
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
One of the best books I have read.
Was this review helpful to you?
or
অসাধারণ অনন্য একটা বই। মাস্ট রিড
Was this review helpful to you?
or
সেরা
Was this review helpful to you?
or
এই বইটি বর্তমান বিশ্বব্যবস্থার শেকড় খুঁজে বের করতে ইতিহাসের গভীরে গিয়ে বিশ্লেষণ করেছে—বিশ্বের ক্ষমতার পালাবদল, ওয়ার্ল্ড অর্ডার, অর্থনীতি ও ভূ-রাজনীতি কীভাবে গড়ে উঠেছে এবং মুসলিম বিশ্বের প্রতি এর প্রভাব কেমন, তা অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বে যে ‘গ্লোবাল পাওয়ার শিফট’ ঘটেছে, তার পেছনের রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্র, পশ্চিমা বিশ্ব কীভাবে আধিপত্য বিস্তার করেছে, এসব বিষয় কুরআন-সুন্নাহ ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। আধুনিক বিশ্ব বুঝতে ও মুসলিম জাতির অবস্থান সম্পর্কে সচেতন হতে আগ্রহীদের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Was this review helpful to you?
or
সেইইইইইইই
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। জ্ঞান পিপাসুদের অবশ্যই পড়া উচিৎ। আপনাদের সার্ভিসে সন্তুষ্ট।
Was this review helpful to you?
or
বাস্তবতা বুঝতে হলে বইটা পড়া গুরুত্বপূর্ণ
Was this review helpful to you?
or
If you wanna know why this world is how it is now, read this. A must-read for subcontinental muslims.
Was this review helpful to you?
or
খুব ভালো বই,বর্তমান বিশ্বের অনেক না জানা বিষয় আলোকপাত করা হয়েছে,
Was this review helpful to you?
or
boita khub e xoss and for the people who want's to know the outer world or the secret world as well
Was this review helpful to you?
or
After reading this book it will bring a great transformation in your thought process
Was this review helpful to you?
or
best❤️
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
Joss ekta boi.
Was this review helpful to you?
or
উৎকৃষ্ট লেখনী । বিশ্ব রাজনীতির গোপন রহস্য গুলো তুলে ধরেছেন সুচারুরূপে
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
প্রতিটা মুসলিমের পড়া উচিত। অন্য ধর্মের মানুষ ও পড়তে পারেন। ওনেক ইনসাইট পাবেন
Was this review helpful to you?
or
খুব ভাল বই
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
এটি একটি ভালো বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্
Was this review helpful to you?
or
ক্লাসিক্যাল একটা বই। যত পড়বেন, শুধু জানতেই মন চাইবে।
Was this review helpful to you?
or
Is was great
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Boita valo.But price ta aktu besi
Was this review helpful to you?
or
সেই
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
খুব সুন্দর বই। সংক্ষিপ্ত লেগেছে। আরও বিস্তারিত আর বড় হলে ভালো হতো।
Was this review helpful to you?
or
অসাধারণ তথ্যনির্ভর বই।
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো , " মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না"। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেয়া তো দূরের কথা ; ইতিহাসের ধারেকাছেও ঘেঁষে না। নিজেদের ইতিহাস সম্পর্কে তারা একদমই অজ্ঞ। তারা শুধু মুখস্থ বুলির মতো ততটুকুই জানে, যা সাম্রাজ্যবাদী পাশ্চাত্য শত্রুরা ছড়িয়েছে। 🍁 বইয়ের কথা : পশ্চিমা কুফফাররা বর্তমান মুসলিম সমাজের মস্তিষ্কে পুশ করে দিয়েছে এক বিকৃত ইতিহাস, এক ধোঁয়াশা অতীত। নতুন প্রজন্ম তাদের পূর্বসূরীদের ইতিহাস নিয়ে তাই আজ লজ্জাবোধ করে ; নিজেকে তাদের উত্তরসূরী হিসেবে পরিচয় দিতেও কুন্ঠাবোধ করে। এটাই ছিলো পশ্চিমাদের কারসাজি। একদিকে তারা মুসলিমদের গৌরবের ইতিহাসকে করেছে বিকৃত। অন্যক্ষেত্রে তাদের মূর্খতা,বর্বরতা,প্রতারণাকে দিয়েছে ধামাচাপা। ফলে , এই প্রজন্ম ইতিহাসের পাতা উল্টে কেবলমাত্র তাদের পূর্বসূরীদের পরাজয়ই দেখেছে। দুঃখজনক বিষয় হলো, আজও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিকৃত ইতিহাসই পড়ানো হচ্ছে জোরেশোরে। কিন্তু এই প্রজন্ম জানে না ; যা তারা দেখেছে, জেনেছে তা তাদেরকে দেখানো হচ্ছে। যাতে আমরা আমাদের গৌরবটুকু খুঁজে না পাই ,খুঁজে না পাই অধঃপতন থেকে উত্তরণের পথ। ইতিহাসের এক পৃষ্ঠে যেমন থাকে পরাজয় এবং অধঃপতনের অধ্যায়,অন্যপৃষ্ঠে ঠিক তেমনি থাকে গৌরবগাঁথা এবং উন্নয়নের রশ্মি। দুষ্কৃতিকারীদের চক্রান্তে হারিয়ে যাওয়া মুসলিম উম্মাহের সেই গৌরবগাঁথা আর উন্নয়নের আলোকোজ্জ্বল অধ্যায় এই প্রজন্মের সামনে তুলে ধরে তাদের সচেতন করার লক্ষ্যে হেদায়াতুল্লাহ মেহমান্দ হাফিজাহুল্লাহের নেক প্রচেষ্টা " ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা" বইটি। বক্ষ্যমান বইটি প্রধানত দুই খন্ডে বিভক্ত - (১) অল্ড ওয়ার্ল্ড অর্ডার এবং (২) নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের শেষের দিকে পরিশিষ্টে " নিউ ওয়ার্ল্ড অর্ডার: সমাধান কী" নামক আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের পুরাতন ইতিহাসেরই নতুন মোড়কে পুণরাবৃত্তি। নাসারাদের পেছনে মূল কলকাঠি নাড়ছে ইহুদিরা তা আমরা সাদা চোখে দেখতে পাই না আজ। সাম্রাজ্যবাদী ইহুদি - নাসারাদের ভ্রান্তির শেকলে বাধাপড়া আমাদের বিবেক এই বইটির কারণে জেগে উঠবে বলে আমি মনে করি। পাশ্চাত্য শত্রুদের বাহ্যিক চাকচিক্য, উন্নত জীবনমান,উন্নত শিক্ষাব্যবস্থা, শুধু মুখে আওড়ানো উদার সব মতবাদ আমাদের মস্তিষ্ককে তাদের গোলামে পরিণত করেছে। আমরা তাদের সব কুফরি মতবাদকেই 'এভারলাস্টিং এন্ড লাইফ ডেভেলপিং ইজম' হিসেবে গ্রহন করছি। আর এটাই ছিলো তাদের চক্রান্ত এবং বলতে হয় তারা তাদের চক্রান্তে শতভাগ সফল। ইহুদী - খ্রিস্টানরা উম্মাহ কে অবদমিত করে আজকের এই অবস্থানে অধিষ্ঠিত । সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক,সামরিক এমনকি বুদ্ধিবৃত্তিকভাবেও আজ দাপটে আছে। ইতিহাস যে কোন জাতিসত্তার ভিত্তি,শেকড়। আর নিজ ইতিহাস সম্পর্কে অজ্ঞ জাতি বিশাল সমুদ্রে দিশেহারা জাহাজের মতো , এই বইটি পড়ার পর পাঠক এটাই উপলব্ধি করবেন। 🍁 কেন পড়বেন এই বই : ইতিহাসের একজন ক্ষুদ্রতম পাঠক হিসেবে আমার এটুকু মনে হয়েছে বইটি একবার হলেও অবশ্যই আমাদের বর্তমান প্রজন্মের হাতে উঠে আসা উচিত। আমার দৃঢ় বিশ্বাস বইটি পড়তে শুরু করলে তারা নিজের হারানো সত্তা খুঁজে পাবে । ফিরে পাওয়ার আনন্দে ক্ষুধার্থ বাঘের মতো গোগ্রাসে গিলতে শুরু করবে নিজেদের ইতিহাস। খুঁজে পাবে নিজের আসল পরিচয়। বুঝতে পারবে এতদিন পরগাছা হয়ে নিজেদের উন্নত মানুষ মনে করেছে। অথচ তাদের আসল গৌরবগাঁথা তো লুকিয়ে রয়েছে তাদের পূর্বসূরীদের ইতিহাসে। লেখকের স্পষ্ট ইতিহাস উপস্থাপন থেকে বর্তমান প্রজন্ম অতি সহজেই নিরূপণ করতে পারবেন উম্মাহের অতঃপতনের কারণ, এর পেছনে কাদের চক্রান্ত কাজ করেছে ।সেই সাথে এটিও পরিষ্কার হবে , নিজেদের ইতিহাস নিয়ে আমাদের যে ঘৃণা যে ভুল ধারণা তা তাদেরই চক্রান্তের অংশ। পশ্চিমা শত্রুরা আমাদের শাসনকৌশল,সূত্র ব্যবহার করে আজ যে আমাদের উপরই শ্রেষ্ঠত্ব দাবী করছে সেটিও উক্ত বইয়ের আলোচনায় উঠে এসেছে। বইটি পড়ার পর আমার দৃঢ় বিশ্বাস এই যে - উম্মাহের বর্তমান প্রজন্ম দীর্ঘকাল ধরে ভ্রান্তির যে বালুচরে নিমজ্জিত ছিলো ; সেখান থেকে বইটি তাদেরকে তুলে এনে ভবিষ্যত কর্মপন্থার নির্দেশনা দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। আয়নায় যেমন নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি এই বইটি ইতিহাস অবলোকনের মাধ্যমে আমাদের চারপাশের বর্তমান বিশ্বব্যবস্থার স্বরূপ উন্মোচন করবে ইনশাল্লাহ। 🍁 পাঠ অনুভূতি : ইতিহাস পাঠ মানেই অনেক পাঠকের কাছে ভারী ভাষার বিরক্তি জাগানিয়া লেখনী। কিন্তু " ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা " বইটি পড়ার অনুভূতি বেশ অন্যরকম ছিলো। যতই বইটির ভেতরের দিকে যাচ্ছিলাম পড়ার আগ্রহ যেন হুহু করে বাড়ছিলো। ভাষাগত জটিলতা না থাকায় বেশ রোমাঞ্চকর সময় কেটেছে বইটির সাথে। 🍁 সমালোচনা : বইটি হেদায়াতুল্লাহ মেহমান্দ হাফিজাহুল্লাহের বিশ বছরের কঠোর শ্রম এবং গবেষণালব্ধ ফসল। ইতিহাস আলোচনার মধ্য দিয়ে সমসাময়িক বিশ্বব্যবস্থার সকল খুঁটিনাটি বিষয়বস্তুসমূহ একই ফ্রেমে উপস্থাপন করা অনেক কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজটি আমাদের জন্য সহজ করে তুলেছেন হেদায়াতুল্লাহ মেহমান্দ হাফিজাহুল্লাহ।বইটি বাংলা ভাষাভাষি পাঠকদের জন্য অনুবাদ করার কষ্টকর কাজটি করেছেন ইফতেখার সিফাত। অত্যধিক ব্যাখ্যা -বিশ্লেষণ না থাকায় এবং সাবলীল অনুবাদের কারণে বইটি পাঠকদের জন্য সহজবোধ্য হবে বলে আশা করা যায়। বইটির প্রচ্ছদ চমৎকার। মলাটে হার্ড কভার ব্যবহার বইটির সৌন্দর্য্য বাড়িয়েছে। এহেন উপকারী এবং সময়োপযোগি বই পাঠকদের সমীপে হাজির করার জন্য আল্লাহ রাব্বুল আল - আমীন লেখক,অনুবাদক,সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল কে জাযায়ে খাইর নাসীব করুন। বই : ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা মূল : হেদায়াতুল্লাহ মেহমান্দ অনুবাদ : ইফতেখার সিফাত সম্পাদনা : কায়সার আহমাদ পৃষ্ঠাসংখ্যা : ৩২০ মুদ্রিত মূল্য : ৪২৭ টাকা প্রকাশনায় : রুহামা পাবলিকেশন প্রকাশকাল : এপ্রিল , ২০২১ইং।
Was this review helpful to you?
or
A must read book for Muslims
Was this review helpful to you?
or
এই বইটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে এবং আপনার দায়িত্ব ও ব্যার্থতায় দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিবে আপনার আবস্থান এবং আপনার করণীয় কি সেটা নিয়ে ভাবাবে !!! পরিশেষে এ এই বইটা সকল সত্যিই সকল অসচেতন মুসলিমদের পড়া উচিত
Was this review helpful to you?
or
চমৎকার লেখনী। বইটি পরতে বসলে পরতেই ইচ্ছা করে।Master thrilling books.সকল মুসলিম দের জানা দরকার।
Was this review helpful to you?
or
ইতিহাসের আয়নায় বিশ্বব্যবস্থা : বইটিতে অত্যন্ত সাবলীলভাবে ওল্ড ওর্ডার থেকে নিউ অর্ডার এ বিশ্বরাজনীতি ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। বইটি ভাষা আমার কাছে সাবলীল মনে হয়েছে। যে কেউ যদি ইসলামি রাজনীতি ও ইতিহাস পছন্দ হয়ে থাকে তবে বইটি তাদের জন্য।
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম সেরা একটি তথ্যবহুল বই ! সকল মুসলিমের পড়া উচিৎ ।
Was this review helpful to you?
or
A must read for anyone who deems him/herself concious!
Was this review helpful to you?
or
লেখক বইটিতে বর্তমান বিশ্বব্যবস্থার ভিত্তি নিয়ে বিস্তারিত বিবরণে না গিয়ে সংক্ষেপে আলোচনা করেছেন।একজন সচেতন মুসলিম হিসেবে বইটা সকলের পড়া দরকার।খেলাফত ব্যবস্থার পতনের পর মুসলিমরা কিভাবে আজকের অবস্থানে আসল,এর পেছনে কি কারণ থাকতে পারে তা লেখক ইতিহাসের আয়নায় দেখতে এবং দেখাতে চেষ্টা করেছেন।
Was this review helpful to you?
or
Best one💗
Was this review helpful to you?
or
বইটিতে সংক্ষেপে অনেক কিছু উঠে এসেছে। এক কথায় অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
I've read some Islamic books, associated with an Islamic organization. After reading this book my complete view about the current time, world, economics, Islam, Islamic country, and related things completely changed. I never thought this way and 99.999% of the people of our community are the same as me.
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই।ইতিহাসের একেবারে গোড়া থেকে বর্তমান পর্যন্ত সমস্ত বিষয়কে লেখক চমৎকারভাবে তুলে ধরেছেন।
Was this review helpful to you?
or
বর্তমান বিশ্বব্যবস্থা কে সঠিক ভাবে জানার জন্য এবইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Was this review helpful to you?
or
যারা অড্রার করতে দ্বিধায় আছেন...!তারা নিরদ্বিধায় অড্রার করতে পারেন । অনেক অজানা ইতিহাস জানতে পারবেন...!
Was this review helpful to you?
or
নাম: নাফিস আহমেদ ভূঁইয়া বইয়ের নাম: ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা #Rokomari_Book_Club_Review_Competition “মানুষকে ধ্বংস করার সবচাইতে কার্যকর উপায় হলো তাদের ইতিহাস সম্পর্কে তাদের নিজস্ব উপলব্ধি অস্বীকার করা এবং বিলুপ্ত করা”। জর্জ অরওয়েলের এই কথাটি আমাকে অনুপ্রাণিত করেছিলো আপন উম্মাহর ইতিহাস সম্পর্কে জানতে। ইতিহাস নিয়ে অজ্ঞতার ফলে আমরা আজ নিজ উম্মাহকে ছোটো করে দেখি এবং হীনমন্যতায় ভুগি। পর্দায় দেখা পশ্চিমা চাকচিক্যে বরাবরই আমি বিমোহিত ছিলাম। ইংরেজি সাহিত্যে পড়ার বদৌলতে পশ্চিমা ইতিহাসের সাথে ঘনিষ্ঠ পরিচয় গড়ে ওঠে। ধীরে ধীরে অনুধাবন করলাম কাঁচে ঘেরা পশ্চিমা পৃথিবীর প্রকৃত রূপকে। তাই ফিতরাহর ডাকে সাড়া দিয়ে ইংরেজির পাশাপাশি ইসলাম অধ্যয়ন শুরু করলাম। সেই প্রেক্ষিতেই কেনা এই বই ‘ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা: ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার’। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বলতে বোঝায় এমন এক বিশ্বব্যবস্থা যেখানে জাতি, গোত্র এবং রাজা বাদশাহরা নিজস্ব ধর্মের সাথে সম্পৃক্ত থাকে। অপরপক্ষে নিউ ওয়ার্ল্ড অর্ডার হলো ফরাসী বিপ্লব পরবর্তী বিশ্বব্যবস্থা, যেখানে মানুষ হিউম্যানিজমের আড়ালে স্রষ্টাবিহীন সমাজব্যবস্থা চালু করে। বইটির শিরোনামের সাথে সামঞ্জস্য রেখে লেখক আদ্যোপান্ত বিশ্বব্যবস্থার জানা অজানা দিকগুলি পাঠকের নিকট নিষ্ঠার সহিত উপস্থাপন করেছেন। অনুবাদক ইফতেখার সিফাত ভাই সেটি নিষ্ঠার সাথে পাঠকের নিকট সহজবোধ্য করে ফুটিয়ে তুলেছেন। বইটিতে পর্দায় ঢেকে রাখা ইতিহাস, স্তরে স্তরে উন্মোচিত করা হয়েছে যত্নের সাথে। ইহুদি খ্রিস্টানদের উত্থান এবং দ্বন্দ্ব, ইহুদিদের চক্রান্ত ও প্রটোকল উঠে এসেছে ১ম অধ্যায়ে। প্রটেস্ট্যান্ট ও ইহুদিদের ভাতৃত্বে গঠিত রেনেসাঁ কিভাবে ক্যাথলিক ইউরোপকে মানবধর্মের দিকে ধাবিত করেছে তা উঠে এসেছে পরবর্তী অধ্যায়ে। হিস্ট্রি অব ইংলিশ লিটারেচারের বদৌলতে এতেটুকু আমার জানা ছিলো। এর পরবর্তী অংশ, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডারের সিংগভাগেই শুন্য জ্ঞান ছিলো আমার। ইতিহাস সংক্রান্ত আমার পঠিত বইগুলোর সাথে এই বইটিট মূল তফাৎ ছিলো ফরাসি বিপ্লবের পরবর্তী অবস্থা বর্ণনায়। আমার পঠিত লস্ট ইসলামিক হিস্ট্রি এবং ডেজটিনি ডিজরাপ্টেড বইগুলোতে তৎকালীন মুসলিম উম্মাহর অবস্থা বর্ণনায় বেশি অংশ ব্যয় করেছে। যেখানে এই বইটি, মূল বিষয়বস্তুর সাথে সৎ থেকে, ক্ষমতা রদবদলের কৌশল বেশি বর্ণনা করেছে। মুসলিম উম্মাহর গাদ্দারদের সাথেও সময়ে সময়ে পরিচয় করিয়ে দিয়েছে। আলাদা করে বলতে চাইলে, গ্রেট গেইম (মুসলিম উম্মাহর পতন) অধ্যায়টি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রতিটি পাতা উল্টোনোর সাথে হৃৎকম্পন যেনো অস্বাভাবিক হারে বাড়ছিলো। লেখক হেদায়েতুল্লাহ মেহমান্দ তার দৃষ্টিভঙ্গি থেকে উসমানি সাম্রাজ্যের পতনের কারন বিচক্ষণতার সাথে তুলে ধরেছেন। ৩২০ পৃষ্ঠার মাঝে পুরো ইতিহাস বিস্তারিত বর্ণনা করা অসম্ভব। তা সত্বেও যেভাবে লেখক ও অনুবাদ পাঠকের নিকট যেভাবে উপস্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়। মন্দ দিকের কথা উল্লেখ করলে এতটুকু বলা যাবে যে, যারা আমার মতন ইতিহাস সংক্রান্ত বইয়ে নতুন, তাদের জন্য কথাগুলো বোঝা একটু কষ্ট হবে। ভাষাগত দিক থেকে বইটির নাম ও টার্মগুলো পড়া কঠিন মনে হতে পারে। ইতিহাস সম্বন্ধে জানতে চাইলে এই বই অবশ্যই আপনার তালিকায় রাখবেন তবে শুরু এই বই থেকে না করলেই ভালো। বইটিতে লেখক পশ্চিমা সমাজের শিক্ষা সামরিক, কূটনীতিক অগ্রসরতার কৌশল ফুটিয়ে তুলেছেন ইতিহাসের আয়নায়। শুধু তাই নয়, সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি, বাতলে দিয়েছেন নিউ ওয়ার্ল্ড অর্ডারের শেকল থেকে মুক্ত থাকার উপায়। তাই, মানুষের তৈরি খাঁচা থেকে মুক্তি পেতে চাইলে তুলে নিন ইতিহাসের এই আয়নাটিকে।
Was this review helpful to you?
or
আফসানা আক্তার মীম বইয়ের নামঃ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা পোস্ট-১৫ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #Rokomari_Book_Club_Review_Competition ❝ইতিহাস তুমি করেছো মোরে মহান, রেখে গেছো অতীত, দিয়ে গেছো শিক্ষা, তোমায় নিয়ে হবে জয় আজ বর্তমান ইসলামিক বিশ্বব্যবস্থা❞ পাঠপ্রতিক্রিয়াঃ ➖➖➖➖➖➖➖ ইতিহাসের দুটি ধারা আছে। একটি হলো- বিজয় ও উন্নতির ইতিহাস। আরেকটি হলো- পরাজয় ও অধঃপতনের ইতিহাস। বর্তমান সময়ের মুসলিমরা সার্বিকভাবেই ইতিহাসবিমুখ এক জাতিতে পরিণত হতে চলেছে। বর্তমান বিশ্বব্যবস্থাকে চিনতে না পারার কারণে- বিশাল সাগরের মাঝে চালকহীন দিশেহারা জাহাজের অবস্থা যেমন মুসলিম জাতির অবস্থাও আজ তেমন। কুফফারশক্তি বিশেষ করে পশ্চিমাদের ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপ্রত্তি এত ব্যাপক যে, মুসলিম জাতির সোনালি অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে৷ এজন্য প্রতিটি মুসলিমের জন্য অধঃপতনের ইতিহাস জানা অতীব জরুরি। বিষয়বস্তুঃ ➖➖➖➖ এটি একটি ইসলাম ও সমকালীন প্রশ্নমূলক বই। ট্রাজেডি ইতিহাস পড়ে বলা যায় বইটি ইহুদি, খ্রিস্টান,শাসক শোষণ নিপীড়িত জাতি (গ্লোবাল জিহাদ) এবং সেকুলারদের বিশ্বাস ও চিন্তাধারাগুলোকে অনেক সহজভাবে উপস্থাপন করেছেন। এমনকি কলমের পিনের শক্তিতে জবাবও তুলে ধরেছেন। সূচিপত্রে চোখ পড়তেই দেখা গেলো দৃষ্টিকাড়া 'চারটি' অধ্যায়-- ✍️খ্রিষ্টপূর্ব তিনশ সালে গ্রিক দর্শনের উৎপত্তি; ✍️ঈসা (আ) কে হত্যার ষড়যন্ত্র ও আসমানে উঠিয়ে নেওয়া; ✍️উসমান (আ) এর শাহাদাত ✍️ফরাসি বিপ্লব( নিউ ওয়ার্ল্ড) বইটির সাজসজ্জাঃ ➖➖➖➖➖➖➖➖ ❝ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা❞ বইটিকে দুইটি খন্ডে বিভক্ত করা হয়েছে- ১। ওল্ড ওয়ার্ল্ড ২। নিউ ওয়ার্ল্ড দুটি খন্ডে রয়েছে চারটি অধ্যায়ের ইতিহাসের গল্পগুলো। বইটির গুরুত্বঃ (জানতে হলে পড়তে হবে) ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ জ্ঞানপিপাসুদের হতাশ হবার কিছু নেই। আমাদের চারপাশের বিশ্বব্যবস্থাকে একটি আয়নার সামনে রাখতে হবে।ইতিহাসের আয়নায় অতীত থেকে এর বর্তমানের দিকে পথচলাকে দেখতে হবে৷ এই যাত্রা হবে ওল্ড থেকে নিউ ওয়ার্ল্ড। কী ছিল ইহুদি, খ্রিস্টান জাতির ইতিহাস, কীভাবে বিশ্ব আজ তাদের হাতের মুঠোয় এসেছে, কীভাবে ইসলামের সোনালী ইতিহাস ও খিলাফত নিশ্চিহ্ন হয়ে গেছে,কীভাবে সামরিক কৌশলে পশ্চিমারা অগ্রসর হচ্ছে? এই প্রতিটি বিষয়েরই রয়েছে স্বতন্ত্র ইতিহাস যা 'ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা' বইটিতে উল্লেখযোগ্য।আর ইতিহাস পাঠের মূলমন্ত্র হলো অতীতের ভুলগুলো সংশোধন করে বর্তমানকে নতুন ও সুন্দরভাবে বরণ করে নেওয়া। তাই, ইতিহাস পাঠের গুরুত্ব অপরিসীম। ভালোলাগাঃ ➖➖➖➖➖ বর্তমান বিশ্বব্যবস্থাকে সামগ্রিক ভাবে বিশ্লেষণ করে মুসলিম উম্মাহর কাছে স্বচ্ছ আয়নার মতো করে উপস্থাপন করার এক সুন্দর প্রয়াস হলো এই কিতাবটি। লেখক তাঁর সুনিপুণতার সাথে ইহুদি জাতির সূচনা থেকে বর্তমান বিশ্বব্যবস্থার পুরো ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন একই মলাটে। দেশের মুসলিম উম্মাহর জন্য অনুবাদক সহজ সাবলীলভাবে পাঠকদের জন্য হাদিয়াস্বরুপ নিয়ে এসেছেন। মা শা আল্লাহ প্রচ্ছদ নজরকাড়া। সব মিলিয়ে বইটি মাস্টারপিস একটি বই। আমি মনে করি মুসলিম উম্মাহর সোনালী অতীত জানতে হলে বইটি সবার পড়া উচিত। পাঠকদের মনের খোরাক মিটবে। ইন শা আল্লাহ ❝বইয়ের কথা এভাবে ছড়িয়ে পড়ুক পৃথিবী বইয়ের হোক রকমারি থেকে বই ক্রয় করুন❞ বই পরিচিতিঃ ➖➖➖➖➖ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা লেখকঃ হেদায়েতুল্লাহ মেহমান্দ অনুবাদঃ ইফতেখার সিফাত প্রকাশনিঃ রুহামা পাবলিকেশন ব্যক্তিগত রেটিংঃ ৪.৮/৫ মূদ্রিত মূল্যঃ ৪২৭৳ পৃষ্ঠা সংখ্যাঃ ৩২০
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। মাষ্টারপিস একটি বই আসতে চলছে। প্রি অর্ডার করেই ফেললাম। আলহামদুলিল্লাহ।💚💚💚💚💚
Was this review helpful to you?
or
মাস্টারপিস একটা বই, না পড়লে শুধুই আফসোস করবেন। আশাকরি বইটি পড়বেন, এবং পড়ার পর আপনার চিন্তাভাবনা বদলে যাবে।




