্তি অবসাদ দূর করতে এটি অত্যন্ত সহায়ক।
ব্যবহার বিধি: পরিমান মত পাউডার নিয়ে হাল্কা পানি দিয়ে পেষ্ট করে মুখে ব্যবহার করবেন এবং পানিতে ভিজিয়ে খাওয়া যাবে।
কস্তরি হলুদগুড়ার উপকারিতা: প্রাচীন আয়ুর্বেদ রূপচর্চায় ব্যবহৃত খুবই জনপ্রিয় উপাদান কস্তরি হলুদ।
উপকারিতা:
১. ত্বকের বলিরেখা দূর করে
২.তারুণ্য ফিরিয়ে আনে
৩.ব্রণ দূর করে
৪.তৈলাক্ত ভাব কমায়
৫.চোখের নিচের কালো দাগ দূর করে
এছাড়াও এটি ত্বক ফর্সা করে চোখে পড়ার মতো।
ব্যবহার বিধি: পরিমান মত পাউডার নিয়ে হাল্কা পানি দিয়ে পেষ্ট করে মুখে ব্যবহার করবেন।
গোলাপ গুড়ার উপকারিতাঃ
গোলাপ পাপড়িতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ অ্যান্টি-সেপ্টিক উপাদান থাকে।শরীর, মন ও ত্বকের উপর ইতিবাচক প্রভাব আছে প্রাচীনকাল থেকেই।
উপকারিতা :
১. ত্বকের তৈলাক্ত ভাব দূর করে
২. বলিরেখা দূর করে
৩. বয়সের ছাপ দূর করে
৪. ব্রণ ও গভীর ক্লিনিজিং এ টোনার হিসেবে কাজ করে, ব্যবহার
বিধি: পরিমান মত পাউডার নিয়ে হাল্কা পানি দিয়ে পেষ্ট করে মুখে ব্যবহার করবেন
এবং পানিতে ভিজিয়ে খাওয়া যাবে।"