
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নিউটনিয়ান বলবিদ্যা: বইটি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের একটি ব্যতিক্রমধর্মী ও সহজবোধ্য উপস্থাপনা। এখানে কঠিন গাণিতিক সমীকরণগুলোকে ভয়ংকর করে না তুলে, বরং গল্পের ভাষায় ব্যাখ্যা করা হয়েছে—যেন সমীকরণগুলো নিজেরাই কথা বলছে। বইটির অন্যতম শক্তি হলো ভয়মুক্ত শেখার পরিবেশ। নিউটনিয়ান মেকানিক্সের মৌলিক ধারণা গতি, বল, জড়তা, ভরবেগ, শক্তি ইত্যাদি ধাপে ধাপে, বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা শুধু মুখস্থ না করে ধারণার গভীরে প্রবেশ করতে পারে। এই বইটি টিচার-ডিপেন্ডেন্সি কমাতে বিশেষভাবে সহায়ক। ভাষা সহজ, ব্যাখ্যা পরিষ্কার এবং ধারাবাহিক হওয়ায় একজন শিক্ষার্থী একা পড়েও বিষয়টি আয়ত্ত করতে পারবে। স্কুলের নবীন শিক্ষার্থী থেকে কলেজের HSC লেভেলের শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ সেল্ফ-স্টাডি বই । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বইটি পদার্থবিজ্ঞানকে কেবল পরীক্ষার বিষয় হিসেবে নয়, বরং যুক্তি, কৌতূহল ও আনন্দের বিজ্ঞান হিসেবে উপস্থাপন করেছে। যারা পদার্থবিজ্ঞানকে ভয় পায়, তাদের জন্য এই বইটি হতে পারে ভয় কাটিয়ে ওঠার প্রথম সেতু। সংক্ষেপে: ✔ স্কুল–কলেজ শিক্ষার্থীদের উপযোগী ✔ গল্পের মাধ্যমে জটিল বিষয় সহজ ব্যাখ্যা ✔ শিক্ষক ছাড়াও নিজে নিজে শেখার সুযোগ ✔ পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি করে
Was this review helpful to you?
or
এটা তো দেখি পাঠ্যপুস্তক!সুচী দেখেই বোঝা যায় পাঠ্যপুস্তক উঠিয়ে আনা হয়েছে।বইমেলার বই হবে পপুলার বা জনপ্রিয়।সেখানে পাঠ্যপুস্তকের বাইরে জনপ্রিয় ও ব্যতিক্রম কিছু থাকবে।এই বই কেন পড়বো? তাহলে তো পাঠ্যপুস্তকই পড়তে পারি।




