User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
My favourite Book
Was this review helpful to you?
or
🩵🩵
Was this review helpful to you?
or
এটি আর দশটি সীরাহ গ্রন্থের মতো নয়। এতে নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহুর্তগুলোকে নিপুণতার সাথে গল্পাকারে সাজানো হয়েছে। জীবনের নানান বাধা-বিপত্তি, টানাপোড়েন নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মোকাবিলা করতেন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বইটি। যা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে।
Was this review helpful to you?
or
যারা শুদ্ধ বাংলা বুঝেন, ভাষার ভুল ধরতে পারেন, তারা এই বইটি পড়তে গেলে বারবার নিরাশ হবেন। তবে কন্টেন্ট বিবেচনায় এটি ভালো একটি বই ছিলো। আর যেহেতু গার্ডিয়ান প্রকাশিত, ফলে সচরাচরের মত বাঁধাই, কাগজ, প্রিন্টিং অসাধারণ।
Was this review helpful to you?
or
দাম্পত্য সম্পর্ক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। টেকসই ও ভারসাম্যপূর্ণ দাম্পত্য জীবন পেতে মানবতার প্রথম শিক্ষকের কাছে ধরনা দিতে হবে।
Was this review helpful to you?
or
তামাম দুনিয়ায় প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে একটি নাম-মুহাম্মাদ ﷺ।কোটি কোটি বিশ্বাসী মানুষের বুকের গহিনে তাঁর বসবাস। লাখো-কোটি দরুদ বর্ষিত হচ্ছে তাঁর শানে।দুনিয়ার প্রতিটি প্রান্তর থেকে অনুসরণ করছে কোটি মানুষ।তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ চলছে।বর্তমান সময়ের ভাষায় তিনিই পৃথিবীর "বেস্ট সেলিব্রেটি"। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম🤍 বই:মাআল মুস্তফা লেখক;ড.সালমান আল আওদাহ অনুবাদক:ফারুক আযম মূল্য:১০০/- প্রকাশনী:গার্ডিয়ান পাবলিকেশন্স
Was this review helpful to you?
or
মাআল মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সিরাতে রাসূলের সুরভিত পাঠ। আমার কাছে সবচেয়ে প্রিয় বই সেটি যার প্রতিটি মুহূর্তে-মূহুর্তে পাওয়া যায় আমার রাসূলের জীবনী। যার প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে, প্রতিটি পৃষ্ঠায় পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষের বাণী। যার প্রতিটি কথা মানুষের মঙ্গলের জন্য। যার পুরো জীবন উন্মুক্ত আমাদের শিক্ষার জন্য। আমাদের শান্তির পথে থাকার জন্য। সেই শান্তির আভাসের সুভাস মেলে তার সিরাত জুড়ে। তাই আমার কাছে সবচেয়ে প্রিয় বই প্রিয় রাসূলের সিরাত সমূহ। মাআল মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনেক উঁচু মানের সিরাত। বিশেষ করে প্রত্যেকটি ঘটনা সমূহ খুব নিখুঁত চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। যা সবার জন্য বুঝা সহজ হবে। কিছু কিছু মেসেজ লেখক এমনভাবে তুলে ধরেছেন যা আমাদের উম্মাহর বিভক্তি থেকে দূরে রাখার প্রতিষেধক হবে। উম্মাহর জীবন জয়ের সাফল্য এনে দিবে। আসলে সিরাত সমূহের কোন কিছু সামান্য পরিমাণ তুলে ধরা কখনো সম্ভব নয়। তা উপলব্ধি করতে তা পড়া প্রয়োজন। আমার মস্তিষ্কের ঘটন এক রকম তাই আমি আমার মত পড়ব আমার মত বলব। কিন্তু আপনার মস্তিষ্কের ঘটন অন্য রকম। পৃথিবীর প্রত্যেক মানুষের ঘটন এক এক রকম ও সম্পুর্ণ ভিন্ন ভিন্ন। তাই সবার জানার জন্য পড়া উচিত তবে আপনার মেধা বৃদ্ধি পাবে। তাই শুরু করুন সর্বোত্তম বই দিয়ে রাসূলের সিরাত সমূহ দিয়ে। সবশেষে লেখকের জন্য হৃদয় থেকে দোয়া রইল আল্লাহ পাক যেন ওনাকে কবুল করেন। অনুবাদক ভাইয়ের জন্য দোয়া রইল উনার এ মেহনত যেন জান্নাতের মাধ্যম হয়ে যায়। সর্বশেষ গার্ডিয়ান পাবলিকেশন্স প্রকাশনীর জন্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ পাক সকলের মেহনত কবুল করুন। আরো সুদীর্ঘ পথ চলার শক্তি সাহস তাওফিক দান করে দিন। (আমিন) [ইয়া রাব্বুল আলামিন]।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
Thanks
Was this review helpful to you?
or
Balo
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
So good 😍😍😍
Was this review helpful to you?
or
আমার পড়া রাসুলুল্লাহর সীরাহ রিলেটেড অসম্ভব সুন্দর ৩টি বইয়ের অন্যতম।
Was this review helpful to you?
or
অসাধারণ। ধন্যবাদ ❤️
Was this review helpful to you?
or
Alhamdulillah. Fully satisfied.
Was this review helpful to you?
or
ধন্যবাদ রকমারি.কম কে।
Was this review helpful to you?
or
Must Read.
Was this review helpful to you?
or
Very good books
Was this review helpful to you?
or
বইটা অনেক ভালো।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
thanks
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই, যেমনটা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি ভালো
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।রাসুল (সা) এর জীবনী থেকে আমরা যে সকল উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করতে পারি তা নিয়েই রচিত Sheikh Salman Al Awdah "মাআল মুস্তফা "। সকলেরই উচিত এই বইটি পড়ার।
Was this review helpful to you?
or
the best book
Was this review helpful to you?
or
A must read book
Was this review helpful to you?
or
আসাধারণ
Was this review helpful to you?
or
আফসানা আক্তার মীম বইয়ের নামঃ মাআল মুস্তফা পোস্ট -১৬ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #Rokomari_Book_Club_Review_Competition ❝জীবনে গতিবাকে কত হোচট খেতে হয়,দাড়াতেও হয় সোজা হয়ে।একেকজনের জীবনাচার একেক ধাচের। মুমিন হৃদয় রাজ্যে যার প্রেমের জোড়ায় সেই রহমাতুল্লিল আলামিনের জীবনেই রয়েছে সব আদর্শের সমাহার। তিনিই ত উসওয়াতুল লিল আলামিন। নবী জীবনের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতেই হাজির হয়েছে- “মাআল মুস্তফা”।❞ পাঠপ্রতিক্রিয়াঃ ➖➖➖➖➖ বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল ছিলেন, আল্লাহ তা'আলার বাণীবাহক ছিলেন; কিন্তু দৈনন্দিন জীবনে তিনি ছিলেন একজন মানুষ,আদর্শ মানুষ। সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য এমন কোন অসম্ভব,অস্বাভাবিক আদেশ-নির্দেশও তিনি দেননি। যে বাণী ও যে সত্য তিনি প্রচার করেছেন, নিজের জীবনে তিনি তা পালন করেছেন। পবিত্র কোরআনে যা নির্দেশ দেয়া হয়েছে এবং তিনি নিজে যা উপদেশ দিয়েছেন, সবই তিনি নিজের জীবনে বাস্তবায়িত করেছেন। অনেক মহা পুরুষের সাথে এখানেই তাঁর পার্থক্য। তাঁর স্বভাব-চরিত্র ও দৈনন্দিন জীবনযাত্রা সম্বন্ধে ধারণা করার জন্য কোন প্রকার কল্পনার আশ্রয় নেয়ার প্রয়োজন নেই। তাঁর পুরো জীবনটাই ছিলো উন্মুক্ত আর তাঁর সাহাবাগণই তা পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে গেছেন। মহানবী (সা) নিজেই বলেছেন, ❝আমি তোমাদের মতই মানুষ। আমার নিকট শুধু আল্লাহর বাণী অবতীর্ণ হয়।❞ এই মহামানবের সমগ্র জীবন আমাদের হিদায়াতের পথ ও পাথেয়। বর্তমান সময়ের ভাষায় তিনিই পৃথিবীর "Best Celebrate". বইটির আলোচ্য বিষয়ঃ ➖➖➖➖➖➖➖➖ পৃথিবী যখন ঘোর অমানিশায় অন্ধকারে আচ্ছন্ন আবার মরুভূমির বেদুইনরা ছিলো যখন উন্মাদ তখনই আল্লাহর দয়া হলো।আবির্ভাব হলো মহামানবের- সবারই কমবেশি একটা না একটা নিজেদের পছন্দের মডেল থাকেই। কিন্তু ভুল মডেলকে অনুসরণ যেন আর না করতে হয় সেজন্য ফুলফোটা,পাখিডাকা বসন্তের আগমন, চারদিকে খুশির আমেজ চাঁদের টুকরো জন্ম নিয়েছিলো মা আমিনার গৃহে। দাদা মুত্তালিব আদর করে নাম রেখেছেন মহাম্মাদ( প্রশংসিত)- তিনিই হলেন বিশ্বের বুকে মহান মডেল যার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার কাছে চর্চিত উন্মুক্ত। এক নজরে সূচিপত্রের চম্বুকাংশ: ভাসে চোখের তারায় তারায়(১
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition বই : মাআল মুস্তফা লেখক : ড. সালমান আল আওদাহ। অনুবাদ : ফারুক আযম। মলাট মূল্য: ১০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা : ২৬৪ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম মুহাম্মদে আরাবী সা. এর উপর। যার উপর দরুদ পড়লে গুণাহ ক্ষমা করে দেওয়া হয়, মর্যাদা বৃদ্ধি পায়। সারা জাহানে উচ্চারিত হয় যার নাম সে তো মুহাম্মদ সা.। আমরা অনেকেই রাসূলের জীবনী জানতে সিরাত গ্রন্থ পড়ি। সেগুলো কোনটা গতানুগতিক, কোনটা সংক্ষেপ। কিন্তু মাআল মুস্তফা এমন কোনো গতানুগতিক সিরাত গ্রন্থ নয়। একেক ধরনের সিরাত পড়ে আমরা একেক রকম উপলব্দি করি। তেমনিভাবে কেউ যদি মাআল মুস্তফা গ্রন্থটি পড়ি, তাহলে তিনি বুঝতে পারবেন এ বইয়ের রহস্য। মাআল মুস্তফা বইটিতে রাসূল সা. এর জীবনের সাথে আমাদের জীবনেকে মিলিয়ে জন্য লেখক রাসূলের জীবনী বর্ণনার পর আমাদের সেখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত এবং রাসূলের জীবনী আমাদেরকে কি শিক্ষা দেয় তা উল্লেখ করেছেন। রাসূল সা. তো ছিলেন মানবজাতির জন্য রহমত স্বরুপ। তিনি ছিলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য উন্মুক্ত। রাসূল সা. এর জীবনী পাঠ করলে আমরা দেখতে পাই দ্বীন প্রচারের জন্য তিনি কতটা কষ্ট সহ্য করেছেন। কাফেরদের কত অত্যাচার, কটু বাক্য সহ্য করেছেন। কিন্তু কখনো তিনি দমে যাননি। দ্বীনের দাওয়াত থেকে ফিরে আসেন নি।তিনি কতটা সবর করেছেন তা আমরা তার পড়লেই জানতে পারি। কঠিন পরিস্থিতিতেও নিজেকে তিনি নিয়ন্ত্রণ করতেন। নবী জীবনী আমাদেরকে কি শিখায় তা নিয়েই এই বইটি। প্রথমেই বলেছি মাআল মুস্তফা বইটি অন্যান্য সিরাত গ্রন্থগুলোর মত নয়। এই বইয়ে উল্লেখ করা হয়েছে রাসূলের জীবনের নানা দিক।জীবনের নানা সংকটে রাসূল সা. এর আচরণ কেমন ছিলো তা এই বইতে আমরা দেখতে পাবো। মাআল মুস্তফা বইটি প্রায় একচল্লিশটি শিরোনামে লেখা হয়েছে। যার প্রতিটি অধ্যায় ছিলো মধুমাখা। কারণ এ কোনো সাধারণ বই নয়। এটি হচ্ছে মানবতার মুক্তির দূত মহানবি সা. কে নিয়ে লেখা বই। ইনশাআল্লাহ নবি জীবনের সাথে আমাদের জীবনকে মিলিয়ে নেওয়ার জন্য হলেও আমরা এ বইটি পড়বো। আল্লাহ তাওফিক দান করুন। আমিন। মাকসুদ আলম।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
নামঃ মহিউদ্দিন আহমাদ বইয়ের নামঃ মাআল মুস্তফা #Rokomari_Book_Club_Review_Competition পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অব্দি সবচেয়ে জনপ্রিয় ও প্রশংসিত নাম হযরত মুহাম্মাদ (স:)। সমগ্র মানবজাতীর জন্য যাকে রহমতস্বরূপ করে পাঠানো হয়েছে। যার উপর নাযিল হয়েছে আল-কুরআন। যার মাধ্যমে সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আলো এবং দূরীভূত হয়েছে অন্ধকার। বইয়ের পরিচয়ঃ মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মাদ (স:) এর জীবনি সেই রকম একটি বাগানের ন্যায় যে বাগানে প্রবেশ করলে হৃদয় হয়ে উঠে উতলা, অন্তরে অনুভব হয় শীতলতা এবং একটি জীবন হয়ে উঠে শৃঙ্খলাময়। সেই হৃদয় আকর্ষিত বাগান থেকে মজলুম লেখক- ড. সালমান আল আওদাহ সংগ্রহ করেছেন কিছু ফুল। সেই সংগৃহীত ফুল দিয়ে লেখক তৈরি করেছেন একটি আকর্ষণীয় ঘ্রাণের ফুলের মালা। যার নাম দেয়া হয়েছে মাআল মুস্তফা। যদি প্রশ্ন করা হয় এটি কেমন সীরাত গ্রন্থ? মাআল মুস্তফা অন্যান্য সাধারণ কোন সীরাত গ্রন্থের মত নয়। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি সীরাত গ্রন্থ। মানব জাতির দৈনন্দিন, পারিবারিক ও সামাজিক জীবনের পাথেয় দিয়ে সাজানো আছে গ্রন্থটি। তাইতো অনুবাদক ফারুক আযমের মতে এই বই, মানবতার তরে এক মহা পথ্য-প্রেসক্রিপসন। শুধু তাই নয় যেই জীবনের পরতে পরতে যে বাধা ও বিপত্তি রয়েছে তার মহৌষধ হলো এই গ্রন্থ। এমন একটি গ্রন্থ প্রকাশ করায় গার্ডিয়ান পাবলিকেশন্সকে আন্তরিক মোবারকবাদ। বইয়ের পর্যালোচনাঃ মাআল মুস্তফা গ্রন্থটিতে হযরত মুহাম্মাদ (স:) এর চরিত্রকে বিভিন্ন দিক থেকে ফুটিয়ে তোলা হয়েছে। যাতে পাঠকদের বুঝতে কোন প্রকার অসুবিধা না হয়। বইটিতে দেখানো হয়েছে বর্তমান সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে করণীয় দিকসমূহ। সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে উন্নত মূল্যবোধ ও শিষ্টাচার। যা ক্ষমা ও সদাচরণ দিবস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। পাশাপশি ইসলামে নামাজের অবস্থান, কুরআনের অনুরূপ চরিত্র, বিছিন্ন হয়ো না, ইসলাম ও মানবাধিকার এবং মুসলমানের ফরজ কাজ সম্পর্কে বিশ্লেষন করা হয়েছে। শিক্ষনীয় কথা, প্রয়োজনীয় হাদিস ও কুরআনের বাণী দিয়ে সাজানো এ গ্রন্থ। নাম করণের সার্থকতাঃ মাআল মুস্তফা গ্রন্থটি মনযোগ সহকারে অধ্যয়ন করলে পাঠকের মনে হবে যে, স্বয়ং হযরত মুহাম্মাদ (স:) নিজেই আমাদেরকে তার পাশে বসিয়ে বলছেন- রাগকে প্রশমিত কর না, ধৈর্য ধর, সত্যের পথে অটল থাকো, অন্যায়কে প্রশ্রয় দিবেনা, আর অহংকার! সেতো আল্লাহর চাদর। কখনোই নিজেকে এর সাথে সামিল করবেনা। স্নেহমাখা কথার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে পাঠকদেরকে এমনভাবে তৈরি হওয়ার কথা বলেছেন যারা হবে উম্মাহর পথ প্রদর্শক। এভাবেই পাঠক নিজেকে খুঁজে পাবে হযরত মুহাম্মাদ (স:) এর অনুসারীদের মাঝে এবং পৌছে যাবে “মাআল মুস্তফা” গ্রন্থের শেষ পাতায়। এখানেই লেখকের বইয়ের নামের সার্থকতা। আকর্ষনীয় অধ্যায়ঃ অকল্পনীয় সুন্দরভাবে মার্জিত ও সাবলিল ভাষা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। যা সর্বস্তরের পাঠক মহলে গ্রহনযোগ্য। প্রতিটি অধ্যায়ে রয়েছে শিক্ষা, উপদেশ, সচেতনতা এবং করণীয় বিষয়ে আলোচনা। তবে ‘’মুখ সামলে রাখুন’’ এবং ‘’সে যদি আমার বন্ধু না হতো’’ নামক অধ্যায় দুটি আমাকে বেশ প্রভাবিত করেছে। উল্লেখিত অধ্যায়দুটিতে বেশ নিবিড়ভাবে লেখনির মাধ্যমে কথা বলা ও বন্ধু নির্বাচন করার উত্তম পন্থা বাতলে দেয়া হয়েছে। দুনিয়ার জীবনে মানুষ নিজ হাতে সৃষ্ট যত বিপদে পড়ে অনেকাংশেই সেগুলো তার কথার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। পাশাপাশি এর পরকালীন অনিষ্ট তো রয়েছেই। পবিত্র কুরআনে আল্লাহ বলেন- “যারা ছিল অপরাধী তারা মুমীনদের নিয়ে হাসত। আর যখন তাদের (মুমীনদের) দেখত, তখন বলতো নিশ্চয়ই এরা পথভ্রষ্ট” (সূরা-মুতাফফিফিন: ২৯,৩২) সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- ’’যে নিরব থাকে সে মুক্তি পায়” সুনানে তিরমিজি- হাদিস নং ২৫০১ অন্য হাদিসে রাসূলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- ’’যে আল্লাহ ও পরকালের ওপর ঈমান আনে সে যেন উত্তম কথা বলে কিংবা চুপ থাকে” (সহিহ বোখারি- হাদিস নং ১০২) দুনিয়াতে সঠিক বন্ধু নির্বাচন না করার কারনে অনেকেই কাল কিয়ামতে আফসোস করে বলবে- “হায় আমার দুর্ভোগ! আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহন না করতাম” (সূরা ফুরকান: ২৮) পাঠ্যনুভূতিঃ নি:সন্দেহে গ্রন্থটি আমার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে । কারণ এটি আমাকে দিয়েছে এক নতুন প্রাণ, নয়নকে করেছে স্বচ্ছ এবং দেখিয়েছে আলোর পথ। হৃদয়ে অনুভব করছি এক অন্যরকম ভালোলাগা। নিশ্চয়ই হযরত মুহাম্মাদ (স.) এর অনুসরণ ও অনুকরণের মধ্যেই রয়েছে আমার মুক্তির পথ। একনজরেঃ বইয়ের নাম: মাআল মুস্তফা লেখক: ড. সালমান আল আওদা অনুবাদক: ফারুক আযম প্রকাশনায়: গার্ডিয়ান পাবলিকেশন্স দাওয়াহ সংস্করণ: একশত টাকা
Was this review helpful to you?
or
# রিভিউ নম্বর : ০৬ # নিজের নাম : জান্নাতুল মাওয়া শানজি # বইয়ের নাম : মাআল মোস্তফা #Rokomari_Book_Club_Review_Competition "মাআল মোস্তফা........." মুখ সামলে রাখুন বুখারি শরিফে আয়িশা (রা:) এর বর্ণনা এসেছে, রাসূল (সা:) সাহাবাদের উপদেশ দিতেন-- 'তোমরা মৃত ব্যাক্তিদের গালি দিয়ো না। কারণ তারা যা করেছে, তার কাছে চলে গেছে।' সহিহ বুখারি : ১৩৯৩ মাআলা মুস্তফা [সিরাতে রাসূলের সুরভিত পাঠ ]... ৪১ টি শিরোনাম দিয়ে লেখক আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তামাম দুনিয়ার বেস্ট সেলিব্রিটি তিনি। তারপরও বর্তমান জেনারেশন এর সেলিব্রেটিদের মতো তাঁর নেই কোনো পার্সোনাল বিষয়।কারণ মানব কল্যাণে তাঁর প্রতিটি কর্ম,প্রতিটি কথা, প্রতিটি কাজ সবার জন্য উন্মুক্ত। যেন সবাই তাঁর নীতিতে চলে আদর্শ জীবন যাপন করে।যেন আখিরাতেও পায় পুরষ্কার। বইটিতে আমাদের নবীজীকে (সা:) নিয়ে সব ধরণের প্রশ্নের উত্তর পাওয়া যায়।সব ধরণের জিজ্ঞাসার উত্তর মিলে।তাঁর চেহারা, চুল, পোশাক,বিনয় সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। এমনকি তাঁর স্ত্রীদের সাথে তাঁর আচরণ, ব্যবহার সবকিছু আলোচনা করা হয়েছে শুধু মানুষ অর্থাৎ তাঁর উম্মতদের কল্যাণের জন্য। তাছাড়া ভালো কাজ, মন্দ কাজ, রাগ,স্বপ্নের ব্যাখা,নামাজের অবস্থান,মুসলমানদের ফরজ কাজ, বিনোদনে হালাল-হারাম ইত্যাদি সবকিছু সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে।কোথাও কোনো কমতি বা জিজ্ঞাসার অবকাশ রাখেনি। বইটি অবশ্যই একজন পরিপূর্ণ মুমিন তৈরি করতে যথেষ্ট ।বইটি পড়লে, আমাদের প্রিয় নবীর সম্পর্কে সবকিছু জানতে পারলে মানুষ পরিপূর্ণ মুৃমিন হতে পারবে। খুবই শিক্ষণীয় বই❤ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সিরাতে কোথাও কোনো অস্পষ্টতা নেই।নেই কোনো গোপনীয় ব্যাপার।রাসূলের সিরাত খোলা গ্রন্থ, সুস্পষ্ট কিতাব। সভ্যতার স্থপতি রাসূল (স:) কে নিয়ে জনৈক কবি বলেছেন-- 'কল্যাণ,সঠিক পথ মর্যাদা ও আভিজাত্যের রাসূল আভিজাত্যের প্রতিটি চরণই শুরু হয় আপনার নাম দিয়ে আপনার এই সুন্দর গুণ নিয়ে অনেক ভেবেছি বারবার আমার হৃদয় বলেছে মুহাম্মাদের নাম শুনেছি।' আমাদের ধর্মে বিনোদনের সুযোগ আছে।তার হালাল - হারাম নিয়ে বুঝানোর সময় নবীজীর এক বেদুইন বন্ধুর সাথে তাঁর খুনসুটি নিয়ে একটি গল্পও আছে।এরকম অসংখ্য গল্প, ঘটনা সবকিছুর ব্যাখ্যা দিয়ে দিয়ে আমাদের নবীজীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে লেখক। আর বইটি বাংলা ভাষায় অনুবাদ করার ক্ষেত্রে অনুবাদক খুবই সহজ এবং সুন্দরভাবে অনুবাদ করেছে যা যেকোনো পাঠক পড়ে বুঝতে পারবে। সুন্দর এবং সাবলীল লেখায় বইটি সত্যিই সুপাঠ্য। বই : মাআল মুস্তফা [সিরাতে রাসূলের সুরভিত পাঠ] লেখক : ড. সালমান আল আওদাহ অনুবাদ : ফারুক আযম প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন প্রথম প্রকাশ : ১০ নভেম্বর ২০২০ মূদ্রিত মূল্য :১০০ টাকা পৃষ্ঠা নং : ২৬৪ #Read_Eat_Sleep #ZmS
Was this review helpful to you?
or
সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
প্রতিদিন হাজারো সমস্যার মধ্য দিয়ে যায় আমরা। আমরা সকল সমস্যার সমাধান খুঁজতে গিয়ে হয়রান হয়ে যায়। কিন্তু সমাধান আমাদের হাতের কাছেই আছে। জানেন কি সেই সমাধান? রাসুলﷺ এর সীরাত। রাসুলﷺ এর সীরাত হল একটি উন্মুক্ত বই। সেখান থেকে আমরা যখন যা প্রয়োজন তা শিখতে পারি, সমাধান নিতে পারি। এটা সবচেয়ে নির্ভুল, সংরক্ষিত, নিষ্কলুষ জীবনী। রাসুলﷺ এর সীরাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো বিষয়ই বাদ যায়নি। সমাজের উচু থেকে নিছু কারো জন্য পথনির্দেশ বাদ যায়নি। কিন্তু তবুও আমরা আজও এত বিশৃঙ্খলা কেন? কারণ আমরা সীরাত কম পড়ি। আমরা যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সীরাতের পেছনে ব্যায় করি তবেই আমরা রাসুলকে আরও সহজ ভাবে অনুসরণ করতে পারব। আমাদের হৃদয় রাসুলকে অনুসরণ করতে ব্যাকুল হয়ে উঠবে। আর রাসুলﷺ কে অনুসরণ করা তো অত্যন্ত সহজ। উপরের সব কথা বলছি 'মাআল মুস্তফা' থেকে অনুপ্রাণিত হয়ে। "আল্লাহর রাসুল সম্পর্কে যত বেশি জানা যাবে, হৃদয় ও মন তাঁকে অনুসরণের জন্য তত বেশি ব্যাকুল হয়ে উঠবে।" পৃষ্ঠা-১২। "সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সিরাতে রয়েছে উপযুক্ত শিক্ষা ও পথনির্দেশ।" পৃষ্ঠা-১৫। প্রতিটি মানুষের কিছু একান্ত গোপন বিষয় থাকে, যা সহজে জনসম্মুখে প্রচারিত হয় না। কিন্তু রাসুলﷺ হল আমাদের জন্য বেস্ট সেলিব্রিটি, তবুও তার একান্ত গোপন বলতে কিছুই নেই। সাধারণ অবস্থার কথা বর্ণনা করেছেন সাহাবীরা আর অভ্যন্তরীণ বিষয়াবলী সম্পর্কে বলেছেন উম্মুল মুমিনীনরা। রাসুলﷺ এর সীরাতে রয়েছে বিভিন্ন মানুষের জন্য বিভিন্নমুখী শিক্ষা। এই বিভিন্ন দিক নিয়ে বহুজন বহুরকম লিখেছেন। এমনই একটি ভিন্নমাত্রার লেখনী 'মাআল মুস্তফা'। বইটি সাধারণ কোনো সীরাহ গ্রন্থ নয়, নয় কোনো ইতিহাসের বই৷ বইটিতে রাসুলﷺ এর জীবন আলোচনায় কোনো ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। আলোচনা হয়নি কোনো দিন-তারিখ বা সনের। বইটি এক ভিন্ন ভঙ্গিতে রচিত ভিন্ন দৃষ্টিকোণের সংকলন। বইটি নিয়ে লিখতে বসলে আর একটি বই লিখতে হবে। প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় লুকিয়ে আছে অগণিত রত্ন। অথবা অনুবাদকের ভাষায়, "রুগ্ন মানবতার তরে এক মহা পথ্য-প্রেসক্রিপশন।" আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল সমস্যা সমাধানে রাসুলﷺ এর আদর্শের সাথে যোগসূত্র খুঁজে পাবেন এই বইয়ে। মুসলিম বিশ্বের আজ এমন দুরাবস্থার কারণ কি? মুসলিম শাসকরা কেন ঘুমিয়ে আছে? তাদের ভূমিকা কেমন হওয়া দরকার ছিল? এমন অসংখ্য সমস্যা ও সমাধানের এক ভান্ডার এই বইটি। আরব বিশ্বের মজলুম লেখক ড. সালমান আল আওদা বইটির জন্য কত শ্রম ঢেলেছেন তা বইটি হাতে নিলেই বুঝা যাবে। মাআল মুস্তফা [সিরাতে রাসূলের সুরভিত পাঠ], ড. সালমান আল আওদা, অনুবাদ: ফারুক আজম, গার্ডিয়ান পাবলিকেশনস, পৃষ্ঠা:২৬৪, নির্ধারিত মূল্য: ২৫০ টাকা, প্রচ্ছদ: হাশেম আলী।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব ভাল একটি বই।
Was this review helpful to you?
or
Good enough
Was this review helpful to you?
or
অনন্যসাধারণ সিরাত গ্রন্থ।
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
বইটি সবেমাত্র হাতে পেয়েছি এখনও পড়েনি। আশা করি অসাধারণ সিরাত গ্রন্থ হবে। তবে যেটা লিখতে চাচ্ছি সেটা হলো বইটির একশত টাকার দাওয়াহ সংস্করণে এতো দারুণ প্রচ্ছদ আর পৃষ্ঠার মানও খুবই ভালো তা দেখে খুবই ভালোই লাগলো। দাওয়াহ সংস্করণ যদি দুইশত টাকা হতো তাহলেও ভালোই হতো দাম অনুযায়ী। আর বই পড়ে ইনশাআল্লাহ রিভিউ দেবার আশা আছে। সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনিগ্রন্থ যেই লেখক না কেন সেটা ভালোই হবে। আর লেখাটা যদি ড.সালমান আল আওদাহ (ফাক্কাল্লাহু আসরা) এর মতো মাজলুম বিদগ্ধ লেখক লিখেন তাহলে কি রকম লিখা হবে তা কি বলার অপেক্ষা রাখে!
Was this review helpful to you?
or
বইটি সবে পড়া শুরু করেছি। যত পড়ছি তত মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হচ্ছি। নবী জীবনের পাঠ সবসময় নতুন। নতুন জ্ঞান, নতুন অনুভূতি। বইটি ইসলাম প্রিয়দের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
সালমান আল আওদা'র পড়া প্রথম বই। রাসূলুল্লাহ সা. এর সুবিশাল জীবনীর বিশেষ কিছু মুহূর্ত এবং ঘটনা থেকে নিয়ে বিশ্লেষণমুলক আলোচনা করেছেন। ভালো অনুবাদ হয়েছে।
Was this review helpful to you?
or
সিরাত কীঃ রাসূল ﷺ জীবনীকেই সিরাত বলা হয়। তাঁর জীবনের প্রতিটি কর্ম পদক্ষেপ খোলা পাতার মত। তাঁর ব্যক্তিগত,সামাজিক এবং রাষ্ট্রীয় কাজের বিন্দুবিসর্গও বাদ নয়, সকল আলোচনায় সিরাত। সিরাত কার জন্যঃ সিরাত সকল শ্রেণীর পেশার মানুষর জন্য। সকলের জন্যই রয়েছে উপযুক্ত শিক্ষা ও পথ নির্দেশনা। পিতা যেমন শিখতে পারে সন্তানের সাথে মেলামেশার প্রকৃতিও ধরণ। স্বামী- স্ত্রী শিখতে পারবে আচরণের উত্তম আদর্শ এবং উপায়। সমাজের শাসক সিরাতে রাসূল ﷺ কে খুঁজে পাবে প্রকৃত ন্যায়-নীতিবান এবং সুশাসনের উত্তম পথ প্রদর্শক হিসেবে। এমনকি একজন আলেমের জন্যও ” জ্ঞান পৌছে দেয়ার পথ ও পদ্ধতি”। কঠিন পরিস্থিতিতে বিপর্যস্থ ব্যক্তিও বিপদ মোকাবেলায় সঠিক ও যথাযথ পদক্ষেপ নেয়ার শিক্ষা খুঁজে পাবে। রাসূল ﷺ আমাদের জন্য আল্লাহর পক্ষ হতে বড়ো এক নিয়ামত,রহমত। তাঁর আগমণের ফলে অসহায় নিপীড়িত মানুষের অধিকার সুনিশ্চিত হয়েছে। রক্ষিত হয়েছে সমগ্র মানবতার স্বার্থ। সিরাত পাঠের গুরুত্বঃ রাসূলের ﷺ জীবনী মানে শুধুমাত্র ইতিহাস, ঘটনা পড়া নয়,অধ্যয়ন করা। ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটন, বাস্তবে পরিণত করা। সিরাতুন্নবী ﷺ দুই ভাবে পাঠ করা যায়। যেমনঃ শুধুমাত্র সিরাত পাঠ, যেখানে রাসূলের ﷺ জীবনের ঘটনা সমূহের বর্ণনা করা। ফিকহুস সিরাত, যেখানে রাসূলের প্রতিটি ঘটনা/কর্মসমূহের সাথে বাস্তব জীবনের শিক্ষার সমন্বয়। এই দুইভাবে সিরাত পাঠ করলে রাসূলের ﷺ জীবনকে পুরোপুরি জানার সাথে সাথে শিক্ষাকে বাস্তব জীবনে মিলিয়ে নেয়া যায়। মাআল মুস্তফা সিরাত গ্রন্থটি দ্বিতীয় পর্যায়ের সিরাত বলা চলে। মাআল মুস্তফা নিয়ে কথাঃ এই সিরাত গ্রন্থটি গতানুগতিক সিরাতে মত নয়।গতানুগতিক সিরাতের শিরোনাম হয় ঘটনার নাম দিয়ে, বর্ণনা দিয়েই শেষ হয়। কিন্তু মাআল মুস্তফার বেশির ভাগ টপিক-ই ঘটনার উদ্দেশ্য বা শিক্ষার বিষয়টি দিয়েই শিরোনাম করা। উল্লেখ্যযোগ্য কয়েকটি টপিকঃ জ্ঞানের পথে। রেগে যাবেন না। বিচ্ছিন্ন হয়ো না। দায়ি নবী, দয়ার নবী। আস্থাভাজন নবী। অবিচল নবী। রাসূল ﷺ এবং কথা বলার শিষ্টাচার। ইসলাম ও মানবাধিকার। মুখ সামলে রাখুন। এর প্রতিটি শিরোনামই রাসূল ﷺ এর জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনার শিক্ষা দিয়ে করা হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে শিক্ষাকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে সহজ, সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী মূলতঃ মানব জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। আর সমূদয় কার্যাবলীতে সমস্যাও রয়েছে কিন্তু সমাধান আমাদের অজানা। তাই রাসূল ﷺ জীবনের ঘটনা হতে এই সমস্ত সমাধান খোঁজা হয়েছে, এই সিরাত গ্রন্থের মাধ্যমে। চরম বিপদ সংকূল মুহুর্তে আমাদের করণীয় কী হতে পারে,সেটার অজানা অনেক কথা, তথ্য পাওয়া যাবে এই সিরাত গ্রন্থে। মন্তব্যঃ ইসলামের শেষ নবী মুহাম্মদ ﷺ এর জীবনাদর্শ মানবতার মুক্তির জন্য মডেল। তাঁর জীবনাদর্শ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। রাসূল ﷺ আল্লাহর বিধান অনুযায়ী পুরো জীবন সাজিয়েছেন, যা অনুসরণের মাধ্যমে আমরা জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি।
Was this review helpful to you?
or
alhamdulillah
Was this review helpful to you?
or
বইটার অনুবাদক নবীন; কিন্তু আমার কাছে উপভোগ্য মনে হয়েছে অনুবাদকের শৈল্পিকতার জন্যেই। গার্ডিয়ান পেপার কোয়ালিটি অপরিবর্তিত রেখে নামমাত্র মূল্যে বইটি কেনার সুযোগ দিচ্ছে। পাঠকরাও সংগ্রহ করতেসে, উপহার দিচ্ছে। জিনিসটা ভাল্লাগসে। আলহামদুলিল্লাহ।
Was this review helpful to you?
or
আমি রাসুল (সাঃ) এর সিরাত নিয়ে লেখা অনেক গুলা গ্রন্থ পড়েছি। কিন্তু ডঃ সালমান আল আওদা এর লেখা এই সিরাত গ্রন্থটি একটু ব্যাতিক্রম। বইটি সব বয়সের এবং সবার পড়ার উপযোগ্য। আমিও সকলকে অনুরধ করবো এই সিরাত গ্রন্থটি একবারের জন্য পড়ার।