গেলো কয়েক দশক ধরে কার্টুনিস্ট কিশোর তাঁর নিজস্ব শৈলীতে-তীক্ষ্ণ দৃষ্টি, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং যেকোনও অসংগতিকে ব্যঙ্গ করার অসামান্য সাহসের সঙ্গে কার্টুন এঁকে আমাদের মুখ করে রেখেছেন। তাঁর কার্টুন নিছক হাস্যরস নয় বরং এতে সমাজ ও রাজনীতির নিখুঁত প্রতিবিম্ব ফুটে ওঠে, যা প্রচলিত ধ্যানধারণাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যায়। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে জাতীয় সংকট, কিশোরের কার্টুনে উঠে আসে সবকিছু, যা আমাদের ভাবায়, এমনকি ভাবতে বাধ্য করে। কার্টুনিস্ট কিশোর এ-বইয়ে তুলে ধরেছে তাঁর সৃষ্টিশীল পথচলা, জনপ্রিয় কার্টুনগুলোর নেপথ্যকাহিনি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অভিনব উপাখ্যান। কিশোরের কার্টুন তাঁরই মতো একরোখা, অপ্রতিরোধ্য এবং সৎ। পাতা উলটালেই হারিয়ে যায় না বরং মাজে ছাপ ফেলে যায়।
For the past few decades, cartoonist Kishore has captivated us with his sharp vision, keen observations, and remarkable courage in satirizing any inconsistencies-all blended into a unique artistic style of his own. His cartoons are not mere humor; rather, they serve as a precise reflection of society and politics. continuously challenging conventional beliefs. From the everyday lives of ordinary people to national crises. everything finds a place in Kishore's cartoons, making us think sometimes even compelling us to do so. This book by cartoonist Kishore presents his creative journey, the stories behind his popular cartoons, and a unique narrative of Bangladesh's political history. Kishore's cartoons, much like the artist himself, are relentless, uncompromising, and honest. They do not simply fade away with a turn of the page-they leave an imprint on the mind.
আহমেদ কবির কিশোরের জন্ম ৩০ মে ১৯৭৪। বাবা আবুল খায়ের মোহাম্মদ মোজাম্মেল হক ও মা বেগম কোহিনুর হক। বাবা ও বড়োভাই আহসান কবিরের কাছে আঁকা ও লেখার পাঠ। পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কার্টুনিস্ট হিসেবে প্রথম আত্মপ্রকাশ সাপ্তাহিক বিচিত্রায়। পরে উন্মাদ, প্রথম আলো পত্রিকার ফান ম্যাগাজিন 'আলপিন', আমার দেশ পত্রিকার 'ভীমরুল' এবং যুগান্তরের 'বিচ্ছু'তে কার্টুন এঁকে পরিচিতি পেয়েছেন দেশজুড়ে। করোনার সময় আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে কার্টুন আঁকায় ২ মে ২০২০ সালে তাকে গুম এবং নির্যাতন করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রায় একবছর বিনা-বিচারে কারাবন্দি ছিলেন। নির্যাতনে দৃষ্টিশক্তি ও এক পা প্রায় অচল হয়ে পড়ে তাঁর। অদম্য সাহসিকতার জন্য পেয়েছেন 'রবার্ট রাসেল কারেজ ইন কার্টুনিং' পদক। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল বাংলাদেশের কার্টুন ও কার্টুনের বাংলাদেশ সংকলন-গ্রন্থ। জামিনে মুক্তির পর সুইডেনে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এখনও কার্টুন আঁকছেন নিয়মিত।