পুঁজি বিনিয়োগের কলাকৌশল
বিনিয়োগের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ব্যক্তিগত ঝুঁকি সহনশীলতা আর বিনিয়োগের সময়সীমা। বিনিয়োগে ঝুঁকি থাকবেই। এখন প্রশ্ন হলো- আপনি ঝুঁকি গ্রহণে কতটা সহনশীল? সময়ের গুরুত্ব অনুযায়ী, একটি বিনিয়োগের পেছনে যেমন দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকতে পারে, আবার স্বল্পমেয়াদি লক্ষ্যও থাকতে পারে। বিনিয়োগের পরিকল্পনা শুধুমাত্র এককালীন প্রক্রিয়া নয় বরং এটি একটি চলমান প্রক্রিয়া। কোথাও বিনিয়োগের পূর্বে আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, বিনিয়োগের উদ্দেশ্যেই হলো মুনাফা অর্জন করা। যদিও সার্বিকভাবে আমাদের দেশে পুঁজি বিনিয়োগের পরিধি বাড়লেও মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বিনিয়োগের জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে আপনার কষ্ট-অর্জিত অর্থ বিনিয়োগ করার পূর্বে আর্থিক লক্ষ্যটি নির্ধারণ করা জরুরি।
দ্য লিন স্টার্ট আপ
শীর্ণ বিপ্লবের পিছনের ইতিহাস সম্বলিত একটি ক্লাসিক বই 'লীন স্টার্টআপ' হলো ব্যবসার জন্য একটি নতুন পদ্ধতি, যা বিশ্বজুড়ে ব্যবসায়ীদের কাছে গৃহীত হচ্ছে। এটি এমন একটি আন্দোলন যা কোম্পানিগুলোকে তৈরি করা এবং নতুন পণ্য চালু করার পদ্ধতিকে রূপান্তরিত করছে। লীন স্টার্টআপ হল আপনার গ্রাহকরা আসলে কী চায় তা শেখার বিষয়ে একটি বাস্তব ভিত্তিক পাঠ্য। এটি আপনার দৃষ্টিকে ক্রমাগত পরীক্ষা করা, খুব দেরি হওয়ার আগে মানিয়ে নেওয়া এবং সামঞ্জস্য করার নিশ্চয়তা দেয়। এখন লীন স্টার্টআপ নিয়ে ভাবার সময়।
দ্য হাই পারফরমেন্স এন্ট্রাপ্রিনিউর
একজন উদ্যোক্তাকে সাফল্যের মোড়কে এগিয়ে যেতে হলে প্রথম শর্তই হলো নিজেকে উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন উদ্যোক্তারূপে প্রতিষ্ঠিত করা। যেকোনো উদ্যোক্তাকে একটি উদ্যোগ শুরু করতে হলে বিশ্বাস রাখতে হবে- "পৃথিবী দানের বলে নয়, গ্রহণ করার সামর্থ্যের ওপর প্রবাহিত।" শিল্পোদ্যোগের উত্তেজনাকর অসীম সাহসী পদক্ষেপগুলোয় নিজেকে যাচাই করতে হয় বেশকিছু পর্যায়ের ভিত্তিতে। যেমন সঠিক সুযোগের উপলব্ধি, দল নির্বাচন, উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, প্রতিকূলতার ব্যবস্থাপনা ইত্যাদি। উপর্যুক্ত বিষয়াদির ওপর সহজ কথোপকথনের আদলে প্রতিটি অধ্যায়ে শিল্পোদ্যোগের যাবতীয় সূত্রাবলির প্রকৃত বিশ্লেষণ প্রসারণে ভারতীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা, মাইন্ডট্রি কনসালটিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার সুব্রত বাগচী উদ্যোগী পাঠকের জন্য তার অভিজ্ঞতার আলোকে "দ্য হাই পারফরম্যান্স এন্ট্রাপ্রিনার-উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন উদ্যোক্তা" গ্রন্থটি লিখেছেন। পরিশেষে একটি কথাই শেষ কথা--মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান নির্মাণের ইচ্ছা যারা পোষণ করেন, তাদের জন্য নিজের ও প্রতিষ্ঠানের কল্যাণের স্বার্থে অবশ্যই গ্রন্থটি পাঠ করা অত্যাবশ্যক। সেন্টু কিশোর দাস অনুবাদক
আধুনিক বহুমুখী উপার্জন
এই বইটিতে আছে-
০১ । নিজে শ্রমিক না হয়ে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকার লোকদের কাজে লাগিয়ে কীভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হওয়া যাবে।
০২। অধিক আয়ের প্রত্যাশি শিক্ষিত, স্বল্প-শিক্ষিত বেকার পুরুষ-মহিলাদের আউটসোর্সিং ও ব্যবসা বাণিজ্যসহ অনলাইন-অফলাইনের মাধ্যমে অর্থ উপার্জন- এর উপায়।
এই বইখানা পড়ে অতি সহজে শিখতে পারবে-
০১। পুঁজি যাদের একেবারেই নেই-কীভাবে বিনা পুঁজিতে হাজার হাজার টাকা আয় করতে পারবেন।
০২। স্বল্প পুঁজি খাটিয়ে-কীভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যাবে। ০৩। যন্ত্রপাতি ছাড়াই-হাতে তৈরী কুটির শিল্পজাত পণ্য তৈরী করে সেরা ধনী হওয়ার উপায়।
0৪। ইন্টারনেট আউটসোর্সিং পেশার মাধ্যমে নিজ ঘরে বসেই হালালভাবে শূন্য থেকে বিলিয়নীয়ার হওয়ার উপায়। ০৫। মোবাইলের মাধ্যমে অতি সহজেই হাজার ডলার আয় করার উপায়।
০৬। স্কুল-কলেজের দরিদ্র ছাত্র-ছাত্রী/স্বল্প আয়ের চাকুরীজীবি/অবসরপ্রাপ্ত বয়স্ক লোক/পর্দাশীল মহিলা ফুল টাইম/পার্ট টাইম সামান্য সময় ব্যয় করে অনলাইন। অফলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করার উপায়।