
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমি কখনও কোনো বই বা লেখার রিভিউ দেইনি কারণ লেখা আমি খুব কমই পড়ি। তবে হা কিছু জনরার বই আছে যা আমাকে প্রবলভাবে আকর্ষিত করে যেমন সাসপেন্স, থ্রিলার, ফিকশন, ক্রাইম, ম্যাজিক এই টাইপ । আমি মূলত একজন মুভি ফ্রিক মানুষ , বলতে গেলে প্রতিদিন প্রায় দুইটা করে মুভি দেখা হয় আমার। আর সবচেয়ে বেশি ভালো লাগে বই থেকে গল্প নিয়ে যে মুভি গুলো বানানো হয়। প্রতিটা ক্যারেক্টার জীবন্ত মনে হয়। যাই হোক আমাকে নিয়ে অন্য কোনো একদিন বলবো। আজকে বলবো "হোয়াইট ম্যাজিক- দ্যা লাইফ অব ডেথ" নিয়ে। নাম শুনলে যে কেউ প্রথমেই ধারনা করবে এটা হলিউডের কোনো মুভি। যেমনটা আমি নিজেই ভেবেছিলাম। আসলে এটা একটা বই আর সিকোয়েন্স গুলো সম্পূর্ণ ইউনিক ছিলো । ওপরে যে জনরার কথা বললাম তার সব গুলোই আছে এই বই এ। সাসপেন্স তো শুরু থেকেই। তারপর পর শুরু হয় গোপন রহস্য। তারপর আসে ব্লাক ম্যাজিক ও হোয়াইট ম্যাজিক এর যুদ্ধ। আর এসবের মাঝেই আছে গোয়েন্দাগিরি। মানে সব কিছুর একটা দুর্দান্ত কম্বিনেশন ছিলো এখানে। গল্পের শুরুটা হয় স্টোরিটেলার বা ন্যারেটর এর ভূমিকা দিয়ে যদিও প্রথমে কনফিউজড ছিলাম :Who is the story teller" এই প্রশ্নে । এই স্টোরিটেলার হলো কেন্দ্রীয় চরিত্র এবং নিজেই একজন প্রাইভেট ডিটেক্টিভ যার নাম পেলাম অনেক পরে। মূলত এই টাইপ সাসপেন্স গুলো খুব রেয়ার কিছু মুভিতে ব্যবহার হয়। যা অডিয়েন্সকে সামনে কি ঘটতে যাচ্ছে তার স্বাক্ষী হতে বাধ্য করে। এই গল্পে টুইস্টের পর টুইস্ট পাবেন। যা হঠাৎই আপনার পিলে চমকে দিবে। একদম প্রত্যাশার বাহিরে কিছু চরিত্র এমন ভাবে আবির্ভাব হবে যা আপনাকে পরবর্তী টুইস্ট কেমন হবে তা ভাবতে বাধ্য করাবে। এই গল্পে আপনি পাবেন হাজার বছরের Ancient ডেভিল, যে বারবার ফিরে আসতে চায় মানুষের মাঝে তান্ডব চালাতে ও তাদের বশ করার জন্য। প্রতিশোধ পরায়ন এই ডেবিল একে একে হ*ত্যা করে ১৭ জন রমনীকে। সব হ'ত্যা"কাণ্ডের কোনো কুল কিনারা হয় না। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সব যখন হতাশ তখন আবির্ভাব হয় একজন হোয়াইট উইচের । তারপর শুরু হয় হোয়াইট ম্যাজিক আর ব্লাক ম্যাজিকের এক অন্তিম যুদ্ধ। কিন্তু আমরা জানি শয়তান / ডেভিল তো অমর তারা মারা যায়না। তাদের জৈবিক কোনো গঠন নেই। তারা বাস করে মানব দেহে। তারা পরাজিত হয়ে ফিরে আসে বিভিন্ন রুপে। হোয়াইট ম্যাজিকেও পরাজিত হয় সেই শয়তান । তবে এখানেই শেষ নয় সে আসবে ফিরে খুব শীঘ্রই ভিন্ন কোনো রুপে আবার তার তান্ডব চালাতে। পরবর্তী চ্যাপ্টারের জন্য লেখক প্রথম চ্যাপ্টারের শেষে সাসপেন্স রেখে দিয়েছে। এটা মূলত বিদেশি মুভি সিরিজের বেলাতেই ডিরেক্টররা করে থাকেন। আর এই হোয়াইট ম্যাজিক বই টা যখন আমি পড়েছিলাম, আমার কাছে মনেই হচ্ছিলো না আমি বই পড়ছি। বারবার মনে হচ্ছিলো এটা বুঝি কোনো মুভি। যখনই কিছু অতিত নিয়ে ঘটেছে আমি ইন্সটেন্ট ফ্লাশব্যাক কল্পনা করেছিলাম। যেমন বই থেকে একটা ঘটনার উদাহরণ দেই : কেন্দ্রীয় দুইটা চরিত্র একজন হোয়াইট ম্যাজিশিয়ান আরেকজন গোয়েন্দা। তো হোয়াইট ম্যাজিশিয়ান গোয়েন্দাকে বলছে - তুমি পজেসড, তোমার ওপর শয়তানের নজরদারি চলছে। তখনই আমি ভাবলাম, গোয়েন্দা পজেসড হলো কীভাবে? আমি নিজেই তখন ফ্লাশব্যাকে কল্পনা করলাম: গল্পের শুরুতে শয়তানের সাথে কোনো এক ইভেন্টে গোয়েন্দা হ্যান্ডশেক করেছিলো। আর ঠিক তখনই গোয়েন্দা সেই শয়তানের মানব শরীরে এক অদ্ভুত ধরনের আংটি দেখতে পায় যা শয়তান তার আঙ্গুলে পরেছিলো। গোয়েন্দা যখন হ্যান্ডশেক শেষে হাত ছাড়াতে চায় তখন শয়তান তার হাত শক্ত করে ধরে রাখে। হয়তো তখনই ব্লাক কোনো কিছু গোয়েন্দার মাঝে চলে যায়। যাইহোক রিভিউতে আমি গল্পের কোনো চরিত্রের নাম প্রকাশ করলাম না এটাও একটা সাসপেন্সে রেখে দিলাম। আর লেখকের কাছে অনুরোধ খুব শীঘ্রই এটার ২য় পার্ট আনেন। কারণ মুভি দেখে অভ্যস্ত, প্রথম পার্ট দেখার পর ২য় পার্ট কবে আসবে সেই অপেক্ষা প্রেমিকার জন্য অপেক্ষা করার সমান। ২য় পার্টের জন্য শুভ কামনা । রেটিং - ৮.৫০/১০
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বই হাতে পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই পড়া শেষ। অনেক সুন্দর একটি বই ।




