
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সেরা
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
অর্ডারের দুইদিন পরে হাতে পেয়েছি। বইয়ে কোনো ত্রুটি ছিল না। রকমারিতে নবিয়ে রহমতের তিনটি অনুবাদ দেখেছিলাম। তার মধ্যে এটা সবচেয়ে ভালো মনে হয়েছে।
Was this review helpful to you?
or
#review . ▪ প্রাককথন: . জাহিলি যুগে পৃথিবীর বুকে কোনো সুষ্ঠু নিয়ম শৃঙ্খলা, কালচার, সংস্কৃতি ও সভ্যতা ছিল না। সমাজের প্রতিটি স্তরে বিরাজ করত চরম বৈষম্য ও নৈতিক অবক্ষয়। সেই ঘোর অন্ধকার যুগে মহান আল্লাহর রহমতস্বরূপ, পৃথিবীতে আবির্ভূত হন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ ﷺ। সেদিন তিনি জন্মানো মাত্রই দিচ্ছিলেন নীতি-নৈতিকতার শিক্ষা। সুধু তাই নয় তিনি তাঁর ﷺ সম্পূর্ণ জীবনে তাওহীদ, ঐক্য ও সাম্যের চেতনা, ন্যায়-ইনসাফ, ক্ষমা-প্রার্থনা ও মানব সম্মান, মর্যাদা যথাযথ প্রতিষ্ঠা করেন। তাঁর ﷺ আচরণ ও গুণাবলীর ভিত্তিতে জনতা স্বাচ্ছন্দ্যে ইসলামের ছায়াতলে প্রবেশ করে। প্রতিটি মুসলিমের জন্য তাঁর ﷺ সেসব বৈশিষ্ট্য ও গুণাবলী জীবনে ধারণ করা অত্যন্ত জরুরী। সে জন্য 'সিরাত' অধ্যয়নের কোনো বিকল্প নেই। দোনিয়ার অসংখ্য সিরাত গ্রন্থ রয়েছে তাঁর মধ্যে "নবিয়ে রহমত" বইটি অন্যমত। . ▪ গ্রন্থ রচনার ইতিহাস: . ১৯৭৭ খ্রিস্টাব্দে সাইয়িদ আবুল হাসান আলী নদভি রাহিমাহুল্লাহ সর্বপ্রথম আরবি ভাষায় "আস-সিরাতুন নাবাবিয়া" নামক গ্রন্থটি প্রকাশ করেন। পরবর্তীতে সেটি উর্দু, হিন্দি, ইংরেজি, তুর্কি, ইন্দোনেশিয়ান প্রভৃতি ভাষায়ও রুপান্তরিত হয়। এমনকি বাংলা ভাষাতেও "নবিয়ে রহমত" নামে কিছু প্রকাশনীতে অনুবাদ হয়ে আসে। তাদের মধ্যে সমকালীন প্রকাশনও সে অবদান রেখেছেন। . ▪ পর্যালোচনা: . লেখক সর্বপ্রথম বইয়ে জাহিলি যুগের ধর্ম, বিশ্বাস, বিভিন্ন সম্রাজ্য ও জাতিগোষ্ঠীর প্রেক্ষাপট নিয়ে ইতিহাসের ছোঁয়ায় কলম ধরেছেন। তখনকার সময়ে বিভিন্ন সম্রাজ্য থাকা সত্ত্বেও রসূল ﷺ-কে কেন আরবে পাঠানো হলো? এর কারণ লেখকের দৃষ্টিভঙ্গির আলোকে উপস্থাপন করেছেন। সুধু তাই নয়, অন্ধকারতম যুগ, জাযিরাতুল আরব ও নবুওয়তের আগে ইবরাহীম আলাইহিসসালাম ও তাঁর সন্তান সন্ততি ঘটনা গুলো উল্লেখ করেছেন৷ এর পরের ঘটনা কিছু টা আর রাহিকুল মাখতুমের মতো হলেও তাঁর প্রলেপ ছিল ভিন্ন প্রকৃতির। লেখক কেবল ঘটনার পর ঘটনা এমন ধারাবাহিক অনুপ্রবেশ ঘটাননি বরং প্রতিটি ঘটনার ভেতরে রসূল ﷺ আমাদের কি ইঙ্গিত দিয়েছেন সেগুলো কে সূক্ষ্ম ভাবে দৃষ্টি আকর্ষণ করার সর্বাত্মক চেষ্টা করেছেন। রাসূল ﷺ-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহুর্তই যেন আমাদের জন্য ছিল বিশেষ শিক্ষা। বিশেষ করে মক্কা বিজয়ের পর বিভিন্ন সম্রাজ্যের বাদশাদের রসূল ﷺ এর চিঠি কতৃক দাওয়াহ পদ্ধতি ও কৌশল ছিল বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়াও তিনি দ্বীনি দাওয়াতের জন্য বেশ কৌশল, ত্যাগ ও ভালোবাসা প্রকাশ করেছেন যা এই বইয়েতে লেখক তুলে ধরেছেন। অন্যান্য সিরাত গ্রন্থের মাঝামাঝিতে রাসূল ﷺ-এর পারিবারিক বিবরণ থাকলেও এ বইটিতে শেষের দিকে সেগুলোকে বিশেষ ভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও তিনি পারিবারিক, সামাজিক, আর্থসামাজিক, দুনিয়াবি দিক থেকে আচার, আচরণ, আদর্শ, ধৈর্য, বিনয়, বীরত্ব, লজ্জাবোধ, দয়া সকল কিছুর ক্ষেত্রে কেমন ছিলেন সেগুলো বইটিতে ফুটে উঠেছে। সর্বশেষে, রসূল ﷺ আমাদের জন্য একটি ইসনাফ ভিত্তিক নিয়মকানুন রেখে গেছেন, সেগুলোকে বিশ্লেষণ করেছেন। তিনি যদি সেগুলো না রেখে যেতেন হয়তো আজ দোনিয়ায় রহমতের প্রদীপ পাওয়া হতো কষ্টসাধ্যের। . ▪ বইটি কেন আলাদা? . রাসূল ﷺ-এর জীবনী জানার জন্য কোনো নির্দিষ্ট সিরাত গ্রন্থ যথেষ্ট নয়, কারণ রাসূল ﷺ এর জীবনী থেকে শিক্ষার কোনো শেষ নেই, তাই একেক সীরাতে একেক ভাবে সৌন্দর্য ফুটে ওঠে। সেক্ষেত্রে একাধিক সিরাত অধ্যায়নের বিকল্প নেই। 'নবিয়ে রহমত' বইটিতে লেখক মুসলিম ও অমুসলিমদের প্রতি ভারসাম্য রেখে প্রাচীন ও মৌলিক উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে আধুনিক ও বুদ্ধিবৃত্তিক শৈলীতে লিপিবদ্ধ করেছেন। এ গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য হলো -লেখক চেয়েছেন এখানে রসূল ﷺ এর বুদ্ধিবৃত্তিক দিক এবং উম্মাহ গঠন ও দাওয়াতের দিক উভয়টিই যেন সমান ভাবে উঠে আসে। লেখক যেহেতু ইতিহাসবিদ ছিলেন তাই তিনি ঐতিহাসিক ছোঁয়ায় জাহিলি যুগের পৃথিবীর আবস্থান, বিশেষ করে - রোম ও ইরানি সাম্রাজ্য ও ভারতবর্ষ, আরব বিশ্ব, ইউরোপীয় অবস্থানগুলো চিহ্নিত করেছেন যাতে পাঠক অতীত এবং বর্তমান বিশ্ব অবস্থা মিলিয়ে দেখতে পারেন। সর্বশেষে গোটা বিশ্বের ওপর নবিজির ﷺ অসামান্য অবদান তুলে ধরেছেন। যা সচরাচর এ ধরনের সংক্ষিপ্ত সিরাত গ্রন্থ গুলোতে পাওয়া যায় না। . ▪ ব্যাক্তিগত মতামত: . বইটি পড়ব নিয়ত করা সত্ত্বেও ধরা হচ্ছিল না, তাই এবার ছুটিতে বইটির উপর বিশেষ টার্গেট নিয়ে শেষ করালাম। সচারাচর এত পৃষ্ঠার বইয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পরে, অলসতা চলে আসে। কিন্তু এই বইটির ক্ষেত্রে আমার এমনটি ঘটেনি। আমি খুব দ্রুত ভাবে বইটি পড়ে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাঁর বিশেষ কারণ হিসাবে আমি অবশ্যই অনুবাদকদের ক্রেডিট দিব। খুবই প্রাঞ্জল ও ঝরঝরে অনুবাদ থাকায় বইটি পাঠের ক্ষেত্রে বিরক্ত বা অলসতা আসেনি বললেই চলে, বরং ইচ্ছে হচ্ছিল আরেকটু বাড়িয়ে পড়ি তাহলে দ্রুততম শেষ হয়ে যাবে। পেজের মান, অনুবাদ, সম্পাদনা, শারঈ সম্পাদনা, রেফারেন্স ও টীকা আমার জ্ঞানের আলোকে যথার্থ মনে হয়েছে। তবে কাভার নিয়ে আরেকটু মনোযোগী হওয়া উচিত। এমন একটি গুণগত ও মানসম্মত বই নিয়ে আসার জন্য প্রকাশক থেকে শুরু করে যারা বইটির পেছনে মেহনত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি অন্যান্য পাঠক ও সহপাঠীদের বইটি পড়ার অনুরোধ জানাচ্ছি। . ▪ শেষ কথন: . রাসূল ﷺ-এর জীবনী একটি উজ্জ্বল নক্ষত্র, যা আজও আমাদের পথ দেখায়। তাঁর সহনশীলতা, সততা ও দূরদর্শিতা আমাদের জন্য শুধু আদর্শই নয়, বরং বেঁচে থাকার রহস্য। প্রতিদিনের সংঘাত, হতাশা ও সফলতার ক্ষেত্রে আমরা তাঁর জীবন থেকে পথনির্দেশিকা পাই। আসুন, আমরা বেশি বেশি সিরাত অধ্যায়ন করি এবং প্রাপ্ত শিক্ষা থেকে নিজেদের গড়ে তুলি। একটি সুন্দর জীবন ও সমাজ গঠনের অগ্রণী হই। . ▪ এক পলকে বইবিচিত্র: . ▪ বইঃ নবিয়ে রহমত ▪ লেখকঃ সাইয়িদ আবুল হাসান আলি নদভি রাহিমাহুল্লাহ ▪ ভাষান্তরঃ উস্তায আব্দুল্লা আল-ফারুক ▪ ভাষারীতি, কাব্যানুবাদ, বানান ও সম্পাদনাঃ সমকালীন সম্পাদনা টিম। ▪ প্রচ্ছদ: সমকালীন গ্রাফিক্স টিম। ▪ প্রথম প্রকাশঃ জানুয়ারি ২০২৫ ▪ পৃষ্ঠা সংখ্যা: ৬১৬ (হার্ড কভার) ▪ মুদ্রিত মূল্যঃ ৮৫০৳ ▪ প্রকাশনায়: Somokalin Prokashon . . ▪ রিভিউয়ারঃ মুহাম্মদ শাহরিয়ার ▪ সময়ঃ ৫ অক্টোবর ২০২৫
Was this review helpful to you?
or
সুন্দর একটা বই মাশাল্লাহ। ধন্যবাদ সমকালীন প্রকাশন কে।




