
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সন্তান গড়ার কার্যকরী কৌশল প্যারেন্টিং বিষয়ক চমৎকার একটি বই। যখন আমরা জটিল কোনও যন্ত্র সংগ্রহ করি তখন আগে যেকোনও ভাবে তা ব্যবহার করা এবং কাজে লাগানোর পদ্ধতি শিখি। কিন্তু সন্তান প্রতিপালন এগুলোর চেয়েও অনেক বেশি জটিল। অথচ এই সন্তান প্রতিপালন আমরা শিখি না বা বোঝার চেষ্টা করি না। আমার তো সবচেয়ে বেশি আফসোস লাগে, এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতো বিচ্ছিরি ভাষায় গা লি দেয় যা আমার পক্ষে মনে মনে উচ্চারণ করাও কষ্টসাধ্য। তাদের অভিভাবককে বলা হলে তারা বলে,"থাক ও তো এখনও পোলাপান! " আশ্চর্য, বড় হওয়ার পর ওকে সংশোধন করা আদৌ কি সম্ভব? তরবিয়ত তো ছোট থেকেই হতে হবে! ইসলামের দৃষ্টিতে শিশু প্রতিপালনের উদ্দেশ্য কেবল দৃঢ় মানসিকতা সম্পন্ন,সফল এক প্রজন্ম গড়ে তোলা নয়; বরং এর উদ্দেশ্য হলো এমন এক আমলদার মুমিন প্রজন্ম গড়ে তোলা যাদের লক্ষ্য হবে, মানুষকে আল্লাহর পথে ডাকা এবং দুনিয়ার বুকে দ্বীন প্রতিষ্ঠা করা। আর এটা কেবল তখনই সম্ভব হবে যখন তাদের মাঝে এই ইসলামী মূল্যবোধ ও চেতনার বিকাশ ঘটবে। পৃথিবীতে বাঁচার জন্য যেমন সমাজের সাহায্যের প্রয়োজন আছে, তেমনি নিজের স্বাতন্ত্র বজায় রাখাও দরকার। দুটোর মধ্যে সীমা বজায় রেখে কাজ করাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। আদর্শ সন্তানের লালন-পালনে পরিবেশের গুরুত্ব অনেক বেশি। পরিবেশ শিশুর মধ্যে অনুভূতি তৈরি করে। এই বইয়ে "শেখার পদ্ধতি হোক অংশগ্রহণমূলক" অংশটি উপকারী। এই অংশে যেভাবে শিশুরা প্রাণবন্ত হয় আর যে কারণে শিশুদের মন ভেঙে যায় এমন বিষয়ক আলোচনা এসেছে। একটি শিশু যদি অন্য কারও গীবত করে তাহলে তাকে এই অভ্যাস থেকে কিভাবে বিরত রাখতে হবে? সন্তানের সাথে নিজের কতটুকু ফ্রী হতে হবে? সন্তানের আবদারগুলো পূরণ অপূরণের ধরণ কেমন হওয়া চাই? তাদের চাওয়াগুলো পূরণ করার জন্য সাথে একটি শর্ত জুড়ে দিয়েও কিভাবে তার মানসিক বিকাশে সাহায্য করা যায় এসবই একজন আদর্শ অভিভাবকের জানা দরকার। জানা দরকার, কিভাবে তাকে লোভ,হিংসা ও অহংকার থেকে বিরত থাকতে শেখানো যায় এবং কিভাবে তাকে বোঝানো যায় ভাইবোনের মাঝে মিলে থাকার গুরুত্ব। আসলে দুনিয়ায় কাজকর্ম শেখা যতটা গুরুত্বপূর্ণ তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো প্যারেন্টিং শেখা। কারণ ব্যবসা বানিজ্য বা চাকরি-বাকরি হয়তো সবাই করে না।কিছু ভাধাইম্মাগীরীও করে। তবে বাবা-মা সবাই-ই হয়।হয়ে যায়।অন্তত হতে চায়। বাবা-মা হওয়ার চেয়ে আদর্শ বাবা-মা হওয়া বেশি জরুরী। কারণ, যেসব সন্তান জীবনে অনুসরণীয় ব্যক্তিত্ব পায় না,তারা অন্যদের তূলনায় জীবনে বেশি সমস্যার সম্মুখীন হয়। আর আপনার সন্তানের জন্য সবচেয়ে উত্তম অনুসরণীয় যদি আপনিই হতে পারেন,তাহলে তো........................! চমৎকার একটি বই। দীর্ঘ সময় খরচ করে অনেকগুলো বইয়ের পিডিএফ, শর্ট পিডিএফ আর সূচিপত্র নাড়াচাড়া দিয়ে Somokalin Prokashon এর এই বইটি পছন্দ করে সংগ্রহ করেছি দোস্ত Amir Hamja র জন্য। যেখানে হাওলাত নিয়ে বই পড়ি সেখানে হাদিয়া দেওয়ার আগেই বইটি পড়ে ফেলবো না এ-ও কি সম্ভব! 🖋️ জহির বিন আইয়ুব ১৭/১২/২০২৫ বুধবার




