Summary:
শিকাকাই একটি ঝোপ জাতীয় গাছের ফল যা চুল ও ত্বক পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল আগে থেকে। একে হেয়ার ফ্রুট ও বলা হয়ে থাকে। শিকাকাই তে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন এ, সি, ডি, ই ও কে। এটি প্রচুর পরিমান অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। ফলে একই সাথে চুল এবং ত্বক পরিচর্যায় এটি অনন্য।
শিকাকাই এর উপকারিতাঃ
চুল ও ত্বক পরিষ্কার করতে শিকাকাই প্রাকৃতিকভাবে শ্যাম্পু ও সাবান এর কাজ করে। এতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিনসমূহ চুল এবং ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়, স্বাস্থ্যকর করে তোলে। শিকাকাই এ আছে অ্যান্টি-ফাঙ্গাল প্রপার্টি যা শরীর ও মাথার ত্বককে জীবানুমুক্ত রাখে। মরা চামড়া দূর করে। ফলে খুশকি ও চুলকানি হয় না। শিকাকাই চুলকে মজবুত ও ঘন করে। এটি নতুন চুল গজাতে সাহায্য করে। অকালে চুল পাকা প্রতিরোধ করে এবং চুল কালো করে।
শিকাকাই এর ব্যবহার গুলো জেনে নেই আসুন।চুলের জন্য শিকাকাই এর ব্যবহার :
১। শ্যাম্পু হিসেবেশিকাকাই এর পাউডার পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার তালুতে লাগিয়ে ২ মিনিট ঘষুন। তবে এতে সাবান বা শ্যাম্পুর মত ফেনা হবেনা কিন্তু আপনার চুল ঠিকই পরিষ্কার হবে। প্রথম প্রথম ব্যবহারের ফলে চুল রুক্ষ মনে হতে পারে। এই অবস্থা ঠিক করার জন্য চুল ধোয়ার পরে কন্ডিশনার ব্যবহার করতে পারেন বা সামান্য তেল ব্যবহার করতে পারেন।২ চামুচ শিকাকাই, রিঠা ও আমলকি গুড়া ১ লিটার পানিতে গরম করে অল্প আচে ১০ মিনিট মিশ্রণটি ছেঁকে নিন। ঠাণ্ডা করে ব্যবহার করতে হবে। মাথার তালু পরিষ্কারের জন্য এই মিশ্রণটি বা শ্যাম্পুটি অনেক ভালো কারণ এতে কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক নেই। শ্যাম্পুর মতো ফেনা হবে না কিন্তু কাজ করবে অনেক ভালো।
২। খুশকি দূর করার জন্যশিকাকাই এ অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাক নাশক উপাদান এবং পুষ্টিকর উপাদান আছে। ছত্রাক নাশক উপাদান মাথার তালুকে খুশকির সংক্রমণ থেকে রক্ষা করে এবং পুষ্টি উপাদান মাথার তলুকে পুষ্টি সরবরাহ করে। শিকাকাই নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে।
৩। চুল ঘন ও শক্তিশালী করেচুলের গোড়া শক্ত ও স্বাস্থ্যবান রাখে শিকাকাই। হেয়ার প্যাক হিসেবে বা তেলের সাথে মিশিয়ে শিকাকাই ব্যবহার করা যায়। শিকাকাই গুড়া নারিকেল তেলের সাথে মিশিয়ে কুসুম গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। চুলকে ঘন ও শক্তিশালী করতে এটা অনেক কার্যকরী।
৪। চুল সাদা হয়ে যাওয়া রোধ করেচুল সাদা হয়ে যাওয়া রোধ করতে শিকাকাই অনেক জনপ্রিয় উপাদান। আমলা, শিকাকাই ও রিঠা দিয়ে প্যাক তৈরি করে মাথায় ও চুলে লাগালে অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া রোধ করা যায়।
৫। চুল পড়া কমায়নিয়মিত শিকাকাই ব্যবহার করলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। এটা চুলের ভেঙ্গে যাওয়া ও ফেটে যাওয়া রোধ করে যা চুল পড়ার প্রধান কারণ।ত্বকের জন্য শিকাকাই এর ব্যবহার :১। বডি ওয়াশশরীর পরিষ্কার করতে শিকাকাই চমৎকার কাজ করে। ভাতের মাড় ঠাণ্ডা করে এর সাথে শিকাকাই এর গুঁড়া মিশিয়ে নিন। ভালো ঘ্রাণের জন্য এই মিশ্রণটিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশাতে পারেন। এই মিশ্রণটি ব্যবহার করলে আপনি আপনার ত্বকের চমৎকার পরিবর্তন লক্ষ্য করবেন।