User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By far****com

      24 Dec 2025 06:47 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ আবেগময়ী লেখা, চোখের পানি ধরে রাখতে পারিনি।

      By Saima Hasan

      08 May 2025 12:00 AM

      Was this review helpful to you?

      or

      এক নিঃশ্বাসে পড়ে ফেললাম উস্তাযার আল্লাহর ঘরে সফরের গল্প। প্রথম বার বাইতুল্লাহ দেখার অনুভূতি আর উহুদের ময়দানে অনুভূতি পড়ে অনেক কান্না করেছি।বেস্ট পার্ট হচ্ছে - বইয়ের শেষে মহিলাদের হজ্বের নিয়ম কানুন। এতো সুন্দর করে পুরো হজ্বের সব কিছু ফুটিয়ে তোলার জন্য লেখিকাকে অনেক ধন্যবাদ।

      By rez****com

      11 Apr 2025 04:20 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটি সকল মুসলমানের জন্য, বিশেষ করে যারা হজে যোগ দিতে চান, তাদের জন্য অত্যন্ত সহায়ক।

      By Tarbiyat Islamic

      23 Mar 2025 12:53 AM

      Was this review helpful to you?

      or

      হজ্ব উমরাহর উপর বেস্ট অফ বেস্ট একটা বই!!

      By Marjana Chowdhury

      07 Feb 2025 02:29 PM

      Was this review helpful to you?

      or

      বইটি অনেক উপকারি আলহামদুলিল্লাহ। আমি সফরে বইটি সাথে রেখেছিলাম। নিয়ম কানুন আছে আবার লেখিকার নিজস্ব অভিজ্ঞতাও আছে

      By Mohammad Sanaullah

      06 Aug 2023 08:27 PM

      Was this review helpful to you?

      or

      বাইতুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা—একটি ভ্রমণ বৃত্তান্তের আবেগোপাখ্যান। হৃদয়ের তুলিতে আঁকা স্মৃতিস্মারক। . . ◈ আভাষ : মানুষ তার সবচেয়ে প্রিয় স্বপ্নটি—হৃদয়ে লালন করে একান্ত সংগোপনে। স্বপ্নডানায় ভেসে ভেসে রোজ রোজ চেষ্টা করে—সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। তেমনি একজন স্বপ্নচারিণী উস্তাযা উম্মে সায়েমা তাযকিয়া। যার আরাধ্য স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছিল—সুবর্ণরাঙা মরুবালুকার দেশে। আল্লাহর অফুরান রহমতের ফল্গুধারায় সিক্ত লেখিকা পদস্পর্শ রেখেছেন পবিত্র ভূমি মক্কা-মদিনায়। স্মৃতিময় সফরের মুহূর্তগুলোকে তিনি ফ্রেমবন্দি করেছেন—‘বাইতুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা’ শিরোনামে। মোহমুগ্ধ করা বর্ণনার ভাঁজে ভাঁজে—অপূর্ব শব্দের কারুকাজে মেলে ধরেছেন—নিজের বাঁধভাঙা আবেগ-উচ্ছ্বাস ও অনুভূতি। ◈ মলাটের ভাঁজে : আলোচ্য গ্রন্থটিতে লেখিকা তাঁর উমরা সফরের আনন্দ-বেদনামাখা অনুভূতিময় স্মৃতিগুলোকে অশ্রুবিন্দু দিয়ে সাজিয়ে গড়ে তুলেছেন মহাসিন্ধু। লেখিকা তাঁর নানাজানের মুখনিঃসৃত—হজ পালনের সুখস্মৃতি শোনার পর থেকেই—নিজে একবার বাইতুল্লাহ তাওয়াফ করবেন বলে মনস্থির করেন। সেলক্ষ্যে দশম-শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই অল্প অল্প করে টাকা জমাতে শুরু করেন। কিন্তু বৈচিত্র্যময় জীবনের বহুরূপী ছকে বাঁধাপরে বার বার আশাহত হতে হয় তাকে। দিন দিন বেড়েই চলে নিঃশব্দ অপেক্ষা। অবশেষে একদিন সমস্ত ইচ্ছেরা যেন স্বপ্নপূরণের বার্তা নিয়ে হাজির হলো তাঁর অলিন্দে। সুপরিচিত একটি হজ কাফেলার মাধ্যমে অতি সহজেই হয়ে যায় সফরে যাওয়ার বন্দোবস্ত। দুই কন্যা সন্তানের জননীর সুদীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটে এক প্রশান্তিকর ভ্রমণের মাধ্যমে। মন ভরে পবিত্র কাবা, মিনা, মুযদালিফা, আরাফা ও তায়িফের মনোরম সৌন্দর্যের অপরূপ শোভা অবলোকন করেন। খেজুর গাছে ঘেরা স্মৃতির শহর—মদিনার মুবারক স্থানসমূহের মায়াভরা দৃশ্যপটও বাদ যায়নি। ২৬৪ পৃষ্ঠায় সজ্জিত বইটিকে নিছক একটি সফরনামাতেই সীমাবদ্ধ রাখা হয়নি। সফরের স্মৃতিকথনের পর পাঠকদের সুবিধার্থে বিশুদ্ধভাবে হজ-উমরা করার নিয়ম উপস্থাপন করা হয়েছে। অতি প্রয়োজনীয় কিছু মাসআলা-মাসায়েল উল্লেখ করার পাশাপাশি কিছু নিষিদ্ধ কাজের কথাও বলা হয়েছে। যেগুলো থেকে সতর্ক থাকা জরুরি। এমনকি লেখিকা শিরক-বিদআতের বিষয়ে আলোচনা করতেও কোনো কার্পণ্য করেননি। ◈ পাঠ প্রতিক্রিয়া : বইটি পড়াকালীন সময়ে মনে হচ্ছিল লেখিকার কলমের ডগায় ভর করে—আমি নিজেই যেন বিচরণ করছি অসীম রহস্যঘেরা বিশাল মরুর বুকে। ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে লেখিকা বাইতুল্লাহ তাওয়াফ করছেন আর কলমের খোঁচায় বাড়িয়ে চলেছেন উষ্ণতা। পবিত্র ভূমির চোখধাঁধানো সৌন্দর্যের মনকাড়া বিবরণ দিচ্ছেন আর সময়ের ব্যবধান কমিয়ে চলে যাচ্ছেন ইতিহাসের পথ ধরে—সুদূর অতীতে। কখনো মক্কা নগরীর সৌন্দর্য শোভা উপভোগ করছেন আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, কখনো বা সবুজ শ্যামলে ঘেরা তায়িফের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের রক্তঝরা দিনের স্মৃতিচারণ করছেন। মদিনার নজরকাড়া আলোক-সৌন্দর্যে পুলকিত লেখিকা কখনো আবার গতিময় লেখনীর মায়াবী জাল বিছিয়ে শোনাচ্ছেন নবিজির হিজরতের ঘটনা। মসজিদে নববির শৈল্পিক সৌকর্যে বিমুগ্ধ হয়ে বলছেন বিলাল রাযিয়াল্লাহুর মনোমুগ্ধকর আজানের কাহিনী। দরদী ভাষায় জানিয়ে দিচ্ছেন প্রাণাধিক প্রিয় রাসুলুল্লাহর রওযা মুবারকের আদব-সম্মান রক্ষার গুরুত্ব। ক্ষুরধার লেখনীর জাদুময়তায় তন্ময় হয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যাচ্ছিলাম আর বিস্ময়াভিভূত হয়ে প্রিয় নবিজিকে গভীরভাবে অনুভব করছিলাম। উহুদ যুদ্ধের হৃদয়বিদারক আখ্যান আর খন্দক প্রান্তরের বুদ্ধিদীপ্ত রণকৌশলের বর্ণনা কি অসাধারণভাবেই না উঠে এসেছে বইটিতে। এককথায় ইতিহাস আর বর্তমান যেন মিলেমিশে একাকার। সাহিত্যমানের বিচারে উদীয়মান এই লেখিকার লেখনী সত্যিই ঈর্ষণীয়। চৌকশ সাহিত্যিকের মতো শব্দশৈলীর এক অনন্য দ্যোতনায় হৃদয়ে আঁচড় কেটেছেন। অনবদ্য কথার ঐশ্বর্য ঢেলে সাজিয়েছেন প্রতিটি লাইন। ◈ বইটি কেন পড়বেন : প্রত্যেক মুসলিমের জন্যই উমরা ও হজের গুরুত্ব, মাহাত্ম্য ও তাৎপর্য জানা খুবই জরুরি। এ বিষয়ে অগুনতি বই রচিত হলেও ‘বাইতুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা’—বইটি কিছুটা ব্যতিক্রম। ➤ একমলাটে হৃদয়ছোঁয়া ভ্রমণকাহিনীর পাশাপাশি উমরা ও হজের বিধিবিধান পাওয়া যাবে বইটিতে। লেখিকা যেহেতু সদ্যই সফর করে এসেছেন, সেক্ষেত্রে মক্কা-মদিনার বর্তমান পরিবেশ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ➤ আলোচনার সুবিধার্থে কোরআন-হাদিসের আলোকে উল্লেখযোগ্য জায়গাগুলোর ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হয়েছে। এরফলে হজ-উমরার নিয়ম পড়ার সময় বিষয়ের প্রাসঙ্গিকতা বুঝতে সহজ হবে। ➤ কিছু দলিল বিহীন কাজ যেমন—প্রথমবার কাবা দেখে দুআ করলে দুআ কবুল হয়, মসজিদে গামামাকে দুআ কবুলের স্থান মনে করা, তাওয়াফের সময় হাজিদের দলবদ্ধ দুআ, নারীদের ইহরামের জন্য সবুজ বা সাদা রঙের পোশাক বাধ্যতামূলক করে ফেলা ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয়েছে। ➤ আলোচনার প্রয়োজনে জানাযার সালাতের নিয়ম এবং বইয়ের শেষ অংশে অসংখ্য প্রয়োজনীয় দুআ উল্লেখ করা হয়েছে। ➤ নারীদের হজ-উমরার বিষয়ে স্বতন্ত্র অনুচ্ছেদে বিশদ আলোচনা করা হয়েছে। ফলে বইটি তাদের জন্য অবশ্যপাঠ্য। ◈ বিশেষ দৃষ্টিপাত : নান্দনিক প্রচ্ছদ, চমৎকার পৃষ্ঠাবিন্যাস ও মজবুত বাঁধনে গ্রন্থটিকে মলাটবন্দি করার জন্য সমকালীন প্রকাশন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে উন্নতমানের কাগজে ঝকঝকে ছাপা এই বইটি হার্ডকাভারে থাকলেই মনে হয় ভাল হতো। গ্রন্থটিতে লেখক পরিচিতি উল্লেখ নেই, এরকম মূল্যবান একটি বইয়ের লেখক সম্পর্কে পাঠকগণ খুব বেশি কিছু জানতে পারবেনা, এটা কিছুটা হতাশাজনক। ◈ সারকথা : বইয়ের পুরো লেখাটি লৌকিকতা মুক্ত। লেখিকা তাঁর নিজের ও পরিবার সম্পর্কে ঠিক ততটুকুই তথ্য দিয়েছেন, যতটুকু না দিলেই নয়। বরং ঘুরেফিরে একটা জায়গাতেই আবদ্ধ থাকতে চেয়েছেন তা হলো, সফরের অভিজ্ঞতাটুকু পাঠক সমীপে তুলে ধরে হজ-উমরার প্রতি আগ্রহী করে তুলা। দ্বিধাহীনচিত্তে বলা যায়, বাংলা ভ্রমণ-সাহিত্যে এক অনবদ্য সংযোজন ‘বাইতুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা’—বইটি একদিকে যেমন স্মৃতিবিধুর ভ্রমণোপাখ্যান অন্যদিকে হজ-উমরার গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বিশদভাবে তুলে ধরেছে। যা গ্রন্থটিকে বিশেষ আকর্ষণীয় ও স্বতন্ত্রভাবে বৈশিষ্ট্যমন্ডিত করেছে। রৌদ্রদগ্ধ মক্কা-মদিনার অলি-গলিতে হারিয়ে যেতে চাইলে পড়ে ফেলতে পারেন বইটি।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!