হুমায়ূন কাবেরী ৫ জুন ১৯৭৫ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। দুই বছর বয়সে বাবার ব্যবসার কারণে পুরো পরিবারের সাথে চলে যান খুলনা জেলায়। তিনি বেড়ে ওঠেন খুলনা জেলার রূপসা উপজেলার রামনগর গ্রামে। ছয় ভাই-বোনের মধ্যে হুমায়ূন কাবেরী পঞ্চম। তিনি স্কুল জীবনে পড়ালেখা করেন তাঁর পাশের গ্রাম রহিম নগর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে। যশোর বোর্ড থেকে ’৯৩ সালে এসএসসি পাশ করেন। খুলনা সুন্দরবন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পড়েন, খুলনা হাজী আব্দুল মালেক মহাবিদ্যালয়ে বিএসএস পড়েন। হুমায়ূন কাবেরী ছোটবেলা থেকেই অভিনয়, নাচ, গানের চর্চা করেন, তাঁর ছোটবেলা থেকেই লেখালিখির চর্চা ছিল। অসংখ্য ছড়া, কবিতা, রম্য নাটক রচনা করেছেন। লেখাপড়ার পাশাপাশি তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাটকের অভিনয়ের উপর দুই বছরের কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন এবং সার্টিফিকেট অর্জন করেন। এক সময়ের বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’, ‘অন্যরকম’-সহ অনেক ম্যাগাজিন অনুষ্ঠানে কাবেরী রম্য নাটিকা লেখেন এবং অভিনয় করেন। হুমায়ূন কাবেরী স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতূক ও নাটকে অভিনয় করে বন্ধু ও শিক্ষকমহলে ছিলেন জনপ্রিয়। তিনি খুলনা নাটকের সংগঠন ‘মঞ্চ কথা’ থিয়েটারে অভিনয় চর্চা করেন এবং সফলতার সাথে অনেক মঞ্চ নাটকে অভিনয় করেন। ১৯৯০ সালে ঢাকায় চলে আসেন, ঢাকা এসে ‘ঢাকা মঞ্চ’ নামে থিয়েটারে যোগ দেন এবং প্রচুর মঞ্চ নাটকে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন। ’৯০ সাল থেকে হুমায়ূন কাবেরীর কৌতূকের অডিও ক্যাসেট সঙ্গীতা’র ব্যানারে বাজারে আসে এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। আজকের প্রেম, ইয়ার্কি, চিৎপটাং, বুড়ো খোকা, ডিস্কো ফকিরসহ অসংখ্য অ্যালবাম বাজারে এসেছে। কমেডি অভিনেতা হিসাবে হুমায়ূন কাবেরী জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে সিরিয়াস চরিত্রে অভিনয় করে অনেক সুনাম অর্জন করেছেন। ‘স্বপ্নের পিছে ঘোরা’ নামক একটি নাটকে তিনি কেন্দ্রিয় চরিত্রে তখনকার লাক্স ফটোসুন্দরী প্রতিযোগীতায় প্রথম হওয়া কুসুম সিকদারের বিপরীতে অভিনয় করে বহুল জনপ্রিয়তা পেয়েছিলেন, নাটকটি হুমায়ূন কাবেরী’র লেখা ছিল। সেই নাটকে অনেক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন, নাটকটি দিগন্ত টিভিতে ঈদের বিশেষ নাটক হিসাবে প্রচারিত হয়েছিল। হুমায়ূন কাবেরী অভিনেতা হিসাবে ’৯০ সাল থেকে প্রচুর নাটকে অভিনয় করে আসছেন। তাঁর লেখা প্রচুর নাটকে অনেক নন্দিত অভিনেতারা অভিনয় করেছেন। এক সময়ের বিটিভির জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’, ‘অন্যরকম’ হুমায়ূন কাবেরী রচনা করতেন। বর্তমানে হুমায়ূন কাবেরী বাংলাদেশ টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের (এ গ্রেডের) তালিকাভুক্ত অভিনয়শিল্পী এবং নাট্যকারও। বর্তমানে তিনি নাট্যকার সংঘ, (নাট্যকারদের সংগঠন) বাংলাদেশ ডিরেক্টর গিল্ড (টিভি নাটক পরিচালকদের সংগঠন) ও বাংলাদেশ টেলিভিশন অভিনয়শিল্পী সংঘ (টিভি নাটকের সকল অভিনয় শিল্পীদের সংগঠন)-এর সিনিয়র মেম্বার। হুমায়ূন কাবেরী প্রচুর খণ্ড নাটক, টেলিফ্লিম ও ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন, ডকুমেন্টারী, বায়োগ্রাফি রচনা ও পরিচালনা করছেন এবং নিয়মিত নাটকে সুনামের সাথে অভিনয় করে আসছেন। তিনি বর্তমানে এসএসসি ’৯৩ ব্যাচ-এর বন্ধুদের একটি আইপি টিভি ‘চ্যানেল ৯৩’ নামে টিভিটির উদ্যোক্তা ও ডিএমডি’র দায়িত্ব পালন করছেন। হুমায়ূন কাবেরীর পেশা হলো নাটক, সিনেমা, ডকুমেন্টারী, বায়োগ্রাফি ও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করা ও ব্রান্ডিং করা। তাঁর স্বপ্ন আজীবন শিল্প সাহিত্যের চর্চা করে যাবেন।