আস্সালামু আ’লাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে আপনারা মাত্র একটি ধাপ দূরে অবস্থান করছেন। যেকোনো দেশের মৌলিক উন্নয়নে সেদেশের সিভিল সার্ভিসের দক্ষতা এবং যোগ্যতা অন্যতম ভূমিকা রেখে থাকে। দেশের প্রতিটি সেক্টরের সকল স্টেক-হোল্ডারদের সাথে সু-সম্পর্ক রেখে সরকারের নীতির সঠিক বাস্তবায়নে যারা অগ্রগামী তারাই দেশের সিভিল সার্ভেন্ট। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নীতিমালা অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব আসলে সিভিল সার্ভিসের অফিসারদের। আর তাইতো নিজের জ্ঞানকে সরকারের কর্মযজ্ঞে ব্যবহার করে আড়ালে থেকে দেশের জন্য পরিশ্রম করার প্রত্যয়ে সিভিল সার্ভিস এগিয়ে যাচ্ছে।
সিভিল সার্ভিস পরীক্ষার ৩য় ধাপ ভাইভা পরীক্ষা। একজন বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে (যিনি আবার সরকারি কর্ম কমিশনের সদস্য) একটি বোর্ডে সাধারণত তিন (০৩) জন সদস্য থাকেন। আপনাদের সর্বশেষ ভাগ্য নির্ধারণ আসলে তাঁদের হাত দিয়েই হবে। মনে রাখবেন, সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে ক্ষমতাপ্রাপ্ত। দেশের জন্য নিবেদিত এবং দেশের সত্তাকে ধারণ এবং বহন করে থাকেন এমন অফিসারদের সুপারিশ করে থাকেন। আপনাদের নিয়োগ কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দিয়ে থাকবেন। তাই যোগ্য এবং বিচক্ষণ বোর্ড আপনাদের প্রতিটি মুভমেন্টের রেকর্ড রাখবেন। মনে রাখবেন, ভাইভা পরীক্ষা শুধু প্রশ্নোত্তরের পরীক্ষা না। এমন অনেক উদাহরণ আছে যেখানে প্রার্থী হয়তো অধিকাংশ প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেননি কিন্তু পছন্দসই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাই আপনাদের প্রবেশ থেকে প্রস্থান প্রতিটি মুহূর্তের পূর্ব থেকেই প্রস্তুতি নিন।
ভাইভা পরীক্ষার পূর্ব থেকেই অনেকে বিভিন্ন সদস্যদের পূর্ব ইতিহাস নিয়ে আলোচনা করে থাকেন। বিভিন্ন নামে তাদের অভিহিত করা হয়ে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রায় প্রতিটি বোর্ড থেকেই প্রতি বছর (মেয়াদ সাপেক্ষে) সকল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে। তাই নিজেদেরকে শানিত করুন, নিজেদেরকে গুছিয়ে রাখুন, যেকোনো পরিস্থিতির জন্য গোছানো প্রস্তুতিই আপনাদেরকে একটি ভালো ভাইভার জন্য প্রস্তুত করবে। ‘উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি’ বিসিএস এর তিনটি ধাপের জন্য গোছানো প্রস্তুতির প্রথম সংগঠক। এরই ধারাবাহিকতায় আপনাদের ভাইভার প্রস্তুতি ঠিক দিকে চালিত করতে বিগত বছরের ভাইভা অভিজ্ঞতা, ক্যাডারভিত্তিক তথ্যাবলি এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলি এই তিনটি বইয়ের সংযোজন। বইগুলো প্রস্তুত করার পূর্বে বিভিন্ন সার্ভিসে কর্মরত ক্যাডারদের কাছ থেকে পরামর্শ নেয়া হয়েছে। তাদের প্রস্তুতির সারমর্মকে পূর্ণাঙ্গ গবেষণা করেই বইগুলোর সূচি এবং আলোচনা সাজানো হয়েছে।
প্রতিবারের মতো ভাইভা প্রস্তুতিতে বইগুলো আপনাদেরকে দারুণ সাহায্য করবে এটা আমাদের আত্মবিশ্বাস। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধিই আমাদের কাম্য।