
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লেখক ইহুদি হওয়ার পরেও তার দৃষ্টি ভংগী কি করে এতটা পজিটিভ ইসলাম তথা মুহাম্মদ (সা) এর সম্পর্কে তা আমি এই বইটি পরে অবাক।
Was this review helpful to you?
or
অসাধারণ লেখনীর সাথে অনুবাদক এর নিখুঁত তদন্ত। সব মিলিয়ে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই এর অনুবাদ করা বই সব সময় অসাধারণ
Was this review helpful to you?
or
লেখক এক ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে মুহাম্মদ (সাঃ) কে মানুষ হিসেবে তুলে ধরেছেন। তিনি যে একজন মানুষ হয়ে আমাদের মাঝে জন্ম নিয়েছেন এবং তার পরিবেশ ও পরিস্থিতি তার সর্বোত্তম গুণাবলী অর্জনে সহায়তা করেছে সেটা বাস্তবিক দৃষ্টিকোণ দিয়ে ফুটিয়ে তুলেছেন। বইটি লেখার ভাবধারা এবং বাচনভঙ্গি খুবই অসাধারণ। তাছাড়া অনুবাদকও বাংলা শব্দাবলী চয়ন এবং মূল লেখকের ভাবধারা ধরে রাখতে অসাধারণ কাজ করেছেন।
Was this review helpful to you?
or
বইটা ভালো।একজন ইয়াহুদী লেখিকার দৃষ্টিকোন থেকে আমাদের মহানবী সা: কে কিভাবে জেনেছেন সেইটা তুলে ধরেছেন ভালোভাবে।অনুবাদক লেখককে অনেক আগে থেকেই ফলো করতাম।উনার অনুবাদটাও প্রশংসনীয়।
Was this review helpful to you?
or
অবিশ্বাস্য অনুবাদ । অনুবাদের কারণে অবশ্য পাঠ্য একটি বই ।
Was this review helpful to you?
or
দারুণ একটা বই,Heavily recommended. মক্কার মুশরিকদের দৃষ্টিভঙ্গি থেকে রাসুল (স) কে দেখা কিংবা মুহাম্মদ (স) এর ইসলামের বাইরের জ্ঞান, কৌশল তাও আবার একজন ইহুদীর থেকে প্রশংসিত হতে দেখে আমি এক কথায় মুগ্ধ
Was this review helpful to you?
or
খুবই চমৎকার বইটি। আর অনুবাদকের সংযোজন বইটি আরো তথ্যবহুল করে তুলেছে। বইটি আমি অন্য একটি মার্কেটপ্লেস থেকে সংগ্রহ করেছিলাম।
Was this review helpful to you?
or
আমার মতে লেখিকা বাইরে থেকে যতই উদারতা দেখাক না কেন খুবই সূক্ষ্মভাবে ইসলামকে পশ্চিমারা যেভাবে দেখাতে চাই তার ছোট্ট একটি দৃষ্টান্ত আপনি এতে দেখতে পাবেন( তার জন্য তথ্য যতটা কাটছাঁট করা লাগে তা করেছে ) ।
Was this review helpful to you?
or
আমাদের এখনো সজাগ হওয়া উচিৎ। অন্য ধর্মের লোকেরা পর্যন্ত আমাদের নবী (স)এর নিয়ে কত কিছু যানে।আর আমরা তার উম্মত হয়ে ও আজ অজ্ঞ
Was this review helpful to you?
or
অসাধারণ! বইটা বলতে গেলে এক নিঃশ্বাসেই পড়ে শেষ করলাম। বইটিতে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এত সুন্দর করে লেখা হয়েছে মনে হল যেন আমার চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারছি সবকিছু। লেখিকা একজন ইহুদি হয়েও যতটুকু সুন্দর করে তার জীবনী তুলে ধরেছেন ব্যাপারটা সত্যিই চমৎকার। হয়তো বিধর্মী কেউ লিখেছেন বলেই বইটিতে ধর্মীয় ভাবগামভীর্যের চাইতে কাহিনীই বেশি গুরুত্ব পেয়েছে। অনুবাদকের অসাধারণ অনুবাদের কারণে মনে হয়েছে যেন প্রতিটি ঘটনা আমার সামনে ঘটছে। অনুবাদক জনাব আব্দুল্লাহ ইবনে মাহমুদ কে ধন্যবাদ দিতেই হয়। তিনি যেমন লেখিকার ভুলগুলো সাথে সাথে নোট আকারে প্রকাশ করেছেন তেমনি কাহিনীর প্রাঞ্জলতা ধরে রেখেছেন। পড়তে পড়তে মনে হচ্ছিল যেন একটি চমৎকার উপন্যাস পড়ছি। রাসূল (সাঃ) এর সিরাত এর আগে কখনো এত মন ছুঁয়ে যায়নি। একজন মানুষ হিসেবে রাসূল (সাঃ) এর চিন্তার ধরন, বিভিন্ন ঘটনা ঘটাকালীন উনার সে সময়কার মনোভাব কেমন হতে পারে, চৌদ্দশো বছর আগের পরিবেশ- রাজনীতি সব যেন অনুভব করেছি প্রতিটা পাতায় পাতায়। এই প্রথম এই ধরনের একটা বই পড়লাম যেখানে নবী মুহাম্মদ (সাঃ) এর চাইতে মানুষ মুহাম্মদ (সাঃ) কেই যেন ফিল করলাম। অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করা যাচ্ছেনা! আর এই বিষয়টাই বইটাকে অসাধারণ করে তুলেছে! অনুবাদক ও প্রকাশকের কাছে একটা অনুরোধ রইলো যাতে পরবর্তী সংস্করণে ফুট নোটে কোরআন শরীফের সূরা সুরাগুলোর ক্রমিক নম্বরের সাথে নামও অন্তর্ভুক্ত করা হয়। আল্লাহ তা'আলা আপনাদের মঙ্গল করুন।
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
চমৎকার বই, সাবলীল অনুবাদ। অনুবাদককে ধন্যবাদ এমন সুন্দরভাবে অনুবাদ করে বইটি আমাদের উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
অনেক ভালো বই। পড়েছি আর মক্কা, মদীনায় নবী(স:) এর জীবন চোখের সামনে ভাসছিল বলে মনে হয়েছে। অনুবাদক এর ব্যাখ্যা ছিল উপরি পাওনা। যা প্রকৃত তথ্য জানতে সহায়তা করেছে।
Was this review helpful to you?
or
I have read several books on the biography of the Messenger of Allah (ﷺ). But I enjoyed reading the book. I saw the entire life of Him (ﷺ) from a different perspective once again. Thanks to those who put a lot of effort behind this book. There were many mistakes of the author in there but brother Abdullah ibn Mahmud corrected them very nicely. That certainly deserves praise. His translation is very beautiful and fluent. I hope for more good books like this from him. May Allah reward him well.
Was this review helpful to you?
or
Nice product
Was this review helpful to you?
or
বইটা পড়ে খুবই ভালো লাগলো। অনুবাদক কে অসংখ্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
বইটি আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। তবে অপেক্ষাকৃত কম ধর্ম জানা লোকদের না পড়ার অনুরোধ থাকবে।
Was this review helpful to you?
or
Thanks for awsome writing!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
অসাধারণ বই, পড়তে পারেন। বোরিং লাগবে না।
Was this review helpful to you?
or
Good delivery
Was this review helpful to you?
or
অনেক ভালো
Was this review helpful to you?
or
দারুণ ইনফরমেটিভ বই। এখানে নবী মুহাম্মদ (সঃ)-এর জীবন চমৎকার দৃষ্টিভঙ্গিতে আলোচিত হয়েছে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে অনেক ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
best book 😍
Was this review helpful to you?
or
Very Good
Was this review helpful to you?
or
এত অসাধারণ বর্ণানা সত্যি বিমোহিত করছে, অনুবাদককে ধন্যবাদ
Was this review helpful to you?
or
অনবদ্য। খুবই ভালো লেগেছে। একজন ইহুদীর লিখায় ফুটে উঠেছে মহানবী (সাঃ) এর অসাধারণ জীবন কাহিনী। এই বইটাকে অন্যান্য সীরাত গ্রন্থের সাথে তুলনা না করে পড়ার জন্য অনুরোধ করছি। বিশেষ ধন্যবাদ অনুবাদক আবদুল্লাহ ইবনে মাহমুদ ভাইকে, লেখিকা যে জায়গায় সঠিক তথ্য দিতে পারেনি, সে জায়গাগুলো রেফারেন্সের মাধ্যমে সেই জায়গাগুলো শুধরে দেবার জন্য।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
আমার পড়া এখন পর্যন্ত সবচেয়ে ভালো অনুবাদ বই।
Was this review helpful to you?
or
They are so cordial and dutiful
Was this review helpful to you?
or
গুড
Was this review helpful to you?
or
খুবই ভালো
Was this review helpful to you?
or
পারফেক্ট অনুবাদ।
Was this review helpful to you?
or
The book was Excellent
Was this review helpful to you?
or
A different angle
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
very good translate
Was this review helpful to you?
or
Great Book
Was this review helpful to you?
or
সুন্দর বইটা!
Was this review helpful to you?
or
বইটি কেনা স্বার্থক।পরের বই "আফটার দ্য প্রফেট" এর অপেক্ষায় রইলাম।
Was this review helpful to you?
or
ওনেক ভালো বই।বিশেষ ধন্যবাদ অনুবাদককে
Was this review helpful to you?
or
আদি প্রকাশনীর এই বইটির বাইন্ডিং এবং প্রিন্ট যথেষ্ট ভাল। পড়ে রেখে দেয়ার মত একটি বই।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Ato shundor likhechen je akbar porte boshle utha jay na. Ami halfway te achi but shobai k recommend korbo porar jonne. Lekhika aikhane Rasulullah SAW er nobuwwat praptir ager story gula khub shundirbhabe uposthapon kora hoyeche.
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
awesome 👌
Was this review helpful to you?
or
Thinks
Was this review helpful to you?
or
প্রিয় ভাইজান আমার সালাম নেবেন, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন, আমি আপনার সমন্ধে জানতে পেরেছি বিগত কিছুদিন আগে বইপ্রেমিক মাসরুফ হোসেন ভাই এর প্রোফাইল থেকে, "দ্যা প্রফেট" নিয়ে ওনি রিভিউ দিচ্ছিলেন প্রথমে আমি ততোটাও আগ্রহ পাইনি কারণ চিরচেনা রীতি মনে করেছিলাম, সেই ছোটকালের প্রথম শ্রেণীর পাঠ্যবই থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের বই পর্যন্ত হযরত মুহাম্মদ (সঃ) কে একইভাবে উপস্থাপন করা হতো একরকম মুখস্থই হয়ে গিয়েছিলো, প্রাচ্য কিংবা প্রাশ্চাত্য পুরো বিশ্বজুড়ে যিনি সর্বকালের মহা মানব, ইসলামের কট্টর সমালোচকরা পর্যন্ত যেই ব্যক্তিকে শ্রেষ্ঠ মনে করে সেই মানবের ইতিহাস কি এতই ক্ষুদ্র! যাকে পাঠ্যবইয়ের এক পাতায় উপস্থাপন করা যায়! আমি আবার শব্দশৈলীর চিরায়িত ভক্ত, আপনারা বইয়ের প্রথম কয়েকলাইন পরে শেষবেলায় অর্ডার দিয়েই ফেললুম, বই হাতে পাওয়ার পর যখন খুলে বসলুম পরবর্তীতে আমি যেন কোন এক নতুন ঐতিহাসিক রাজ্যে হারিয়ে গিয়েছি, চিরচেনা সেই মহামানবকের জীবনীকে যেন নতুন আঙ্গিকে নিপুণ হস্তে সুক্ষ কারিগর দ্বারা সাজানো হয়েছে! কখনো অন্তরালে বিরহ,কখনে কৌতুহলের মায়াজালে আটকে চাচ্ছিলাম! মন যেন চাচ্ছিলো খুব করে এই পাতাগুলি যদি শেষ না হতো, ঠিক এমন কিছুর জন্যই অপেক্ষার প্রহর গুনছিলাম এতদিন, হা এমন ভাবেই তো পৃথিবী শ্রেষ্ঠ মানবকে পড়তে চেয়েছি, হিব্রু লেখিকার নিজ ভাষাকে আমি পড়িনি তবে আমার মাতৃভাষায় যখন এই জাদুকরী সৃষ্টি পড়েছি তখন বুঝেই নিয়েছি "আব্দুল্লাহ ইবনে মাহমুদ" সাধারনের মাঝেও অতি অসাধারণ। আমি তো এবার আপনার সৃষ্টি সব পুস্তক শেষ করবোই
Was this review helpful to you?
or
মহামানবদের জীবনী মানবীয় দৃষ্টিকোণ থেকে অবলোকন করা দুঃসাধ্য ব্যাপার। লেখিকা বইটিতে এই দুঃসাধ্য ব্যাপারটিকেই তার সাবলীল লেখনীতে সহজ করে তুলেছেন। মহানবী (সাঃ) এর জীবনের ঘটনাবলী উপস্থাপন করেছেন এক নিরপেক্ষ ইতিহাসবিদের ভূমিকায়। আরবের মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া, বেদুইন তাবুতে প্রকৃতির সাথে একাত্ন হয়ে কাটানো শৈশব, বাবা মা ও দাদাকে হারানো, বেদুইন জীবন থেকে মক্কায় প্রত্যাবর্তন, কৈশোর, মক্কার এক অসহায় অনাথ বালক থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প, তারপর বিয়ে অর্থাৎ নবুওয়াতের আগ পর্যন্ত তার জীবনের প্রতিটি অধ্যায় লেখিকা অসাধারণ মমতা দিয়ে মানবিক ভঙ্গিমায় বর্ননা করেছেন। নবুওয়াত লাভের পরের জীবনেও অব্যাহত ছিল সেই ধারাবাহিকতা। হেরা পর্বতের গুহায় প্রথম জিবরাঈল ফেরেশতার সাক্ষাৎ ও ওহিপ্রাপ্ত হওয়া, তারপর দুই বছরের অপেক্ষা, পুনরায় ওহিপ্রাপ্ত হওয়া ও কুরাইশদের মধ্যে প্রথম দাওয়াত দেওয়ার প্রচেষ্টা চালানো- এইসব ব্যাপার ধারাবাহিক ভাবে বর্ণনার পাশাপাশি ততকালীন মক্কার সমাজ-ব্যবস্থা, ধর্মীয় দর্শনের এক প্রানবন্ত বর্ননা ফুটে উঠেছে বইটিতে। এরপরের গল্পটা মোটামুটি সবারই জানা। মক্কার কুরাইশদের বিরোধিতা, মদীনায় হিজরত, তারপর মহানবীর নেতৃত্বে মদীনায় গড়ে ওঠা প্রথম ইসলামী রাষ্ট্র, অত:পর আল্লাহর প্রেরিত দ্বীনকে পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেয়ার সংগ্রাম- জিহাদ, সবশেষে জীবনের প্রান্তিক পর্যায়ে এসে জন্মভূমি মক্কাকে ইসলামের পতাকা তলে নিয়ে আসা। নবীজীর ওফাতের ঘটনার মধ্য দিয়ে শেষ হয় অসাধারণ এই বইটি। যেহেতু বইটি অনুবাদ গ্রন্থ, অনুবাদক কে নিয়ে একটু বলতেই হয়। যথারীতি অসাধারণ অনুবাদ করেছেন আবদুল্লাহ ইবনে মাহমুদ ভাই। বইটি পড়তে যেয়ে কখনো মনেই হয়নি কোন অনুবাদ গ্রন্থ পড়ছি। শুধু তাই না, বইয়ের পাতায় পাতায় যুক্ত ফুটনোট গুলো যথেষ্ট সহায়ক ও কার্যকরী। লেখিকা নিজে ঐতিহাসিক দৃষ্টকোন থেকে বইটি লিখেছেন কিন্তু বেশ কিছু জায়গায় ইসলামি আকিদাগত জায়গা থেকে সাংঘর্ষিক কিছু ব্যাপার উঠে এসেছে। সেই ব্যাপার গুলো অত্যন্ত সতর্কতার সাথে ফুটনোট এ ব্যাখ্যা করেছেন অনুবাদক। সব মিলিয়ে অবশ্যপাঠ্য একটি বই।
Was this review helpful to you?
or
এক নিমিষেই পড়ে শেষ করার মত একটা বই।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Easy to read, comprehensive and positive in judgment
Was this review helpful to you?
or
Its nice
Was this review helpful to you?
or
finished reading the book in one sitting.
Was this review helpful to you?
or
Satisfied😇
Was this review helpful to you?
or
chole
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
দারুণ!
Was this review helpful to you?
or
It was good to read
Was this review helpful to you?
or
গল্পটি এমন একজন মানুষের যিনি জন্মেছিলেন প্রায় দেড় হাজার বছর আগে, যিনি একজন নবী, আজও যার স্থান দেড়শো কোটি অনুসারীর অন্তরে। গল্পটি একজন সফল রাষ্ট্রনায়কের, যিনি বদলে দেন দুটি শহর, জন্মদেন একটি সম্রাজ্যের, একজন এতিম, যার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন তার পিতা। একজন স্বামী, একজন পিতা, যার জন্য শত্রুদের মুখেও ছিল প্রশংসা, যিনি পূর্ণতা দেন ইসলামের... মুহাম্মাদ (সা.) নামের সেই মানুষটির জীবনকাল ইতিহাসের কষ্টিপাথরে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। কিন্তু কেবল এই মুসলমানদের মাঝে ছাড়া তার শ্বাসরদ্ধকর নাটকীয় জীবনকাহিনী কোনো এক অদ্ভুত কারণে পুরো দুনিয়ার সিংহভাগ মানুষই জানে না, কোনোদিন হয়তো শোনেওনি। কীভাবে এতিম অনাথ মুহাম্মাদ (সা.) - শিশুকাল পেরিয়ে ক্ষমতাহীন এক ব্যবসায়ী থেকে ক্ষমতাবান এক শাসক বনে যান, স্বল্পখ্যাত থেকে খ্যাতির শীর্ষে ওঠে একে একে উঠে এসেছে সকল ঘটনাই। যে শিশু জানতো না কোনোদিনই ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার জীবনে, তিনি কীভাবে বদলে দিলেন পুরো পৃথিবীর মানচিত্র? কীভাবে এক বণিক পরবর্তীতে ন্যায়ের দিকপাল হয়ে প্রতিষ্ঠা করলেন সাংবিধানিক এক নগরী? মক্কাতাড়িত মরুচারী কী করে ফিরে এলেন মক্কার বিজেতা হয়ে? লেজলি হেইজেলটন মুহাম্মাদ (সা.) এর জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলোকে যেন জীবন্ত করে তুলে এনেছেন অক্ষরবন্দী করে। প্রাচীনতম সীরাত বইগুলোকে আশ্রয় করে সমসাময়িক ইতিহাসবিদদের বিশ্লেষণে তিনি তুলে এনেছেন দেড় হাজার বছর আগের হেজাজের মরুভূমিকে। চমৎকার গবেষণা আর অনুসন্ধান শেষে লেঞ্জলি হেইজেলটন লিখেন তার 'দ্য ফার্স্ট মুসলিম' বইটি, যেটি পড়লে মনেই হবে না আপনি কোনো জীবনীগ্রন্থ পড়ছেন, বরং মনে হতে পারে পড়ছেন শিহরণ জাগানো এক উত্থানের রোমাঞ্ছকর গল্প পড়ছেন।কিন্তু গল্পটি সত্যি! কখনো আদর্শবাদী কখনো বাস্তববাদী, কখনও দীন-প্রচারক, কখনও শাসক আর বিচারক, কখনও বা জড়িয়ে পড়ছেন যুদ্ধে আর কখনও অহিংসার আদর্শ কখন কী কারণে কবে কেমনটি হয়েছিলেন তিনি? বিশ্বনন্দিত 'দ্য ফার্স্ট মুনলিম' বইটির বাংলা রুপায়ণ 'দ্য প্রফেট' কেবল সেই মানুষটির জীবনকথাই নয়, বরং তাঁর চিরস্থায়ী এক কিংবদন্তির উপাখ্যান। কোটি কোটি মানুষের অন্তরে তিনি স্রষ্টা প্রেরিত শেষ নবী। ◑ পাঠ প্রতিক্রিয়া: যখন আদী প্রকাশনী থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে আমি বইটির প্রতি তেমন আগ্রহবোধ করিনি। কেননা আজ থেকে ৬-৭ বছর আগে আমার বই পড়ার হাতে খড়ি হয় যথাক্রমে ২৫ জন নবী ও রাসূলের জীবনী, হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.) এর জীবনী, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) ও চার খলীফার জীবনী, হযরত হাসান ও হোসাইন (রা.) এর জীবনী বইগুলো পড়ার মাধ্যমে। তাছাড়া বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে বিভিন্ন নবী-রাসূলের পাশাপাশি মহানবী (সা.) এর জীবনীর কিছু অংশ থাকত। সে যাই হোক, প্রথমে বইটির প্রতি আগ্রহী না থাকলেও পরবর্তীতে কি ভেবে যেনো বইটি নিয়ে নেই। পরে যখন পড়তে শুরু করলাম তখন ধীরে ধীরে লক্ষ্য করি, এই বইয়ের অধিকাংশ বিষয়ই জানি, কিন্তু সেগুলোই আবার নতুন ভাবে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে পারি। লেখিকা মুলত বইটি লিখেছিল পশ্চিমা পাঠকদের জন্য, যেখানে ইসলামোফোবিয়ার যুগে ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব নিয়ে দিনাতিপাত করছে অসংখ্য লোক। ইসলাম সম্পর্কে এবং নবী (সা.) সম্পর্কে বিরূপতা কাটিয়ে তোলার মনোভাব নিয়েই তার এই প্রচেষ্টা। এ বইতে সূত্র হিসেবে বেশি ব্যবহার করা হয়েছে তাবারি আর ইবনে ইসহাকের বই। লেখিকা প্রতিটি ঘটনা অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। বইটির একটি বিশেষ দিক হলো লেখিকা নিজে জন্মসূরে ইহুদি। বইটি পড়তে গিয়ে বেশিরভাগ মানুষের মনে হবে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর উম্মত হয়েও কি তাকে অতোটা ভালোবাসতে পেরেছি যতটা একজন ইহুদি হয়ে পেরেছেন? এই বিষয়টা পাঠককে অবশ্যই ভাবাবে বইটি পড়ার পরে। একজন ইহুদি হয়েও তিনি মহানবী (সা.) কে কতটা ভালোবেসেছেন? তাকে ভালোবেসে তাকে নিয়ে কত গবেষণা করেছেন? তার সম্পর্কে পশ্চিমাদের বিরূপতা কাটিয়ে তোলার জন্য আস্ত একটা বই লিখে ফেলেছেন... বইটি তে মহানবী (সা.) এর জন্ম পূর্ব কিছু ঘটনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রায় সকল ঘটনাই ধারাবাহিক ভাবে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আপনারা যদি এ সকল ঘটনা সম্পর্কে অবগত থাকেন তবুও নিশ্চিতভাবে বলতে পারি বইটি পড়তে আপনাদের একটুও এএকঘেয়েমি লাগবে না। মহানবী (সা.) মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ্ঠ নবী ও রাসূল হওয়ার পরেও তিনি একজন সাধারণ মানুষ যা আল কুরআনে সুস্পষ্ট ভাবে উল্লেখিত। তাই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র একজন নবী ও রাসুল হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবেও তার মনোভাব তুলে ধরার চেষ্টা করেছেন যা এই বইটিকে করে তুলেছে অনন্য। ◑ অনুবাদ: দ্য প্রফেট বইটি পড়ার মাধ্যমে আবদুল্লাহ ইবনে মাহমুদ এর অনুবাদের সাথে পরিচিত হয়েছি। বইটি পড়ে আসলে মনেই হয়নি যে কোনো অনুবাদ গ্রন্থ পড়ছি। একদম ঝরঝরে অনুবাদ। বইটা পড়ার সময় পাঠক বুঝতে পারবে অনুবাদের ক্ষেত্রে অনুবাদক যথেষ্ট পরিশ্রম করেছেন। লেখিকা কিছু জায়গায় তথ্যগত ভুল করেছেন। বইটির সাবলীল অনুবাদ করার চেষ্টার পাশাপাশি অনুবাদক সেই সব ভুল সংশোধন করে বইটিকে যথাসম্ভব নির্ভূল করার চেষ্টা করেছেন “অনুবাদকের সংযোজন” টীকার মাধ্যমে। ◑ বানান, প্রচ্ছদ, প্রোডাকশন ও অন্যান্য: বইয়ে বানান ভুল তেমন ছিল না। দুই একটা থাকলেও হয়তো আমার চোখ এড়িয়ে গিয়েছে। বইটার প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী আদনান আহমেদ রিজন। সবুজের মধ্যে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন মক্কাকে। এছাড়া বইটির প্রোডাকশন কোয়ালিটিও বেশ ভালো ছিল। তবে সবকিছু মিলিয়ে বইয়ের দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ◑ ব্যক্তিগত রেটিং: ৫/৫ ◑ বই পরিচিতি:▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ➠ বই: দ্য প্রফেট ➠ লেখক: লেজলি হেইজেলটন ➠ অনুবাদক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ ➠ জনরা: সীরাতে রাসূল ➠ প্রকাশনী:আদী প্রকাশন ➠ প্রচ্ছদশিল্পী: আদনান আহমেদ রিজন ➠ পৃষ্ঠা: ২৮৪ পৃষ্ঠা ➠ মুদ্রিত মূল্য: ৫৫০ টাকা ✍🏻 ৩১শে জুলাই, ২০২১
Was this review helpful to you?
or
গুড
Was this review helpful to you?
or
পড়েছি, অসাধারণ! লেখকের প্রতি কৃতজ্ঞতা
Was this review helpful to you?
or
Need this kind of material more and more...
Was this review helpful to you?
or
অসাধারণ মনোমুগ্ধকর
Was this review helpful to you?
or
অনুবাদ আরো ভালো হওয়া উচিত ছিল
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
good read
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
খুবই ভালো
Was this review helpful to you?
or
খুব ভালো একটা বই
Was this review helpful to you?
or
good 🙂🙂👍
Was this review helpful to you?
or
এনায়েত চৌধুরী ভাইয়ের রিভিউ দেখলাম, দেখে মনে হলো বইটা আমাকে পড়তেই হবে। যেমন চিন্তা তেমন কাজ। কিনে ফেললাম বইটি
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
ভালো লেগেছে
Was this review helpful to you?
or
Excellent, ভিন্ন চোখে, ভিন্ন আংগিকে
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
It was a great book
Was this review helpful to you?
or
This Book will make you cry. Paper quality is too good.
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
Very good book
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম। নবি সম্পর্কে অন্যভাবে জানতে বইটি আপনাকে সাহায্য করবে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। খুবই ভাল বই।
Was this review helpful to you?
or
bad
Was this review helpful to you?
or
Not good
Was this review helpful to you?
or
ভালো না
Was this review helpful to you?
or
Order korbo
Was this review helpful to you?
or
Price should be reasonable
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
মাস্টারপিস
Was this review helpful to you?
or
❤️
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারণ লেখনি
Was this review helpful to you?
or
😍
Was this review helpful to you?
or
one of the best book for know about hazrat Muhammad ( sm )...
Was this review helpful to you?
or
ভাল লাগার মত একটা বই।
Was this review helpful to you?
or
osadharon akti book.. sompurno venno dek tula dhora hoisa besso nobir jibone k.
Was this review helpful to you?
or
ভাল অনুবাদ। সহজ অনুবাদ বাংলাই একটু বিরল। এই বইটা অনুবাদের ক্ষেত্রে আদর্শ হয়ে থাকবে।
Was this review helpful to you?
or
Excellent Combination
Was this review helpful to you?
or
দ্য প্রফেট শেষ করলাম মাত্র। অনুবাদ নয়, রিসার্চ ওয়ার্কের জন্যে এটাকে আমি রি-কন্সট্রাকশনই বলবো। অসাধারণ কাজ। তবে এলিরিনের মতোই লেখনির মধ্যে কথ্য বাংলা আর চলিত বাংলার মিশ্রণ দেখা যায়। সময় পেলে কিছু জায়গা আমি মার্ক করে পাঠাবো। অনুবাদকের পরের প্রোজেক্ট আফটার প্রোফেট তথ্যের উৎস হওয়ার পাশাপাশি অনুবাদ সাহিত্য হিসেবেও বেশ উঁচু মানের কাজ হবে বলেই আশা করি। বেস্ট অফ লাক।
Was this review helpful to you?
or
আমার পড়া শ্রেষ্ঠ বই গুলোর মধ্যে একটা দ্যা প্রফেট।
Was this review helpful to you?
or
লেখক বেশ সুন্দর করে মহানবিকে তুলে ধরেছেন
Was this review helpful to you?
or
দ্য প্রফেট বইটির অনেক কিছুই আগে থেকেই জানা ছিল আর কিছু একটু ভিন্ন আঙ্গিকে জানা হল। অরিজিনাল যে লেখক তার কিছু ভুল ভ্রান্তিও অনুবাদক চেষ্টা করেছেন ঠিকঠাক করতে। অরিজিনাল লেখক যেহেতু খ্রিস্টান ছিলেন তাই ভুল ভ্রান্তি থাকাটাও কিছুটা স্বাভাবিকভাবে নেয়াই যায়। বইটি আমার কাছে খুব ভাল লেগেছে এখন অপেক্ষা করছি এই বইটির পরবর্তী বই আফটার দ্য প্রফেট বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
Very informative
Was this review helpful to you?
or
মাশাল্লাহ
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
বলার বাইরে একটা বই।।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ মনের মতো বই💗🌺
Was this review helpful to you?
or
একজন অমুসলিম মহিলা হয়েও লেখিকা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার যে অদম্য আগ্রহ থেকে “দ্য ফাস্র্ট মুসলিম” বইটি লিখেছেন, তা কিন্তু এ যুগের মুসলিম লেখকদের চিন্তার জগতে হয়তোবা আলোড়ন সৃষ্টি করতেও পারে। তবে আমাদের মত পাঠকদের হৃদয়কে এক অবর্ণনীয় অনুভূতিতে আপ্লুত করেছে। অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা লেখিকাকে এবং অনুবাদককে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
masallah
Was this review helpful to you?
or
Well translated.
Was this review helpful to you?
or
well
Was this review helpful to you?
or
Boitar nam to chilo the first muslim
Was this review helpful to you?
or
onk bhalo ekta boi
Was this review helpful to you?
or
Nice conversion from English to Bangla. Really fantastic and every one should read.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অনুবাদক ভাইয়ের সংযুক্ত তথ্যগুলো বুঝতে সাহায্য করেছে। মোটের ওপর সহজপাঠ্য এবং তথ্যবহুল একটি বই।
Was this review helpful to you?
or
overall good
Was this review helpful to you?
or
অসাধারণ একটি ভাই। সব তথ্য আমার আগে থেকেই জানা তবু অন্য রকম এক চিন্তা অনুভব।
Was this review helpful to you?
or
Masterpiece
Was this review helpful to you?
or
অনেক ভালো লাগলো বইটি পড়ে।
Was this review helpful to you?
or
অনু্বাদের ভাষা আর একটু সহজ হলে ভাল হত।
Was this review helpful to you?
or
রিভিউ লেখায় : কাজী হাসান জামিল 🔰বই পরিচিতি বইয়ের নাম : দ্য প্রফেট লেখকের নাম : লেজলি হেইজেলটন অনুবাদকের নাম : আব্দুল্লাহ ইবনে মাহমুদ ক্যাটাগরি : সীরাতে রাসূল প্রকাশনী : আদী প্রকাশন প্রচ্ছদ শিল্পী :আদনান আহমেদ রিজন পৃষ্ঠা : ২৮৪ পৃষ্ঠা মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা পার্সোনাল রেটিংস : ৪.৮/৫ 🔰কাহিনী সংক্ষেপঃ গল্পটি এমন একজন মানুষের- ✪যিনি জন্মেছিলেন প্রায় দেড় হাজার বছর আগে, ✪যিনি একজন নবী, আজও যার স্থান দেড়শো কোটি অনুসারীর অন্তরে, ✪একজন সফল রাষ্ট্রনায়ক,যিনি বদলে দেন দুটি শহর, জন্মদেন একটি সম্রাজ্যের, ✪একজন এতিম,যার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন তার পিতা, ✪একজন স্বামী, একজন পিতা,যার জন্য শত্রুদের মুখেও ছিল প্রশংসা,যিনি পূর্ণতা দেন ইসলামের, মুহাম্মাদ (সা) নামের সেই মানুষটির জীবনকাল ইতিহাসের কষ্টিপাথরে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। কিন্তু কেবল এই মুসলমানদের মাঝে ছাড়া তার শ্বাসরদ্ধকর নাটকীয় জীবনকাহিনী কোনো এক অদ্ভুত কারণে পুরো দুনিয়ার সিংহভাগ মানুষই জানে না, কোনোদিন হয়তো শোনেওনি।কীভাবে এতিম অনাথ মুহাম্মাদ (সা)- শিশুকাল পেরিয়ে ক্ষমতাহীন এক ব্যবসায়ী থেকে ক্ষমতাবান এক শাসক বনে যান, স্বল্পখ্যাত থেকে খ্যাতির শীর্ষে ওঠে একে একে উঠে এসেছে সকল ঘটনাই। যে শিশু জানতো না কোনোদিনই ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার জীবনে, তিনি কীভাবে বদলে দিলেন পুরো পৃথিবীর মানচিত্র? কীভাবে এক বণিক পরবর্তীতে ন্যায়ের দিকপাল হয়ে প্রতিষ্ঠা করলেন সাংবিধানিক এক নগরী? মক্কাতাড়িত মরুচারী কী করে ফিরে এলেন মক্কার বিজেতা হয়ে? লেজলি হেইজেলটন মুহাম্মাদ (সা) এর জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলোকে যেন জীবন্ত করে তুলে এনেছেন অক্ষরবন্দী করে। প্রাচীনতম সীরাত বইগুলোকে আশ্রয় করে সমসাময়িক ইতিহাসবিদদের বিশ্লেষণে তিনি তুলে এনেছেন দেড় হাজার বছর আগের হেজাজের মরুভূমিকে। চমৎকার গবেষণা আর অনুসন্ধান শেষে লেঞ্জলি হেইজেলটন লিখেন তার 'দ্য ফার্স্ট মুসলিম' বইটি, যেটি পড়লে মনেই হবে না আপনি কোনো জীবনীগ্রন্থ পড়ছেন, বরং মনে হতে পারে পড়ছেন শিহরণ জাগানো এক উত্থানের রোমাঞ্ছকর গল্প পড়ছেন।কিন্তু গল্পটি সত্যি! কখনো আদর্শবাদী কখনো বাস্তববাদী, কখনও দীন-প্রচারক, কখনও শাসক আর বিচারক, কখনও বা জড়িয়ে পড়ছেন যুদ্ধে আর কখনও অহিংসার আদর্শ কখন কী কারণে কবে কেমনটি হয়েছিলেন তিনি? বিশ্বনন্দিত 'দ্য ফার্স্ট মুনলিম' বইটির বাংলা রুপায়ণ 'দ্য প্রফেট' কেবল সেই মানুষটির জীবনকথাই নয়, বরং তাঁর চিরস্থায়ী এক কিংবদন্তির উপাখ্যান। কোটি কোটি মানুষের অন্তরে তিনি স্রষ্টা প্রেরিত শেষ নবী। 🔰পাঠ প্রতিক্রিয়াঃ সত্যি কথা বলতে,যখন আদী প্রকাশনী থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে আমি বইটির প্রতি মোটেও আগ্রহী ছিলাম না।কেননা আজ থেকে ৬-৭ বছর আগে আমার বই পড়ার হাতে খড়ি হয় যথাক্রমে ২৫ জন নবী ও রাসূলের জীবনী, হযরত আদম (আ) ও হযরত হাওয়া (আ) এর জীবনী, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) ও চার খলীফার জীবনী, হযরত হাসান ও হোসাইন (রা) এর জীবনী বইগুলো পড়ার মাধ্যমে।তাছাড়া বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে বিভিন্ন নবি রাসূলের পাশাপাশি মহানবী (সা) এর জীবনীর কিছু অংশ থাকত। তাই আমি এই বইটির প্রতি তেমন আগ্রহী ছিলাম না।সে যাই হোক,প্রথমে বইটির প্রতি আগ্রহী না থাকলেও পরবর্তীতে কি ভেবে যেনো কিনেই ফেললাম।বইটি যখন পড়তে শুরু করলাম তখন ধীরে ধীরে আমার ধারণা ভুল প্রমাণিত হতে লাগল।পড়তে পড়তে কিছু জিনিস নতুন জানতে পারলাম।যদিও এই বইয়ের অধিকাংশ বিষয়ই জানি,কিন্তু সেগুলোই আবার নতুন ভাবে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে পারলাম।বইটি আমাকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চুম্বকের মতো টেনে নিয়ে গিয়েছে।যখন বইটি পড়ে শেষ করলাম তখন আমি সত্যিই সন্তুষ্ট,মনে হলো যদি এই বইটা না পড়তাম তাহলে অনেক বড় কিছু মিস হয়ে যেত।লেখিকা বইটি তে মহানবী (সা) এর জন্ম পূর্ব কিছু ঘটনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রায় সকল ঘটনাই ধারাবাহিক ভাবে সুন্দর করে বর্ণনা করেছেন। আপনারা যদি এসকল ঘটনা সম্পর্কে অবগত থাকেন তবুও নিশ্চিতভাবে বলতে পারি বইটি পড়তে আপনাদের একটুও একঘেয়েমি লাগবে না।মহানবী (সা) মহান আল্লহ প্রেরিত সর্বশেষ্ঠ নবী ও রাসূল হওয়ার পরেও তিনি একজন সাধারণ মানুষ যা কুরআনে সুসপষ্ট ভাবে উল্লিখিত।তাই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু মাত্র একজন নবী ও রাসুল হিসেবে না ,একজন সাধারণ মানুষ হিসেবেও তার মনোভাব তুলে ধরার চেষ্টা করেছেন যা এই বইটিকে অনন্য করে তুলেছেন। 🔰লেখিকার লেখার মানঃ লেখিকা মুলত বইটি লিখেছিল পশ্চিমা পাঠকদের জন্য, যেখানে ইসলামোফোবিয়ার যুগে ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব নিয়ে দিনাতিপাত করছে অসংখ্য লোক। ইসলাম সম্পর্কে এবং নবী (সা) সম্পর্কে বিরূপতা কাটিয়ে তোলার মনোভাব নিয়েই তার এই প্রচেষ্টা।এ বইতে সূত্র হিসেবে বেশি ব্যবহার করা হয়েছে তাবারি আর ইবনে ইসহাকের বই।লেখিকা প্রতিটি ঘটনা অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।বইটির একটি বিশেষ দিক হলো লেখিকা নিজে জন্মসূরে ইহুদি।বইটি পড়তে গিয়ে বেশিরভাগ মানুষের মনে হবে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) এর উম্মত হয়েও কি তাকে অতোটা ভালোবাসতে পেরেছি যতটা একজন ইহুদি হয়ে পেরেছে?এই বিষয়টা পাঠককে অবশ্যই ভাবাবে বইটি পড়ার পরে।একজন ইহুদি হয়েও তিনি মহানবী (সা) কে কত টা ভালোবেসেছেন?তাকে ভালোবেসে তাকে নিয়ে কত গবেষণা করেছেন?তার সম্পর্কে পশ্চিমাদের বিরূপতা কাটিয়ে তোলার জন্য আস্ত একটা বই লিখে ফেলেছেন……… 🔰অনুবাদের মানঃ দ্য প্রফেট বইটি পড়ার মাধ্যমে আবদুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ার মৌলিক/অনুবাদ এই প্রথম পড়লাম।বইটি পড়লে আসলে মনেই হবে না আপনি কোনো অনুবাদ গ্রন্থ পড়ছেন।একদম ঝরঝরে অনুবাদ।পড়ার সময় যে কেউ বুঝতে পারবে অনুবাদের ক্ষেত্রে অনুবাদক যথেষ্ট পরিশ্রম করেছেন।লেখিকা ইহুদি হওয়ায় তিনি বেশ কিছু জায়গায় তথ্যগত ভূল করেছেন।তাই বইটির সাবলীল অনুবাদ করার চেষ্টার পাশাপাশি অনুবাদক বইটিকে যথাসম্ভব নির্ভূল করার চেষ্টা করেছেন “অনুবাদকের সংযোজন” এর মাধ্যমে। 🔰প্রোডাকশন কোয়ালিটিঃ ক্রিম কালার কাগজের প্রতি সবসময়ই আমি একটা আলাদা আকর্ষন অনুভব করি।আর আজ থেকে দেড় হাজার বছর আগের কোন কাহিনীর জন্য ক্রিম কালার কাগজ চমৎকার মানিয়েছে।বইটির বাইন্ডিং যথেষ্ট ভালো ছিল।বইটির এই সুন্দর প্রচ্ছদটি করেছেন বাংলাদেশের অন্যতম প্রচ্ছদশিল্পী আদনান আহমেদ রিজন ভাইয়া।হালকা সবুজ এর মধ্যে মক্কার একটি দৃশ্য,যা যে কেউকে আকর্ষিত করবে বইটির প্রতি।কিন্তু ২৮৪ পৃষ্ঠার একটি বইয়ের ক্ষেত্রে ৫৫০ টাকা মুদ্রিত মূল্য একটু বেশি।দাম ৪৫০ ৫০০ এর মাঝামাঝি থাকলে আমার মনে হয় ভালো হতো।অভারল বলতে গেলে সবদিক থেকে বইটি চমৎকার ছিল। 🔰ব্যক্তিগত মতামতঃ আমি বলব একজন মুসলিম হিসেবে বইটি সকলের পড়া উচিৎ।শুধুমাত্র মুসলিম না যেকোনো অমুসলিমও বইটি পড়তে পারবে,কেননা লেখিকা সেভাবেই বইটি লিখেছেন।আমার অনুরোধ ,দয়া করে বইটির কেউ পিডিএফ পড়া থেকে বিরত থাকুন।শুধুমাত্র এই বইটির না,যেকোনো বইয়ের পাইরেটেড পিডিএফ পড়া থেকে বিরত থাকুন।লেখক,অনুবাদক,প্রকাশকসহ প্রকাশনা শিল্পের সাথে জড়িত সকলের পরিশ্রমের মূল্য দিন। (বিঃদ্রঃ রিভিউটি অনেক বড় হয়ে গিয়েছে জানি।কিন্তু এতো বড় না লিখলে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারতাম না।হয়তো বানানগত অনেক ভূল হয়েছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)
Was this review helpful to you?
or
ধন্যবাদ। বইগুলো আমি পেয়েছি। আপনাদের টিমের জন্য শুভ কামনা।
Was this review helpful to you?
or
Good.
Was this review helpful to you?
or
বুক রিভিউ বই: দ্য প্রফেট লেখিকা: লেজলি হেইজেলটন অনুবাদক: আবদুল্লাহ ইবনে মাহমুদ জনরা: জীবনী বা (সিরাত) প্রকাশন : আদী প্রকাশন পৃষ্ঠা : ২৮৪ মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা এডভেঞ্চার আমরা কে না ভালোবাসি! তাই না? কেমন হয় বলুন তো যদি এডভেঞ্চারটা হয় সপ্তম শতকের হেজাজের মরুভূমির উদ্দেশ্যে। চলুন না একটু ঘুরে আসি সপ্তম শতকের হেজাজের অঞ্চল থেকে। দেখে আসি এক সাধারণ মরু বালকের অসাধারণ হয়ে উঠার গল্প। চিনে আসি এক অপূর্ব চরিত্রের মানুষকে। হ্যা কথা বলছিলাম ইহুদী বংশোদ্ভূত এক লেখিকা 'লেজলি হেইজেলটন' এর লেখা বিশ্বনন্দিত বই 'দ্য ফার্স্ট মুসলিম' বইয়ের অনুবাদ 'দ্য প্রফেট' নিয়ে। দেরি না করে বইটি সংগ্রহ করে নিয়ে বসে পড়ুন। আর হারিয়ে যান হেজাজের মরুভূমিতে। তবে সিট বেল্ট বেধে নিয়েন। কারণ এক রোমাঞ্চকর অনূভুতি পেতে যাচ্ছেন আপনি। প্লট : এমন একজন মানুষের জীবনের গল্প নিয়ে লেখা, যিনি আমাদের সকলের আদর্শ। যিনি সাধারণ মরুশিশু থেকে হয়ে উঠেছিলেন একজন সফল ব্যবসায়ী। সেখান থেকে তিনি হলেন মুসলিম জাহানের শেষ নবী বা বার্তাবাহক। হলেন এক মহান নেতা। এক সফল রাজনীতিবিদ ও একজন সাহসী যোদ্ধা। মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে লেখা বইটা। ৬৩ বছরের এক অসম্ভব সুন্দর আর রীতিমতো এক রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে যেনো তার গল্প। তবে গল্পটা সত্যি। অন্য সমস্ত নাটকীয় বা অতিনাটকীয় গল্প যার কাছে হার মানতে বাধ্য। এমনই এক বিশেষ মানুষের গল্প। আসলে কেমন ছিলেন তিনি? কীরকম কষ্ট তিনি করেছেন? কীভাবে কাটিয়েছেন তার এই জীবনটাকে? জানতে চান আপনি? তাহলে বইটা আপনার জন্য। সংগ্রহ করে শুরু করুন আর মানুষটাকে অনুভব করুন। পাঠক অনূভুতি : উত্তেজনায় হোক বা যেভাবেই হোক কিছু বই পড়ার সময় আমাদের চোখে পানি আসে। আমার ও আসে। তবে সে পানিটা চোখেই থেকে যায় বা গালে আসার আগে শুকিয়ে যায়। আজ যখন বইটা পড়ার সময় চোখের পানি দাড়িতে অনুভূত হলো, তখন ভাবলাম এবইটা নিয়ে দুকলম না লেখলে যে অনেক বড় নেমকহারামি হবে। লেখিকা একজন ইহুদী হয়েও যে কি পরিমান ভালোবাসা আল্লাহর রাসুল (সা:) এর প্রতি দেখিয়েছেন আমি সত্যি অবাক হয়েছি। কখনো ভেবেছি আমিও কি রাসুল (সা:) কে এতোটা ভালোবাসতে পেরেছি? বইটা সময় নিয়ে অনুভব করে পড়েছি। কখনো লেখিকার সীমাহীন ভালোবাসা অনুভব করেছি বা কখনো আল্লাহর রাসুল (সা:) এর মাঝে হারিয়েছি। এক কথায় মাস্টারপিসও যদি বলা হয় সেটাও কম বইটির জন্য। আমি মাদরাসার ছাত্র হওয়ায় সিরাতে আমার যথেষ্ট দখল আছে। তবুও এবইটা থেকে এমন কিছু জেনেছি যা কোনোদিন জানি নি। এমন শিহরণ অনুভব করেছি যা কোনোদিন করি নি। অনুবাদকের আলোচনা : আবদুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ের অনুবাদ বা বই আমি এই প্রথম পড়লাম। একদম ঝরঝরে অনুবাদ যাকে বলে তেমনি লেগেছে। সরল অনুবাদ এতোটাই মুগ্ধ করেছে যে মাঝে মাঝে ভেবেছি যে লেখিকা কি বাংলায় লিখেছেন? পরে নিজেই ভেবেছি আরে এটা তো সম্ভব না। এককথায় দারুণ অনুবাদ ছিলো। তবে অনুবাদক সাহেব নিজেও যথেষ্ট গবেষণা করেছেন বইটার উপর। লেখিকা ইহুদী হওয়ায় কিছু যায়গায় তথ্যগত ভুল করেছেন আর করাটাই স্বাভাবিক। সে জায়গাগুলো অনুবাদক কোটেশন দিয়ে সঠিকটা লিখে দিয়েছেন। সেটার জন্য তাকে আলাদা একটা ক্রেডিট দেয়াই যায়। অনুবাদকের অনুবাদে আমি সত্যি মুগ্ধ। তার পরবর্তী অনুবাদ 'আফটার দ্য প্রফেট' এর অপেক্ষায় আছি। তার ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা রইলো। শেষকথা: বইটা যে কতোটা দারুণ সেটা বলে বোঝানোর যোগ্যতা আমার নেই। আরো যদি লিখতে যাই ছোটখাটো একটা বই হয়ে যাবে। তার চেয়ে বরং আপনারা পড়ুন, আর গল্পের মানুষটাকে নতুন ভাবে চিনুন। রেটিং : ১০/১০ ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Md Enayet Chowdhury এর Recommendation...
Was this review helpful to you?
or
বইটি অত্যন্ত চমৎকার এবং সবার জন্য অবশ্যপাঠ্য।অনুবাদক চমৎকার কাজ করেছেন
Was this review helpful to you?
or
Good book. You can buy
Was this review helpful to you?
or
Essential
Was this review helpful to you?
or
Excellent book
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
এনায়েত ভাইয়ের রিভিও দেইখা, পড়ার ইচ্ছে হইলো। অপেক্ষায় রইলাম
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অনেক ভালো বইটা।।।
Was this review helpful to you?
or
Khub sundor boi.
Was this review helpful to you?
or
এই বইটির নাম দ্যা ফার্ট মুসলিম, কিন্তু এর বাংলা করা হয়েছে "দ্যা প্রফেট" নামে। কারন হিসেবে বলা যেতে পারে বিখ্যাত দার্শনিক খালিল জিবরানের কালজয়ী বই আছে "দ্যা প্রফেট" নামে। আমি সেটা কিনতে গিয়ে এই বইটি নিয়েছি, এটা পুরোপুরি ভুল ভাবে গাইড করছে। আমার কাছে মনে হয় এটা ইন্টেনশনালি করা বিক্রির জন্য।আমি এটা নিয়ে কমপ্লেলেইন করলাম কিন্তু রকমারী কোন উদ্দোগ নিলেন না। বরং তাদের কাস্টোমার কেয়ার কথা বলার পর কেমন একটা উদাসীন ভাব দেখলাম।
Was this review helpful to you?
or
আবদুল্লাহ ইবনে মাহমুদ ভাইকে আলাদাভাবে ধন্যবাদ দিতে হয়।বইটি শুধু একজন ইহুদি লেখিকার কলমে নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জীবনী হয়েই থাকেনি,বরং তিনি যেসব ছোটখাটো ভুল করেছেন সেগুলোও ধরিয়ে দিয়েছেন অনুবাদক স্পষ্টভাবে।লেখনি গতিশীল ও মার্জিত।এককথায় চমৎকার বই।
Was this review helpful to you?
or
বইটি সবারই পড়া উচিত। সাধারণত আমরা মহানবী সাঃ সম্পর্কিত যেসব বই পড়ে থাকি, সেগুলো প্রায় সবই মহানবী সাঃ এর নবুয়্যত প্রাপ্তির পরের কাহিনীগুলোতে বেশি ফোকাস করে লেখা। নবুয়্যত এর আগের কথা, মহানবী সাঃ এর বাল্যকালের জীবন, তখনকার মক্কা ইত্যাদি কেমন ছিল, এসব বিষয়ে এই বইতে যথেষ্ট তথ্য ও সুন্দর সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। বইটি পড়ে মনে হয়েছে যেন আমাদের মহানবী সাঃ কে নতুন করে জানতে পারলাম।
Was this review helpful to you?
or
One of the best Sirah though not better than Ar Rahukul Makhtum. Thanks for rectification of Abdullah brother
Was this review helpful to you?
or
Onek Shundor chilo. ❤️
Was this review helpful to you?
or
সত্যি অসাধারণ একটি বই, লেখক মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী প্রতিটি অধ্যায়ে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । একজন অমুসলিম হিসেবে কিছু তথ্যের অসংলগ্নতা রয়েছে, সে গুলো অনুবাদক অনেক সুন্দর করে সামাধান করেছেন। লেখক এখানে নবীজী কে দেখেছেন সম্পূর্ণ নিরেপেক্ষ ভাবে, এখানে তিনি একজন মানুষ এবং একজন নবী দুইভাবেই নবীজী কে বুঝার চেষ্টা করেছেন। ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নবী হওয়ার পাশাপাশি মানুষ হিসেবে কেমন ছিলেন , রাষ্ট্র নায়ক হিবেবে কেমন ছিলেন, তখা সর্বপরী তিনি কেমন ছিলেন। সর্বশেষ এক কথায় বলা যায় বইটি অসাধারণ।
Was this review helpful to you?
or
বইটা নিয়ে এজন্যই বলতে চাই কারণ এর রাইটার একজন বিধর্মী। স্পষ্টতই বোঝা যায় উনি কতটা পড়াশুনা করে,গবেষণা করে তবে এ বই তিনি লিখতে বসেছেন! নবীজির জীবনী নিয়ে আরো অনেকের লেখা পড়েছি।কিন্তু এত চমৎকার বিশ্লেষণ ধর্মী লেখা আমার চোখে পড়েনি। কেন মক্কাবাসী নবীজিকে হিজরতে যেতে বাধ্য করেছিল, নবীজিকে না মানা এবং এর সাথে কোরাইশ নেতাদের কি স্বার্থ/ রাজনীতি জড়িয়ে ছিল লেখিকা তা সুন্দর করে বর্ণনা করেছেন। 'বদরের যুদ্ধ', 'উহুদের যুদ্ধ', 'হুদায়বিয়া সন্ধি'...কোন কিছুই বাদ যায়নি তার লেখায়। বাদ যায়নি নবীজির সাংসারিক জীবন।কেন তিনি ১১ জন স্ত্রী গ্রহণ করেছিলেন,এর সাথে ব্যক্তিগত অভিপ্রায় নাকি রাজনীতি এবং আল্লাহপাকের আদেশ জড়িয়ে ছিল সবই তিনি বিশদ ভাবে বর্ণনা করেছেন। লেজলি হেইজেলটন একজন ইহুদী হয়েও এত চমৎকার করে নবীজির বায়োগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছেন ভাবাই যায় না। তার সাথে সাথে অনুবাদক আবদুল্লাহ ইবনে মাহমুদের প্রশংসা আমাকে করতেই হবে। বইটা পড়ার সময় একবারের জন্যও মনে হয়নি আমি কোন অনুবাদ বই পড়ছি। খুব খুব খুব কম মানুষই সুন্দর করে অনুবাদ করতে জানে। শেষ করি এই বলে, বই গিফট করার তালিকায় 'দ্য প্রফেট' বইটা আজ থেকে থাকবে।যাদেরকে আমি বই গিফট করার কথা ভাবি,তাদের মধ্যে যারা ধর্মীয় ব্যাপারে আগ্রহ রাখেন তাদেরকে দেবার জন্য এই বই লিস্টের প্রথমে থাকবে।
Was this review helpful to you?
or
যার শাফায়াতে শেষ বিচারে জামিন পাওয়ার আশা করি, একবার হলেও তার জীবনীগ্রন্থ পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
মূল লেখিকা Lesley Hazletin! যিনি একইসাথে ব্রিটিশ-আমেরিকান দ্বৈত নাগরিক ও বংশগতভাবে ইহুদি! যিনি পেশা হিসেবে The New York, The Nation Harper’s ইত্যাদি ইত্যাদি পত্রিকা এবং পাবলিশিং হাউজে কাজ করেন। যদিওবা তিনি জন্মগতভাবে ইহুদী কিন্তু তিনি নিজেকে একইসাথে আ্যগনস্টিক অর্থাৎ সংশয়বাদী পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ সেই তিনি মহা-মানব হযরত মোহাম্মদ (সাঃ) এর সিরাত অর্থাৎ জীবনী এমনভাবে তুলে ধরেছেন যেটা পাঠকপ্রিয় যে কোনো মানুষকে ভাবিয়ে তুলবে! যেখানে আমরা জন্মসূত্রে মুসলিমরা ইসলাম ধর্মের অনেক বিষয় সম্পর্কেই অবগত নয় কিংবা দৈনন্দিন জীবনচারণে আবশ্যিক বিষয়গুলো এড়িয়ে চলি অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ কিংবা এ ধরনের বিষয়ও উনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি ইহুদি হওয়া সত্বেও মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি জোড়ালো সমর্থন এবং কিছুক্ষণ পর পর উনার প্রতি অগাধ বিশ্বাস সরূপ বিভিন্ন উক্তি করেন! কখনও বা সংশয়বাদী হিসেবে, আবার কখনও বা স্পষ্ট বিশ্বাসী হিসেবে তিনি তাঁর বিশ্বাসের তরজমা দিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি বিভিন্ন উক্তি করেন। যেমন, "এটা স্পষ্ট, মুহাম্মদ (সাঃ) সৃষ্টিকর্তার প্রেরিত প্রফেট, তিনি সত্য কথা বলেছেন এবং তার ওপর ঐশী বাণী (ওহী) এসেছিলো ইত্যাদি ইত্যাদি! ইহুদী ধর্মালম্বী হওয়া সত্বেও উনি যেভাবে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনচরিত্র পাঠকের সামনে তুলে ধরেছেন, সেটা রীতিমতো অবাক হওয়ার মতো। কারণ, ইসলাম ধর্মের সাথে ইহুদী ধর্মের সাপেনেউলে সম্পর্ক! কেউ কাউকে সহ্য করতে পারে না এবং চিরশত্রু মনেকরে। অথচ তিনি এ বইটিতে প্রতিনিয়ত একটা ম্যাসেজ দিয়ে যাচ্ছিলেন, "এটা প্রতীয়মান, বুঝা যায়, তিনি সত্য কথাই বলেছেন "...... আমি সাধারণত অনুবাদ বই পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি না এবং অনুবাদ পড়তে গেলে কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগে! অর্থাৎ কি যেন কি যেন মিসিং আছে ইত্যাদি ইত্যাদি। তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানতে পারি আব্দুল্লা ইবনে মাহমুদ ভাই বইটি অনুবাদ করেছেন এবং অনুবাদ অনেক ভালো হয়েছে। যদিওবা ইতিপূর্বে উনার মৌলিক কয়েকটি বই আমি পড়েছি এবং উনাকে ফেইসবুকে নিয়মিত ফলো করি! যাইহোক, যদি অনুবাদের কথা বলি, তাহলে একজন পাঠক হিসেবে অবশ্যই অবশ্যই বলবো, উনার অনুবাদটি যথেষ্ট ভালো হয়েছে। যেখানে অন্যান্যরা অনুবাদকরা গড়পড়তা এবং খামখেয়ালি মেজাজে বই অনুবাদ করে কেবলমাত্র নিজের পরিচিতির জন্য বাজারে অনুবাদকৃত বই প্রকাশ করে, সেখানে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই এখানে অনেক যত্ন এবং সময় নিয়ে বইটি অনুবাদ করে অতঃপর পাঠকের সামনে তুলে ধরেছেন। সত্যিই বইটি পড়ার সময় মনেহবে যেন আপনি অনুবাদ নয় বরং মৌলিক বই পড়তেছেন! বলাই বাহুল্য, আমি প্রথমে মূল বইটি অর্থাৎ লেখিকার লিখিত ইংরেজি বইটি প্রথমে পড়েছি। টু বি অনেস্ট, আরেকটি বিষয় না বললেই নয় এবং একজন পাঠক হিসেবে বলা নৈতিক দায়িত্ব বলে মনেকরি, আমাদের দেশে বেশীরভাগ অনুবাদকরা যেখানে মূল লেখকের অনুমতি ছাড়া বই অনুবাদ করে প্রকাশিত করে, সেখানে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই The First Muslim বইটির মূল লেখিকা Lesley Hazelton এর অনুমতিক্রমে অতঃপর বাংলায় দ্য প্রফেট হিসেবে বইটি আদী প্রকাশনী থেকে প্রকাশ করেন। সত্যিই আমি উনার সততা, নৈতিকতা এবং অনুবাদের সহজ ও সাবলিল ভাষায় মুগ্ধ। যদি অনুবাদ'কে সাহিত্য হিসেবে চিত্রায়িত করা হয় এবং বাংলাদেশে কয়েকজন সেরা অনুবাদক সাহিত্যিক নির্বাচন করা, তাহলে নিঃসন্দেহে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই তাদের মধ্যে একজন হবেন....... কেননা, মূল লেখিকা ইহুদী বংশোদ্ভূত হওয়ায় দরুন এবং উনার তথ্যের কিছুটা অসংগতি থাকার ফলশ্রুতিতে বইটির কিছু জায়গায় পাঠক মনে বিভ্রান্ত তৈরি হতে পারে। সেজন্য আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই অনেক যত্ন এবং সাবধানতার সাথে উনার অনুবাদকৃত #দ্য_প্রফেট বইটিতে বিভিন্ন টিকা ব্যবহার করেছেন। নিঃসন্দেহে যেটা সমসাময়িক অনুবাদৃত বইগুলোতে বিরল! যাইহোক, অনেক অনেক দুআ এবং শুভকামনা রইলো ভাইয়া! আশাকরি, সামনে আরও বেশি অনুবাদ এবং মৌলিক বই আমাদের উপহার দিবেন।
Was this review helpful to you?
or
Many unknown facts about Prophet S.W. The most important facts are the analysis of events in this book. I am sure, few Bangladeshi Muslims have thought in that way. Many thanks to the translator bhai. A must read for everyone....
Was this review helpful to you?
or
অসাধারণ একটি গ্রন্হ। ইসলামের চির শত্রুর কাছ থেকে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী একটি অপরুপ বণর্না
Was this review helpful to you?
or
চমৎকার বই। একজন ইহুদি লেখিকা মহানবী (সঃ) এর জীবনী নিয়ে এমন ইতিবাচক গবেষণা আমাকে অভিভূত করেছে। তার চেয়েও বেশি অভিভূত করেছে লেখিকার মানবিক দৃষ্টিকোণ থেকে সীরাতে রাসুল (সঃ) এর ইতিবাচক মূল্যায়ন। লেখিকা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সেই সাথে অনুবাদকের ফুটনোট বইটিকে আরো নির্ভুল করেছে।
Was this review helpful to you?
or
Excellent writing
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
চমৎকার একটা বই!
Was this review helpful to you?
or
Great book to learn about Prophet.(SL)
Was this review helpful to you?
or
You will find a new perception.It is a very good book.
Was this review helpful to you?
or
Highly recommended...
Was this review helpful to you?
or
খুব ভালো বই
Was this review helpful to you?
or
good book, excellent translation done by the author with added proper explanation that required to clear the misconception.
Was this review helpful to you?
or
Excellent!
Was this review helpful to you?
or
মহানবীর (স) এর সম্পর্কে ইহদির লেখা চমৎকার বই
Was this review helpful to you?
or
One Of The Best Books Ever. Greatest Book and A Masterpiece. Loved Thank you so much Brother for Translating.
Was this review helpful to you?
or
বই গুলো খুবই ভালো।
Was this review helpful to you?
or
আপনার অনুবাদ খুব সুন্দর হয়েছে, সাথে মূল লেখিকা যে ভূল করেছে এবং আপনার সংশোধন যে আপনার অনেক পরিশ্রমের ফসল।
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
সাবলীল ভাষার অনুবাদের ফলে বুঝতেই পারবেন না যে বইটি আসলেই অনুবাদ করা হয়েছে। অসাধারণ ব্যাক্তিত্ব নাবী মুহাম্মাদের জীবনী, তাও আবার একজন ইহুদির লেখা, সবচেয়ে বড় কথা বইটির মালিক একজন নারী। আবদুল্লাহ ইবন মাহমুদ ভাইকে ধন্যবাদ আমাদেরকে এমন একটি বই উপহার দেওয়ার জন্য। "নাবী মুহাম্মাদের পর" বইটির অনুবাদ পাওয়ার অপেক্ষায় আছি।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
মাশা আল্লাহ, খুবই চমৎকার বই, কিছু ভুল্ভ্রান্তি থাকা সত্ত্বেও রাসুল সাঃ সম্পর্কে একজন অমুসলিম লেখিকার চিন্তা সত্যি প্রশংসনীয়। বিশেষ ধন্যবাদ অনুবাদককে।
Was this review helpful to you?
or
আমি মহানবী (সা.) এর জীবনী সক্রান্ত কোনো বই আগে পড়িনি। এই বই টা পড়ছি। অর্ধেক এর বেশি পড়েছি। খুব ভালো লাগছে বই টা পড়ে। যত সামনে আগাচ্ছি আগ্রহ বাড়ছে। কেউ যদি সেই সময়কার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সেই সময়টাকে অনুভব করতে চায়; দ্যা প্রফেট বই টা তার জন্য একটা ভালো চয়েস। যারা মহানবী (সা.) কে নিয়ে ইন্টারেস্টেড তারা এই বইটা পড়তেই পারেন।
Was this review helpful to you?
or
জানার শেষ নেই
Was this review helpful to you?
or
mr abdullah very impressive work.. I have studided few jews version while i was at uni, i knew they would bring few topics in their saying but you have explained so carefully those section, your work is masterpiece..you have done this brilliant way, the last chapter brought tears to my eyes..i would say a must read...5/5
Was this review helpful to you?
or
খুবই ভাল লেগেছে। অনুরোধ আরো ভাল ভাল কিছু বই অনুবাদ করে আমাদের উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
ইসলামিক বই পড়া শুরু করেছি বেশিদিন না হলেও আরিফ আজাদের কয়েকটি বই পড়েছিলাম ওগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে দা প্রফেটের প্রতি আমার চোখ পড়ে, লেখক খুব সুন্দর এবং প্রাণবন্ত ভাবে বাংলাটাকে উপস্থাপন করেছেন এবং মূল লেখক লেজলি হেইজেলটনকেও ধন্যবাদ একজন ইহুদি হয়েও এত সুন্দর ভাবে আমাদের ইসলামের ব্যক্তিত্বহযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনীকে মানুষের সামনে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
Was this review helpful to you?
or
বইটি বর্তমান এ পড়ছি। খুব ভালো লেগেছে বইটা।
Was this review helpful to you?
or
বইঃ দ্য প্রফেট(দ্য ফার্স্ট মুসলিম) লেখকঃ লেজলি হেইজেলটন ভাষান্তরঃ Abdullah Ibn Mahmud একটা শহর। অজ্ঞানতায় ভরপুর একটা সমাজ। ঘুনেপচা সমাজব্যবস্থা। অন্ধকারে চারিদিকে ছেয়ে আছে। যেখানে ধর্মকে কেন্দ্র করে চলে ব্যবসা। "তাদের ঈমানই তাদের ব্যবসা, আর তাদের ব্যবসা তাদের ঈমানে।" এমন একটা সমাজে এমন একটা সময়ে যখন মূর্খতার তুঙ্গে তারা, সেসময়ে আবির্ভাব এমন এক মহামানবের যার প্রভাবে বদলে যেতে থাকে পুরো হেজাজের মরুভূমির চেহারা। বদলে যেতে থাকে এতদিন ধরে চলে আসা বাপ-দাদাদের রীতিনীতি। কি এমন ছিলো তাঁর মাঝে যার সম্মোহনী শক্তিতে শুধু মক্কা নয় বদলে যেতে থাকে পুরো বিশ্বের চেহারা? ১৪০০ বছর পরে এসেও ২০০ কোটি মানুষ এখনও তাঁকে মেনে চলে কোন গুণের কারণে? কি হয়েছিলো মক্কার সেসকল মানুষদের যারা তাঁকে নির্বাসিত হতে বাধ্য করেছিলো? কি চলছিলো তাদের মনে যখন তিনি বিজয়ীর বেশে নিজ শহরে প্রবেশ করে তাদের হাতের নাগালে পেয়ে গেলেন? মহানবী হযরত মুহম্মদ (সা)! এমন এক মানুষ যাকে নিয়ে এখন পর্যন্ত কোটি কোটি লাইন লিখা হয়েছে, কোটি কোটি মাুনষ যাকে অনুসরণ করছে। যার প্রতিটি কাজ কর্মই লিপিবদ্ধ হয়ে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবারই কম-বেশি জানা আছে তাঁর ব্যাপারে। বিভিন্ন সীরাহ, বই বা ওয়াজ-মাহফিল থেকে সবাই মোটামুটি জানি। আর এর সিংহভাগই এসেছে মুসলিমদের কাছ থেকে। তাদের কাছে থেকেই এসব জেনে অভ্যস্ত। কখনও জানা হয়নি ভিন্ন ধর্মের মানুষের কাছে কেমন ছিলেন তিনি? তাঁর অলৌকিক ঘটনাগুলোকে আমরা যেভাবে দেখি তারা আসলে কীভাবে দেখে? মহানবী (সা) ইহুদীদের সাথে যেরুপ আচরণ করেছিলে সেই ব্যবহার ইহুদীরা কীভাবে গ্রহণ করেছিলো? সেই বিষয়গুলাই তুলে এনেছেন লেজলি হেইজেলটন তার "দ্য ফার্স্ট মুসলিম" বইটিতে। লেজলি হেইজেলটন একজন প্রখ্যাত সাংবাদিক এবং ইহুদী বংশোদ্ভূত অজ্ঞেয়বাদী লেখিকা। তিনি তার "দ্য ফার্স্ট মুসলিম" বইতে মহানবী হজরত মুহাম্মদ (সা) এর চমকপ্রদ জীবনকথা তুলে ধরেছেন। লেখিকা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে ঘটনাগুলার বিশ্লেষণে গিয়েছেন। পশ্চিমারা বর্তমান সময় দিয়ে, তাদের নিজেদের সমাজব্যবস্থা দিয়ে তৎকালীন আরব সমাজব্যবস্থাকে বিচার করতে যায়। কিন্তু এটা নিতান্তই বোকামী। বর্তমান সময় দিয়ে, বর্তমান সময়ের লেন্স দিয়ে কখনই ১৪০০ বছর আগের সময়কে বিচার করা যায়না। বিচার করতে হয় সেসময়ের প্রেক্ষাপটে, সে স্থানের প্রেক্ষাপটে। সচারচর যেসব সীরাত গ্রন্থ পাওয়া যায় তাতে ঘটনাপ্রবাহগুলাকে বেশি তুলে ধরা হয়। সেসবের বেশিরভাগই থাকে ধর্মীয় প্রেক্ষাপটে। মানবিক দিক থেকে বা আর্থসামাজিক দিক, রাজনৈতিক দিক বা যুদ্ধের সময়কার সামাজিক বা মানসিক অবস্থা সেভাবে আসেনা বা আসলেও তার পরিমাণ নিতান্তই কম। মহানবী (সা) তো শুধু মুসলিদের জন্যই আদর্শ না। তিনি আদর্শ সকল মানবজাতির। তার গৃহীত সিদ্ধান্তগুলোকে লেখিকা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বের হয়ে মানবিক দিক থেকে ফুটিয়ে তুলেছেন। কেন তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তা ফুটিয়ে তুলেছেন লেখিকা। বর্তমান যুগের অনেকেই ধর্মীয় দিকটাকে অগ্রাহ্য করতে চায়। এই ধর্মীয় দিক অগ্রাহ্য করতে যেয়ে মুহাম্মদ (সা) এর মতো একজন ক্যারিশমাটিক মানুষকেও তারা অগ্রাহ্য করে ফেলে। কিন্তু তিনি যে একজন সফল ব্যবসায়ী ছিলেন, একজন সফল পিতা, স্বামী, একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সমরনায়ক, সংবিধান প্রণেতা, একজন আদর্শ মেন্টর, মজলুমের বন্ধু ছিলেন সেসব দিকটাকেও কখনও তুলে ধরা হয়না। অবহেলায় ফেলে দেয়া হয় তাঁর এসব অসাধারণ বৈশিষ্টগুলা। লেখিকা লেজলি হেইজেলটন সেসব বিষয়গুলাকেই ধর্মীয় দিকে না যেয়ে মানবিক দিক থেকে তুলে এনেছেন। এতদিন মুসলিমদের কাছে থেকে নবীজিকে চেনার পর যখন ইহুদি একজনের কাছে থেকে তার ব্যাপারে জানা যায়, তাদের চোখে প্রিয় নবীজির মহানুভবতা দেখা যায় তখন সেই বইতো আলাদা হবেই। তার এই বইয়ের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে মুহম্মদ(সা) এর বিভিন্ন ঘটনা সমসাময়িক ইতিহাসবিদদের বিশ্লেষণে এবং তাদের ধর্মগ্রন্থের বিশ্লেষণে তুলে এনেছেন। তার চমৎকার লেখা পড়ে মনে হয়না কোনো জীবনীগ্রন্থ পড়ছি। মনে হয়েছে একটা গল্প পড়ছি। কিন্তু গল্পটা সত্যি! ভাষান্তরঃ এবার আসি অনুবাদ প্রসঙ্গে। আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়া রোর বাংলার একজন জনপ্রিয় লেখক। "ইহুদী জাতির ইতিহাস" আর "অতিপ্রাকৃতের সন্ধানে" বই দুটি দিয়ে তার সাথে পরিচয়। তার অনুবাদ করা বইটি যখন বের হলো তখন স্বভাবতই অনেক আগ্রহ নিয়ে ছিলাম বইটির জন্য। বইটি যখন পড়তে শুরু করলাম তখন বারবার মন থেকে ভাইয়ের জন্য দুআ আসছিলো। কত যত্ন করে ভাষান্তর করেছেন। মূল লেখিকার বইটির নাম ছিলো "দ্য ফার্স্ট মুসলিম" যেটা আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ার অনুবাদ এসেছে "দ্য প্রফেট" হয়ে। লেখিকা জন্মসূত্রে ইহুদি হওয়ার কিছু কিছু বর্ণনাতে মিস্টেক করে ফেলছেন, অনেক জায়গায় তথ্যগত বিভ্রান্তিও ছিলো। কিন্তু সেসব বিষয়গুলাকে অনেক যত্নের সাথে সমাধান করে দিয়েছেন অনুবাদক। আবার অনেক জায়গায় কিছু কিছু টার্ম দুর্বোধ্য লেগেছে সেসবও তিনি টীকা আকারে বিশ্লেষণ করে দিয়েছেন। সবচেয়ে সুন্দর লেগেছে স্যাটানিক ভার্সেস নিয়ে তার করা আলোচনাটি। আরও খুঁটিনাটি বিষয় আছে যেসব অত্যন্ত সচেতনতার সাথে অনুবাদ করেছেন, টীকাটিপ্পনী যুক্ত করে দিয়েছেন। বোঝাই যাচ্ছে তিনি বইটির পেছনে যথেষ্ট গবেষণা করেছেন, অনেক সময় দিয়েছেন। বইটা সুপাঠ্য হয়েছে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ার অনবদ্য অনুবাদে। বিঃদ্রঃ বইটি পড়ে মজা পাওয়া যাবে যদি আগে কোনো সীরাত গ্রন্থ পড়া থাকে। ব্যাসিক কিছু জিনিস না জানা থাকলে অনেক কিছু দুর্বোধ্য লাগতে পারে। তাই বলবো পারলে একটা সীরাত গ্রন্থ কিনে মহান মানুষটিকে জানুন। পড়ুন তাঁকে নিয়ে।
Was this review helpful to you?
or
আফটার দ্যা প্রফেট বইয়ের অনুবাদের অপেক্ষায় রইলাম 💕
Was this review helpful to you?
or
অসাধারণ দক্ষতার সাথে রুপান্তর করেছেন! ধন্যবাদ আপনাকে :)
Was this review helpful to you?
or
অনুবাদক নিজেই বইটির ভূমিকাতে উল্লেখ করেছেন যে এটি প্রচলিত অর্থে সিরাত গ্রন্থ নয়। সুতরাং যদি কেউ মুহাম্মদ (সাঃ) সম্পর্কে একেবারে বেসিক ধারণা পোষণ করে থাকেন তবে তাদের জন্য বলব অন্যান্য সিরাত গ্রন্থ না পড়ে এই বইটি পড়া উচিত হবে না, কেননা লেখিকা নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে অত্যন্ত সুন্দর ভাবে সকল ঘটনা প্রবাহ উপস্থাপন করলেও পর্যাপ্ত রিসার্চ না করাতে অনেক ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন । যদিও অনুবাদক বিভ্রান্তি নিরসনের জন্য চমৎকারভাবে টিকা প্রদান করে মূল ঘটনাগুলো উল্লেখ করে দিয়েছেন। আপনি যদি পূর্বে সিরাতগ্রন্থ পড়ে থাকেন এবং বইটির সীমাবদ্ধতা গুলো বুঝতে পারেন তবে নিঃসন্দেহে বইটি আপনাকে আনন্দ দিবে। এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাসুলের জীবনী আপনাকে রোমাঞ্চিত করবে। আধ্যাত্মিকতাকে এক পাশে রেখে মানুষ মুহাম্মদ (সাঃ) কে ভিন্নভাবে দেখার সুযোগ পাবেন। তৎকালীন আরব সমাজের প্রকৃত অবস্থা সম্পর্কে আপনি নতুনভাবে জানতে পারবেন। সমসাময়িক পৃথিবীর অন্যান্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি সম্পর্কেও সম্যক ধারণা লাভ করবেন। অনুবাদক আব্দুল্লাহ ইবনে মাহমুদ সম্পর্কে কিছু না বললেই নয়! আমাদের দেশে অনুবাদগ্রন্থ গুলোর সিংহভাগই খাপছাড়া এবং ত্রুটি পূর্ণ হয়ে থাকে। এর প্রধান কারন অনুবাদকের দক্ষতার অভাব। এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাহমুদ সম্পূর্ণ ব্যাতিক্রম। সহজ ও সাবলীল অনুবাদ, শব্দ চয়নে বুদ্ধিমত্তার পরিচয় এবং সর্বোপরি ত্রুটিপূর্ণ তথ্য সংশোধনের মাধ্যমে অনুবাদক তাঁর অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। আমি বইটির লেখিকার অসাধারণ বর্ণনা এবং পর্যবেক্ষণ কে সাধুবাদ জানাই, কিন্তু পর্যাপ্ত অনুসন্ধানের অভাব এবং কিছু ক্ষেত্রে শুধুমাত্র নিজের ব্যাক্তিগত ধারনা উপস্থাপনের কারনে ৪ স্টার রেটিং প্রদান করলাম। তবে অনুবাদকের জন্য ৫ স্টার থাকবে! এবং পাঠকদের পক্ষ থেকে চাইব যে আব্দুল্লাহ ইবনে মাহমুদ আমাদেরকে আরও অনেক মৌলিক এবং অনুবাদগ্রন্থ উপহার দেন! শুভ কামনা থাকলো।
Was this review helpful to you?
or
#Book_Review_2 কল্পনা করুন তো, একজন ইহুদী বংশোদ্ভূত ব্যক্তি মুহাম্মাদ (ﷺ)-কে কিভাবে দেখবেন। স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখবার কথা নয়। তবে লেজলি হেইজেলটন ব্যতিক্রম। তার লেখায় উঠে এসেছে মুহাম্মাদ (ﷺ)-এর চমৎকার জীবনী। তিনি মুহাম্মাদ (ﷺ)-কে দেখেছেন মহানুভব একজন মানুষ হিসেবে। কি অবাক লাগছে, তাই না? আসলেই একজন ইহুদী বংশোদ্ভূত ব্যক্তির কাছ থেকে এমনটা পাওয়া কল্পনাতীত। লেজলি হেইজেলটন মানুষ হিসেবে মুহাম্মাদ (ﷺ)-কে বিচার করেছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। যা একজন ইহুদির কাছ থেকে আশা করা বেমানান বৈ কিছুই নয়। ইসলামের ইতিহাসে ইহুদী হত্যাকাণ্ড লেখিকা কিভাবে ভাবে নিয়েছেন- এটা খুবই আগ্রহ উদ্দীপক। এছাড়া বইটির চমক জাগানিয়া বৈশিষ্ট্য হলো- এর সাহিত্যিকতা। বইটি অনেকটা সাহিত্যিক ধাঁচের সিরাত। এটি আমার কাছে মনে হয়েছে। বিজ্ঞ পাঠক মাত্রই আমার সাথে একমত নাও হতে পারেন। অনেকগুলো ঘটনাতে লেখিকা কল্পনা করেছেন ঠিক ঐ মুহূর্তে মুহাম্মাদ (ﷺ) কী ভেবে থাকতে পারেন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, ঐ অবস্থায় মানুষের মানসিক অবস্থা কী হতে পারে। এ ব্যাপারগুলো অবশ্যই কোনো সীরাত গ্রন্থে থাকবে না, কারণ সীরাত গ্রন্থে ইতিহাস আর তথ্যের সম্মিলন হয়, মনোবিজ্ঞান নয়। কিন্তু লেজলি সেই ঘটনাগুলোর সময় চৌদ্দশ বছর আগে গিয়ে সে জায়গায় দাঁড়িয়ে এতিম অনাথ অবস্থা থেকে উঠে আসা একজন মানুষের মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে বুঝতে চেয়েছেন বিশ্বের দেড় বিলিয়ন লোকের আদর্শ মুহাম্মাদ (ﷺ)-কে। [অনুবাদকের আলোচনা থেকে কিঞ্চিৎ অংশ] বইটি সম্পর্কে ‘পাবলিশার্স উইকলি’ লিখেছেন, ❝পড়া শুরু করলে রাখবার উপায় নেই আর, চোখের সামনে যেন কল্পনা করা যায় কী হচ্ছে, এত মনোমুগ্ধকর বর্ণনা, ইসলামের মহান বার্তা আর তাঁর বার্তাবাহককে কাছ থেকে অনুভব করবার জন্য অমূল্য এক বই।❞ বইটি মোট তিন খণ্ড। যা একই সাথে প্রকাশিত। ১ম খণ্ড: এতিম বালক। ২য় খণ্ড: হিজরত। ৩য় খণ্ড: অধিনায়ক। ২১টি অধ্যায়ে বিভক্ত এবং এর অধীনে কিছু পরিচ্ছদ। তবে অধ্যায় ও পরিচ্ছদগুলো নামবিহীন। ❝বইটির চমকপ্রদ কিছু উক্তি❞ ⤵️⤵️ 1️⃣) মুহাম্মাদ (সা) এর পূর্ণাঙ্গ জীবনী যেন রূপকথাকেও হার মানায়, এতই চমকপ্রদ৷ ‘কিংবদন্তি' শব্দটি যদি কারও ক্ষেত্রে আক্ষরিক অর্থেই খাটে, তবে সেটি সেটি মুহাম্মাদ (ﷺ)-এর ক্ষেত্রেই। 2️⃣) আজকের দুনিয়ার চার দেয়ালে বন্দী কম্পিউটার স্ক্রিনে বসে থাকা বালকের চেয়ে চৌদ্দশ বছর আগে দামেস্কের বাজারে ঘুরে ঘুরে কোনো বালক ঢের বেশি কিছু শিখতে পারত। 3️⃣) বিজ্ঞান অবস্থাগুলো ব্যাখ্যা করতে পারে, কিন্তু অনুভূতিগুলো তুলে ধরতে পারে না। সীমাবদ্ধতা এখানেই। 4️⃣) মানবজাতি পরিবর্তন পছন্দ করে না। তখনও করেনি, আজও করে না। অন্তত একটা নির্দিষ্ট বয়সের পর করে না আর কী। 5️⃣) নিষিদ্ধের প্রতি তো লোকের চিরকালই তীব্র আকর্ষণ। নেতিবাচক প্রচারণাও আসলে ভালো প্রচারণা। 6️⃣) প্রত্যেকটি মানুষের হিজরতের (দেশত্যাগ) পেছনে এরকম একেকটি গগনবিদারী হাহাকার। 7️⃣) আয়িশা (রা) মুহাম্মাদ (ﷺ) এর প্রিয় স্ত্রী হতে পারেন, কিন্তু তিনি কোনোদিনই খাদিজা (রা)-এর পর্যায়ে যেতে পারেননি। ❝বই থেকে ব্যক্তিগত উপলব্ধি❞ জিহাদ শব্দের বিবর্তন নিয়ে লেখিকা ঈষৎ আলোচনা করেছেন। লেখিকা জিহাদ শব্দের সঠিক মর্মার্থ উদ্ধার করতে পারলেও আমরা মুসলিমরা জিহাদ নিয়ে এখনও বিভ্রান্তিতে নিপতিত। আমরা এখনও জিহাদের সঠিক সংগা জানতে পারিনি যা একজন ইহুদী পেরেছেন। পশ্চিমারা জিহাদের অর্থ করে থাকে ‘ধর্মযুদ্ধ’। যা আদতে সঠিক নয়। আমরা তাদেরই দেওয়া জিনিস গলাধঃকরণ করে থাকি। ❝সমালোচনা❞ সূচীপত্র যুক্ত করলে এবং সেই সাথে মূল বইয়ের মধ্যে অনুবাদকের সংযোজন না করে পাদটীকায় উল্লেখ করলে মানানসই হতো। ❝একনজরে বই❞ বই: দ্য প্রফেট মূল বই: দ্য ফার্স্ট মুসলিম লেখক: লেজলি হেইজেলটন অনুবাদক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ প্রকাশনী: আদী প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা: ২৮৪ প্রচ্ছদ মূল্য: ৫৫০
Was this review helpful to you?
or
বেশ অনেক মাস ধরেই দিনকাল আমার ভালো যাচ্ছে না, ইদানীং তো রাতে ঘুমাতেও পারি না, হাসপাতালে থাকা রাতগুলো অনেক দীর্ঘ লাগে, নানা অপ্রাপ্তির বেদনায় নিজেকে আরও একাকিনী নিঃসঙ্গ মনে হয়। নিজেকে ভালো রাখার জন্য যে কাজটা প্রথম করা শুরু করেছিলাম প্রতিদিনই কিছু বইয়ের পাতা পড়ার চেষ্টা, লেজলি হেইজেলটনের "দি ফার্স্ট মুসলিম" বইটার বাংলা রূপান্তর Abdullah Ibn Mahmud এর "দ্য প্রফেট" বইটা। এই বইটা পড়ে অভূতপূর্ব আনন্দ পেয়েছি। ব্যক্তি হিসেবে নবীজি হয়রত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন অমুসলিম লেখিকার চোখে কেমন লেগেছে, তার জীবনচারন নিয়ে সম্পুর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে একটা লেখা পড়ার সুযোগ হয়েছে। নবীজী(স) জীবনের ঘোর বিপদে তাঁর হতাশা, ভীতি, মানবিক যে দুশ্চিন্তা, দ্বিধা- এগুলো সব ফুটে উঠেছে বইটায়।দারুণ ব্যাপার হচ্ছে, নবীজী(স) এর সর্বজয়ী সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর হবার যাত্রায় তাঁর এই মানবিক দিকগুলো দেখলে একজন পাঠক হিসেবে আপনি আপ্লুত হবেন, ভাববেন- আহারে, কি ভয়ঙ্কর কষ্টই না হয়েছে! আমার আগে খাদিজা (রাঃ) সাথে নবীজি হয়রত মুহাম্মদ (সাঃ) সম্পর্ক নিয়ে জানার অনেক কমতি ছিলো, বইটা পড়ে, প্রথমেই এটাই মনে হয়েছে খাদিজা (রাঃ) , মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবনে এক এমন ধ্রুবতারা যিনি সকল বিপদেআপদে, সেই সময়ে তার পাশে থেকেছেন, ভরসা করেছেন। হেরা গুহায় নবুয়ত প্রাপ্তির পরে কিছুটা বিভ্রান্ত, কিছুটা দিশেহারা নবীজির কথা সর্বপ্রথম বিশ্বাস করেছেন, তাকে ভরসা দিয়েছেন খাদিজা (রাঃ)। খাদিজা (রাঃ) যে সম্মান, যে ভালোবাসা হয়রত মুহাম্মদ (সাঃ) কাছে থেকে পেয়েছেন, আমার পড়তে গিয়ে বারে বারেই মনে হয়েছে এর সহস্রভাগের একভাগ যদি আল্লাহ তায়ালা আমাকে দিতেন! থাক সে কথা ইনশাআল্লাহ একদিন ভালো সময় আসবে। যেই এ বইটা পড়ুক না কেন, যদি অন্তরে বিদ্বেষ বা ঘৃণা না নিয়ে পড়ে, পড়লে তার মনে হবে- What a great man he was! পরিশেষে, বইটির শেষ পরিচ্ছেদে নবীজীর(স) মৃত্যুর বর্ণনাটা সংযুক্ত করছি। একদম সহজ সরল, অনাড়ম্বর বর্ণনা, কিন্তু কি হাহাকারই না একজন মুসলিম অনুভব করবে এটুকু পড়লে! বিশ্বাসী-অবিশ্বাসী সবার জন্য বইটা হাইলি রেকমেন্ডেড!
Was this review helpful to you?
or
'রাতের আঁধারে পাহাড়ের ওপর লোকটি স্থির দাঁড়িয়ে আছে। দৃশ্যটা কেমন যেন অস্বাভাবিক। এখানে কাউকে তেমন একটা দেখাই যায় না, আর গেলেও এমনটা চুপচাপ, নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকতে তো নয়ই। অন্য কোনো সময় দেখলে অবশ্য ঘুণাক্ষরেও তাঁর ব্যাপারে কোনো অস্বাভাবিকতা আপনার চোখে পড়তো না। একদম জ্বলজ্যান্ত, হাস্যোজ্জ্বল, চমৎকার এক মানুষ। একদম গোড়ার দিককার বইগুলো আমাদের বলছে, তিনি আহামরি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, ছিলেন মাঝারি গড়নের; কালোও না, অতিরিক্ত ফর্সাও যনা, স্বাভাবিক ফর্সা যাকে বলে। একদম মোটাসোটা কেউ নন, আবার চিকনও বলা চলবে না। কিন্তু এতসব সাধারণ বর্ণনার বাইরে তাঁর ব্যাপারে অসাধারণ বর্ণনার খোঁজও পাওয়া যায়। সেগুলো পড়লে যে কারো আফসোস হবে, যদি দেখা পাওয়া যেত তাঁর!' মুহাম্মাদ (স) এর জীবনী তুলে ধরা বইটির শুরুটা হয়েছে এভাবে। লেজলি হেইজেলটনের "দ্য ফার্স্ট মুসলিম" বইয়ের ভাষান্তরিত "দ্য প্রফেট" বইটি এক কথায় অনবদ্য। এখানে লেখিকা শুধু মুহাম্মাদ (স) এর জীবনী নয় বরং তৎকালীন আরবের সামাজিক এবং অর্থনৈতিক দিকটিও তুলে ধরার চেষ্টা করেছেন। সঙ্গে ইহুদি এবং খ্রিষ্টান ধর্মের নানান রেফারেন্সও ছিল। মূল ঘটনার শুরু হয় মুহাম্মাদ (স) এর জন্মের আগে থেকে। তাঁর বহমান জীবন এবং সেই সাথে লেখকের বিশ্লেষণ বইটিকে আলাদা মাত্রা দিয়েছে। ঠিক এই রিভিউর মতোই বইটার একটা সমস্যা হচ্ছে, কোনটাই বিস্তারিত না। অবশ্য এজন্য অনুবাদক নিজেই আগে থেকে মুহাম্মাদ (স) এর জীবনী নিয়ে কোন প্রাথমিক জ্ঞান না থাকলে বইটি পড়তে মানা করেছেন। বইটার অনুবাদের মান অসাধারণ। অনুবাদক আব্দুল্লাহ ইবনে মাহমুদ স্রেফ ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করেই নিজের দায়িত্ব শেষ করেননি। তিনি রীতিমতো ঘাটাঘাটি করে তথ্যের নির্ভুলতা যাচাই করেছেন। মূল বইয়ের অনেক ভুল শুধরে দিয়েছেন কিংবা তার বক্তব্য সংযোজন করেছেন। বইয়ের কোয়ালিটি দারুণ। পৃষ্ঠার মান ভালো। প্রচ্ছদটা সুন্দর। বানান ভুল যে একেবারেই নেই তা না, সেগুলো উপেক্ষা করার মতোই। বইয়ের দাম বেশি মনে হতে পারে। কিন্তু কোয়ালিটি আর অনুবাদকের শ্রম বিবেচনা করলে সেটা মোটেই অযৌক্তিক মনে হবে না। তাছাড়া বইটা অফিসিয়াল অনুবাদ। মুহাম্মাদ (স) এর জীবনী ভিন্ন আঙ্গিক থেকে জানতে হলেও বইটা পড়তে পারেন।
Was this review helpful to you?
or
অসাধারণ ❣️।আমার কাছে সেরা লেগেছে।এত্ত সুন্দর করে উপস্থাপন দেখে সত্যিই অবাক হয়েছি।
Was this review helpful to you?
or
আমার সীরাত যাত্রার শুরুটা খুব বেশিদিনের না। শুরুটা রেইনড্রপসের দুই খন্ডের "সীরাহ" দিয়ে। তারপর "আর রাহীকুল মাখতুম" এবং এটা সর্বজনবিদিত। তো এই দুটো সীরাত ই গতানুগতিক ইতিহাস নয় আবার শুধুমাত্র হাদীস গ্রন্থ বা তার উদ্ধৃতি ও না। দুয়ের মাঝামাঝি এবং সাথে আছে প্রচলিত কিছু সংশয়ের ব্যাখা। কিন্তু তার ও বাইরে গিয়ে লেখিকা লেজলি হেইজেলটন চমৎকারভাবে বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ভাবে ব্যাখা দিয়েছেন, লিখেছেন প্রত্যেক মুসলমানের হৃদয়ের কুঠুরিতে বাস করা নবীকে নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💙 কখনো গান্ধীজির অহিংস মতবাদ কিংবা কখনো মাকিয়াভেলি টেনেছেন, টেনে বুঝিয়েছেন শান্তির জন্য কখনো কখনো "শান্তির নবী" কে "যুদ্ধের নবী " হয়ে কঠোর হওয়া কেমন প্রয়োজন। কিংবা কখনো জবাব দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে পশ্চিমাদের অপপ্রচারের। শুধু যে ধর্মের কারণে কুরাইশরা বিরোধিতা করেনি বরং ইসলামের কারণে ধ্বংস হতে যাওয়া বুর্জোয়া ব্যবস্থাও যে বড় একটা ফ্যাক্টর তাও উঠে এসেছে লেখায়। পড়তে পড়তে কখনো উপলব্ধির দুয়ারে কড়া নেড়েছে হার্ভাডের স্যামুয়েল হান্টিংটনের ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত প্রবন্ধের কথাগুলো। 'চিন্তাপরাধ' বইয়ে আসিফ আদনান ভাই যেটা উদ্ধৃত করেছেন এভাবে ❝ ভবিষ্যতের যুদ্ধগুলো আগের মতো বিভিন্ন দেশের মধ্যে হবে না, হবে সভ্যতার মধ্যে। অ্যামেরিকা - কেন্দ্রিক পশ্চিমা বিশ্বব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসলাম ❞। হ্যা কোনো দর্শন বা মতবাদের সংঘাত নয় বরং ভাগ হয়ে যাওয়া ট্যাগলাইনে "মুসলিম সভ্যতার" বা "মুসলিম উম্মাহ" র বিরুদ্ধে সেই নবী যুগ থেকেই সংঘাত যে চলে আসছে মুক্তি, ন্যায় আর সত্যের কথা বলায়,ঐশী বানীতে ভর করে চলা নতুন এক বিশ্ব ব্যবস্থার কথা বলায় তা আরো একবার উপলব্ধি করা যায় এই বই থেকে। সবশেষে এই বইয়ের অনুবাদক "আব্দুল্লাহ ইবনে মাহমুদ " ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা না জানালে প্রচন্ড রকমের নেমকহারামী হয়ে যাবে। লেখিকা নিজে ইহুদী এবং যিনি নিজেকে অজ্ঞেয়বাদী বলে পরিচয় দেন তার কাছ থেকে ভুল হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু অনুবাদক পরম যত্ন আর সিদ্ধহস্তে প্রত্যেকটা যায়গায় ফুটনোট আর টীকা দিয়ে সব সংশয় দূর করার চেষ্টা করেছেন। আমি আশ্চর্য হই মাঝে মাঝে অনুবাদকের এই বইয়ের পেছনে পড়াশোনা, পরিশ্রম আর ফ্যাক্ট চেকের কথা চিন্তা করে। অনুবাদকের প্রতি আরো একবার কৃতজ্ঞতা। পুনশ্চ: যারা ইতোপূর্বে কোনোধরনের সীরাতের সাথে পরিচিত নন কিংবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমন্ধে একেবারেই অল্প জানেন অথবা ভাসাভাসা জানেন, তাদের কে বইটা নিরুৎসাহীত করছি। তাদের জন্য আমার রেকমেন্ড আর রাহীকুল মাখতুম
Was this review helpful to you?
or
বইটি ১৪০০ বছর পরেও যার প্রচারিত ধর্ম দেড় মিলিয়ন মানুষের বিশ্বাস ,তাঁকে নিয়ে লেখা । সিরাত গ্রন্থগুলোর হুবহু সংকলন বইটি নয় । লেজলি হেইজেল্টনের চোখে একভাবে নবিকে দেখা হয়েছে ,তাঁর ধর্মবিশ্বাস এর কারণে হয়তো কিছু জায়গায় নবির জীবনভিত্তিক তথ্যে সীমাবদ্ধতা ছিলো ,এই জায়গায় অনুবাদক তার স্বাধীনতা ব্যবহার করে সঠিক টিকা প্রদান করে ঘটনাটিকে আমাদের সামনে এনেছেন যা বইটিকে সকল দিক দিয়ে পূর্ণতা দিয়েছে । অনুবাদ নিয়ে আমি পরে আলোচনা করবো।গল্পটি শুরু হয়েছে মানুষ মুহম্মদ (সাঃ) কে নিয়ে এবং নবির ভবলীলা সাঙ্গও বইয়ে স্থান পেয়েছে ।বইটি আসলে মানুষ থেকে নবি হওয়ার ধাপগুলোক ধরতে চেয়েছে এবং মানুষ মুহম্মদ (সাঃ) এর একটি চিত্র ধর্মের বাইরে যেয়ে গোটা বিশ্বের জন্য আঁকার চেষ্টা করেছে। এজন্য স্বভাবতই নবির মহানুভবতা যেভাবে এসেছে ঠিক সেভাবেই কঠোরতাও এসেছে, প্রকাশ পেয়েছে নবিকে নিয়ে প্রচলিত নানা গুঞ্জন , যেগুলো হয়তো ইসহাক আর তাবেরির সিরাতগ্রন্থগুলোর আপডেটেড ভার্সনে এখন আর নেই । তৎকালীন আরবের শিশুনিধন প্রথার উপর আলোকপাত করে বইটি শুরু হয় ,একইসাথে দেখানো হয় নবির দাদা আব্দুল মুত্তালিবের হাত ধরে কীভাবে কুরাইশরা মক্কায় একটি ধর্মভিত্তিক ব্যবসার সূচনা করে এবং আধিপত্য বিস্তার করে । নবির বেদুইন জীবনকে আলোকপাত করতে যেয়ে আমরা দেখতে পারি আরবের সেই সকল বেদুইন গোত্রদের জীবনাচার । ধাত্রীমাতার কাছে পাঠিয়ে মক্কার মানুষের স্ট্যাটাস বজায় রাখার যে একটি চেষ্টা তাও আমাদের চোখ এড়ায় না । মক্কার মানুষদের পৌত্তলিক মনোভাব এবং হজের সাথে ব্যবসা মেলানো ,একইসাথে আবার বাপদাদার ঐতিহ্য বজায় রাখার যে ঐকান্তিক চেষ্টা - এগুলো আসলে সে সময়ের মক্কার মানুষদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থাকে নির্দেশ করে - আর এটা বলাই বাহুল্য যে ঐ রাজনীতির একটি বিরাট অংশ জুড়ে ছিলো ধর্ম । বইয়ের এক অংশে বলা হয়েছে প্রতিকূলতা নাই তো ,ধর্মও নাই । একটি ধর্মকে প্রতিষ্ঠা পেতে হলে নাকি অনেকটা প্রতিকূলতা অতিক্রম করতে হয় - ইতিহাস নাকি আমাদের সেটাই বলে। এজন্যই কি ইসলামের জন্য অপেক্ষা করছিলো এতোগুলো প্রতিকূলতা ! হাজরে আসওয়াদ সমস্যার সমাধান করে মহানবির বিচক্ষণতার কথা তখন মক্কার মানুষের মুখে মুখে । বেদুইন পরিবেশে বড় হওয়ার কারণে বণিক দলে সুবিধা করে নিতে নবিজীর বেশি সময় লাগে নি । বাহারির ভবিষ্যতবাণী এবং নবিজির হানিফ পরিচিয়কেও আমাদের সামনে নিয়ে আসে লেখক । নবিজি এবং খাদিজা (রাঃ) এর বিবাহকে এতোটা প্রাক্টিকালি রোমান্টিসাইজড করে কোনো জায়গায় লেখা হয়েছে কিনা আমি জানি না । একইসাথে এই বিয়ে নিয়ে উঠা সকল গুঞ্জনকে অতিরঞ্জন বলে ব্যাখ্যাসহ আমাদের সামনে আনা হয়েছে । পুরো আরবে যে একটি গোত্রের ব্যাপার ছিলো এবং এইক্ষেত্রে লেখক বলেছেন যদি আরবে গোত্রের ধনাত্মক আদর্শটুকু বজায় থাকতো তাহলে আরো ভালো হতো ।অর্থাৎ গোত্র নিয়ে গড়ে উঠা অনুভূতি যে সকল ক্ষেত্রে ঋনাত্মক তা লেখক মানতে নারাজ । গোত্র এর ব্যাপারটা বইয়ের অনেক জায়গায় এসেছে ।আরবের রাজনীতি যে গোত্রভিত্তিক তা ততক্ষণে আমরা বুঝে ফেলি । এরমধ্যেই হেরা গুহায় নবির ওহিপ্রাপ্তির সময় আসে এবং সে সময়ে খাদিজার সাপোর্টকেও বইয়ে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে । ইসলামের শুরুর দিকে সমস্যাগুলো এক পর্যায়ে আমাদের সামনে আসে । ধীরে ধীরে গোত্রপ্রথা যে একটি সাহায্যের রেখা নবির জীবনে আঁকছিলো তা প্রায়ই মুছে যেতে লাগলো ।ফলশ্রুতিতে মক্কার জীবন নবির জন্য হয়ে উঠলো দুর্বিষহ ।আবু তালিবের মত্যু এবং তায়েফের ঘটনা যেন মদিনায় যাওয়ার পথকে আরও সুগম করলো। পরবর্তী ঘটনাপ্রবাহ এ আর না যাই । এবার বই নিয়ে আলাপচারিতায় আসি । আমি তিনটি শব্দে বইটিকে বুঝতে চেয়েছি । কঠোরতা ,মহানুভবতা এবং একাকীত্ব , যেই একাকীত্ব এর কথা আমরা নবির জীবনের শুরুতে দেখি এবং শেষ বয়সেও তিনি এটি প্রচন্ডভাবে চাচ্ছিলেন । নবিজি এক সোমবারে চলে গেলেন । বেলাশেষে তিনি পেলেন এতটুকুন বিশ্রাম । বইটি পড়ছিলাম এবং ভাবছিলাম নিজেকে মক্কার মানুষ হিসেবে ,কখনোবা মদিনার ।আরবের ধুলিবাতাস যেন আমার চক্ষুরন্ধ্রে । এটাকে বইয়ের সার্থকতা না বললে তো ভীষণ অন্যায় হবে। বইটির ইতিহাস যেন আমার ,ভীষণ আমার । নবির জীবন পূর্ণতা পাক আমাদের সকলের জীবনে ,সেই অমীয় প্রার্থনায় ।
Was this review helpful to you?
or
পৃথিবীতে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাববিস্তারকারী ব্যক্তিদের একজন মুহাম্মাদ (সাঃ)। পরিসংখ্যানের দিকে তাকালে, এককভাবে সবচেয়ে বেশি ভক্তিশ্রদ্ধা পাওয়া মানুষের মধ্যে দ্বিতীয় স্থানে, (প্রথম স্থানে যিশুখ্রিস্ট/ঈসা আঃ)। পৃথিবীর প্রায় ১৫০ কোটিরও বেশি মানুষের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মাদ (সাঃ)। কিন্তু আমরা আমাদের রাসুল (সাঃ) সম্পর্কে আসলে কতটুকু জানি? তাঁর জীবনবৃত্তান্ত সম্পর্কেই বা আমাদের ধারণা কতটুকু গভীর এবং কার্যকর? . সাধারণত জীবনচরিতকে আরবী সাহিত্যের ভাষায় সীরাহ (سيرة) বলা হয়ে থাকে, যার শাব্দিক অর্থ পথ। শুরুতে পৃথকভাবে হযরত মুহাম্মাদ (সাঃ)-এর সীরাহ সংকলন করা না হলেও তাঁর জীবনের ঘটনাগুলো হাদিসে এবং নির্দিষ্টভাবে মাঘাযি হিসেবে সাহাবী এবং তাবে'য়ীদের মধ্যে প্রচলিত ছিলো। মাঘাযি শব্দের অর্থ যুদ্ধ, যা মহানবী (সাঃ)-এর জীবনের শেষদিকের সিংহভাগ; তবে ব্যাবহারিকভাবে এ দ্বারা তাঁর জীবনকেই নির্দেশ করা হতো। প্রাথমিকভাবে বেশ ক'বার সমগ্র জীবনী সংকলনের চেষ্টা সত্ত্বেও সর্বপ্রথম ৭৬৭ খৃষ্টাব্দের দিকে প্রথম পূর্ণাঙ্গ সীরাহ সংকলিত হয় মুহাম্মাদ ইবনে ইসহাকের হাত ধরে, যা পরবর্তী সকল সীরাহ গ্রন্থসমূহের রেফারেন্স এবং হাদিস এবং কুর'আনের বিভিন্ন অংশের নাযিলের ইতিহাসের সাথে বিভিন্নভাবে যোগসূত্র হিসাবে কাজ করে। এর পরের কয়েক দশকে আরো কিছু সীরাহগ্রন্থ সংকলিত হয়, ইবনে হিশাম, ইবনে কাসীর প্রমুখ উল্লেখযোগ্য। হাদিস এবং সীরাহ সাহিত্যের মধ্যে বড় পার্থক্য ছিলো, হাদিসের মতো সীরাহ সাহিত্যে নির্ভুলতা এবং সত্যতাকে ততোটা কঠোরভাবে পালন না করে কিছুটা স্বাধীনতা দেয়া হয়েছে। . এখন এ বিশাল পটভূমির পরের অংশে আসা যাক। আন্তর্জাতিক প্রায় সকল ভাষাতেই প্রাথমিক সীরাহগ্রন্থগুলো অনুবাদের পাশাপাশি কিছু মৌলিক কাজও হয়েছে এর উপর। তবে বাংলা ভাষায় প্রাথমিকভাবে, কবি গোলাম মোস্তফা, মোহাম্মদ আকরম খাঁ, মোহাম্মদ ওয়াজেদ আলী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখের কিছু প্রচেষ্টা দেখা গেলেও এরপরে যেন সাধারণ জনমানুষের সাহিত্য থেকে আস্তে আস্তে সীরাহসাহিত্য হারিয়ে যায়। ফলাফল, নবীজীর (সাঃ) জীবন সম্পর্কে স্কুলের ইসলাম শিক্ষা বই থেকে বুড়ির কাটা দেয়া, হেরা গুহার ধ্যান, খন্দকের পরীখা খনন আর ওমরের খোলা তলোয়ার নিয়ে এগিয়ে আসা বাদে খুব কম ঘটনাই সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। . আধুনিককালে বেশ কিছু প্রচেষ্টা হয়েছে এ ধারায়, তবে নিতান্তই ধর্মীয় বিষয় থেকে বেরিয়ে সাধারণভাবে সবার কাছে পৌঁছানোর জন্য এখনো অনেক রাস্তা বাকি। . মুহাম্মাদ (সাঃ) এর জীবনবৃত্তান্ত বিভিন্ন দেশের মুসলিম অমুসলিম সবাইকেই বিভিন্নসময় বিভিন্নভাবে আকৃষ্ট করেছে। তবে এ নিয়ে কাজ করা খুব কম মানুষই নিরপেক্ষ থাকতে পেরেছেন। এদের মধ্যে একজন লেজলি হেইজেলটন। জাতিগতভাবে ইহুদী হলেও বিশ্বাসগতভাবে তিনি অজ্ঞেয়বাদী। বি.দ্র. ইহুদী শুধু ধর্মীয় না, জাতিগত পরিচয়ও, কারণ ইহুদী ধর্ম একটি জাতিভিত্তিক ধর্ম। . তা এই জীবনীগ্রন্থের বিশেষত্ব হচ্ছে যে, আয়তনে কম এই সাহিত্যকর্মটিতে লেখিকা মূলত মুহাম্মাদ (সাঃ)কে একজন পশ্চিমার চোখে যতটা সম্ভব নিরপেক্ষভাবে, একজন মানুষ হিসাবে পর্যবেক্ষণ এবং মনোবৈজ্ঞানিক দিক থেকে বিশ্লেষণের চেষ্টা করেছেন। তাছাড়া গতানুগতিক পশ্চিমা ওরিয়েন্টালিস্ট সাহিত্যিকদের ইসলাম এবং নবী (সাঃ) সম্পর্কিত ভুলধারণা এবং কুযুক্তিগুলোও যতোটা সম্ভব খন্ডনের চেষ্টা করেছেন। ইহুদি ধর্মীয় ব্যাকগ্রাউন্ড এবং ক্লাসিক সীরাহ, ইতিহাস সম্পর্কে ভালো জ্ঞান থাকায় ঘটনাপ্রবাহ বুঝতে, এবং বিশ্লেষণ করতে খুব বেশি বিপাকে পড়তে হয়নি। কিছু বিচ্ছিন্ন ভুল যদিও মূল গ্রন্থে ছিলো, কিছু অস্পষ্ট আলোচনা, যা পরে অনুবাদক পরিষ্কার করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। . অনুবাদের দিক থেকে দেখলে এটি অবশ্যই একটি উৎকৃষ্ট উদাহরণ। অনুবাদক শুধু আক্ষরিক অনুবাদে না গিয়ে নিজেও যথেষ্ট গবেষণা করে তথ্যসমূহ যাচাই এবং টীকাপ্রদান করেছেন। মূলগ্রন্থের বেশকিছু ভুল ভালোভাবেই অনুবাদে সংশোধন করা হয়েছে। . এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো। এ বইটি পড়ার আগে অবশ্যই পাঠকের অন্য পূর্ণাঙ্গ সীরাহগ্রন্থের সাথে পরিচয় থাকা প্রয়োজন। এর কারণ এ গ্রন্থের সংক্ষিপ্ত হওয়া। প্রাথমিক ধারণার জন্য আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর "আর রাহীকুল মাখতুম (The Sealed Nectar)" উৎকৃষ্ট এবং অবশ্যপাঠ্য। এর বাইরে রেইনড্রপস মিডিয়া পাবলিকেশনের "সীরাহ", সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর "নবীয়ে রহমত", মার্টিন লিংগসের "মুহাম্মাদ সা." উল্লেখ করা যায়। . সর্বোপরি, এই বইটি মুহাম্মদ (সাঃ) এর জীবনকে জানা এবং ভিন্ন আঙ্গিক এবং মুসলিম হিসাবে ধর্মীয় আবেগের বাইরে থেকে একবার দেখার জন্য গুরুত্বপূর্ণ। এবং সীরাহ এমন একটি বিষয় যা একবার পড়ে ফেললেই শেষ হয়ে যায় না। সবচেয়ে প্রিয় মানুষকে সবচেয়ে বেশি বেশি জানাটাও জরুরি। সব মিলিয়ে এ বইটি আমার কাছে অসাধারণ লেগেছে। আগের পড়া অন্য সীরাহগ্রন্থের সাথে এটি জায়গা করে নিয়েছে পছন্দের তালিকায়। অনুবাদকের এ বই পরবর্তী প্রজেক্ট "আফটার দ্য প্রফেট" এর অপেক্ষায় আছি। . লেখায় ভুলত্রুটি থাকা স্বাভাবিক, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইলো। জাজমেন্টাল না হয়ে আর কোনোরকম ট্যাগ না দিয়ে বসলেই মঙ্গল।
Was this review helpful to you?
or
দ্য প্রফেট বইটির শুরুতেই অনুবাদক নবীজি মুহম্মদ (সা) এর সম্পর্কে প্রথম বই হিসেবে এই বইটিকে recommend না করায় কিছুটা অবাক আর হতাশ হয়েছিলাম (যদিও এর আগে পূর্ণাঙ্গ জীবনী না পড়লেও নবীর জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে কিছুটা অবহিত ছিলাম)। বইটা পড়া শুরু করে অনুবাদকের এই honest declaration এর যথার্থতা অনুধাবন করে মনে মনে তাঁকে অশেষ ধন্যবাদ জানিয়েছি। মুহম্মদ (সা) এর জীবনের সুনির্দিষ্ট ও স্বল্প সংখ্যক ঘটনাবলীর উল্লেখপূর্বক তার ব্যাখ্যা, পারিপার্শ্বিক বর্ণনা ও কোরান-হাদীসের রেফারেন্স পাঠককে এক সাবলীল যাত্রাপথে নিয়ে যাবে। মূল লেখকের বর্ণনা বাংলায় পূর্ণতা পেয়েছে অনুবাদকের সহজ ও সাবলীল অনুবাদ গুণে। তার থেকেও বড় প্রাপ্তি মূল লেখার বিভিন্ন ঘটনা এবং লেখকের বিভিন্ন ব্যাখ্যা সমূহকে অনুবাদকের নিজ উদ্যোগে রেফারেন্স যাচাই এবং তদানুযায়ী সঠিক তথ্য/ব্যাখ্যা করার প্রয়াস। নবীর জীবনের বিভিন্ন ঘটনার পটভূমি ব্যাখ্যা জেনে কিছু ভুল ধারনারও অবসান হলো। বইটি পড়া শেষ করেও মনে হচ্ছিল যেন আরও অনেক কিছু জানতে পারলে ভালো লাগত। সুন্দর মূল লেখা আর সাবলীল অনুবাদের জন্য লেখক ও অনুবাদক উভয়কেই অনেক শুভেচ্ছা।
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই... মূল লেখক ইহুদি হওয়া সত্ত্বেও মুহাম্মদ (সা) এবং কোরআন সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে বইটি লিখেছেন, ফলে বেশ ভালোভাবে মুহাম্মদ (সা) এর মানবিক দিকগুলো ফুটিয়ে তুলতে পেরেছেন... অনুবাদের সাথে আব্দুল্লাহ ভাইয়ের ফুটনোট বইটিকে আরও প্রাণবন্ত করেছে... সব মিলিয়ে বইটি অসাধারণ তবে মূল্য আরেকটু কম রাখা গেলে ভালো হতো... আশা রাখি প্রকাশনী লেখকের পরের বইগুলোতে বিষয়টি বিবেচনা করবেন। পরবর্তী অনুবাদের অপেক্ষায় থাকলাম
Was this review helpful to you?
or
এনায়েত ভাইয়ের recommendation দেখে কিনলাম নিশ্চয়ই একটা মাস্টারপিস হবে।




