
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নূরচেরাগী কবরস্থানের সামনে সকাল থেকে জমে ওঠেছে বিশাল ভিড়। ভিড়ের ঠিক মাঝখানে পড়ে আছে একটি কাটা হাত। দেখে মনে হয়, ইলেকট্রিক ব্লেড দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে দেহ থেকে আলাদা করা হয়েছে হাতটি। দৃশ্যটি যেমন ভয়ানক, তেমনি রহস্যময়। কবরস্থানের খাদেম মঞ্জুস সালাম এই অদ্ভুত ঘটনায় পড়ে যায় চরম বিপাকে। হাত ছাড়া আশপাশে মৃতদেহের আর কোনো চিহ্নই নেই। এই হাত কার? কোনো নারীর, নাকি অপূর্ব সুন্দর কোনো হিজরার? আর কে সেই বুড়ো আলী, সাপের মতো জিভ নিয়ে যে অদ্ভুত খেলা দেখায়। কী তার অতীত? এদিকে হাজির হয় আরও কিছু রহস্যময় চরিত্র। কুইন, রুবিনা, তুলা, কলি আর চিরলবিবি। সবার আচরণেই এক ধরনের অস্বাভাবিকতা। মনে হয় যেন তারা সবাই এসেছে অন্য কোনো দুনিয়া থেকে। এই সব অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলে কাটা হাতের রহস্য। একের পর এক প্রশ্ন জন্ম নেয়, আর কৌতূহল চেপে বসে পাঠকের মনে। আর তাই সব রহস্যের উত্তর জানতে হলে পড়তে হবে নীলা হারুনের উপন্যাসিকা “তোমার আরেকটি হাত কোথায় সালেহা?” আদী প্রকাশন থেকে সদ্য প্রকাশিত এই বইটি পড়তে সত্যিই দারুণ লেগেছে। নীলা হারুনের আগের বেশ কয়েকটি বই পড়া ছিল, তাই তার লেখনীর ওপর ভরসা ছিল আগে থেকেই। আলহামদুলিল্লাহ, সেই ভরসা তিনি রেখেছেন। লেখনি সাবলীল, বাক্যগঠন পরিমিত ও পরিণত। প্রতিটি পাতায় লেখিকার মুন্সিয়ানার স্পষ্ট প্রমাণ মেলে। গল্প ও ভাষা মিলিয়ে বইটি একেবারেই ঝরঝরে। কোথাও বিরক্তি আসে না। বইয়ের নাম দেখে শুরুতে ভ্রু কুঁচকালেও পড়া শেষে নামের সার্থকতা খুব সহজেই ধরা পড়ে। এই সময়ে দাঁড়িয়ে এমন সাহসী ও ব্যতিক্রমী নাম বেছে নেওয়ার জন্য লেখিকাকে নিঃসন্দেহে হ্যাটস অফ। আশা করি নীলা হারুন ভবিষ্যতেও আমাদের এমনই টানটান, রহস্যময় ও মানসম্মত গল্প উপহার দিতে থাকবেন।
Kemey Professional Hair Dryer Hot and Cool Medium size heavy duty 1600watts - KM-6833 Kemey
ইমাম নববির চল্লিশ হাদিস ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)
ফয়জুল কালাম মুফতীয়ে আযম আল্লামা ফয়যুল্লাহ (র.)
পার্বত্য চট্টগ্রাম : শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন মহিউদ্দিন আহমদ
পীরে কামেল (প্রথম ও শেষ খন্ড, কালো প্রচ্ছদ) উমেরা আহমেদ 



