
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে
Was this review helpful to you?
or
পড়ে ভালো লাগলো
Was this review helpful to you?
or
শুভ্র জবা” একটি সুন্দর সামাজিক উপন্যাস। পুরো বইটি এখনো শেষ করতে না পারলেও যতটুকু পড়েছি, ততটুকুই মন ছুঁয়ে গেছে। গল্পের সঙ্গে সঙ্গে এখানে জীবনের অনেক মূল্যবান শিক্ষা পাওয়া যায়। ভাষা সহজ ও সাবলীল, তাই পড়তে ভালো লাগে এবং আগ্রহ বাড়ে। যারা সামাজিক গল্প ও বাস্তব জীবনের ছোঁয়া থাকা উপন্যাস পছন্দ করেন, তাদের জন্য এই বইটি অবশ্যই পড়ার মতো। সবাইকে বইটি পড়ার পরামর্শ দেব।
Was this review helpful to you?
or
বই রিভিউ: শুভ্র জবা শুভ্র জবা—এই বইটি আমি একবার নয়, দুইবার নয়; বহুবার পড়েছি। আর যতবার পড়েছি, ততবারই নতুন করে মুগ্ধ হয়েছি। এই বইটি পড়ার আগে আমার ধারণা ছিল—উপন্যাস মানেই কেবল গল্প, কাহিনি আর প্রেম-প্রণয়ের আবর্তন। কিন্তু শুভ্র জবা সে ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এটি শুধু একটি উপন্যাস নয়; গল্পের প্রবাহের সাথে সাথে এখানে রয়েছে দ্বীনি শিক্ষা, নৈতিক দাওয়াত এবং জীবনঘনিষ্ঠ বহু গুরুত্বপূর্ণ বার্তা। লেখিকা অত্যন্ত সুন্দরভাবে গল্পের ভেতর দিয়ে পাঠককে ভাবতে শেখান, আত্মসমালোচনার সুযোগ করে দেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—যে কেউ এই বইটি পড়বে, সে কোনো না কোনোভাবে উপকৃত হবেই। হয়তো চিন্তায়, হয়তো চরিত্রে, নয়তো ঈমানি উপলব্ধিতে। বইটির প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন লেখিকার অন্তরনিঃসৃত এখলাসে ভেজানো। কালো কালি সাদা কাগজে শুধু অক্ষর আঁকেনি; বরং অনুভূতি, শিক্ষা আর হৃদয়ের কথা প্রস্ফুটিত করেছে। সবাইকে আন্তরিক অনুরোধ—সময় করে শুভ্র জবা পড়ুন। এটি আপনাকে নিরাশ করবে না। ইনশাআল্লাহ।




