
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শিল্প-সাহিত্য ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম আবুল হোসেন আমাদের সর্বজ্যেষ্ঠ কবি। লিখছেন চল্লিশের দশক থেকে। রবীন্দ্র-উত্তর বাংলা কবিতার সমকালীন অনুভব, আর্তি ও চেতনাকে তিনি প্রকাশ করেছেন এক বিশিষ্ট কাব্যভাষা ও আঙ্গিকে। তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানবার জন্য এই প্রাজ্ঞ লেখকের কাছে অনেক সময়ই ভিড় করেছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মীরা—তাঁর সাক্ষাৎকার নিতে। সেখান থেকে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় ছাপা হওয়া নির্বাচিত ১৩ টি সাক্ষাৎকার নিয়ে তারেক মাহমুদের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘আবুল হোসেনের সঙ্গে কথোপকথন’। আবুল হোসেনের জন্ম ১৯২২ সালে ১৫ আগস্ট। শুধু বয়সে প্রবীণতম নন, আবুল হোসেন আমাদের প্রথম আধুনিক কবি। বলা যায় ১৯৪০ সালে প্রকাশিত তাঁর প্রথম কবিতার বই ‘নববসন্ত’ আমাদের প্রথম আধুনিক কবিতার বই। তাঁর অন্যান্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে--- বিরস সংলাপ, হাওয়া তোমার কি দুঃসাহস, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে, এখনো সময় আছে, রাজরাজড়া প্রভৃতি। তিনি ব্যক্তিগত প্রেমের কবিতা যেমন লিখেছেন, তেমনি সমাজজাগর ব্যঙ্গকবিতাও লিখেছেন। অনুবাদ করেছেন বিভিন্ন কবির কবিতা। যা তাঁর ‘অন্যক্ষেতের ফসল’ বইতে প্রকাশিত হয়েছে। ‘আবুল হোসেনের সঙ্গে কথোপকথন’ বইটির ভূমিকা লিখেছিলেন আবদুল মান্নান সৈয়দ। এখানে স্থান পাওয়া আবুল হোসেনের সাক্ষাৎকারগ্রহণকারীদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ আবুল মকসুদ, ইশরাফ হোসেন, মারুফ রায়হান, জুনান নাশিত, মতিন রায়হান, হামিদ কায়সার, ফোরকান আহমদ, সৌভিক রেজা ও তারেক মাহমুদ। এগুলোর মধ্যে আবদুল মান্নান সৈয়দই নিয়েছিলেন ৪ টি সাক্ষাৎকার। সাক্ষাৎকারগুলোতে আবুল হোসেন তাঁর জীবনবোধ, সাহিত্যরুচি ও কাব্যভাবনার কথা বলেছেন। স্মৃতিচারণ করেছেন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের—যাঁদের ব্যক্তিগতভাবে জানার সুযোগ হয়েছিল তাঁর। অগ্রজ তিরিশের কবিদের কথা উঠেছে বারবার, সমসাময়িক কবি সাহিত্যিকদের স্মরণ করেছেন পরম প্রীতি সহকারে। আলোচিত হয়েছে স্মরণীয় বই, একাল ও সেকালের পত্র-পত্রিকা। সাংবাদিকরা রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, কবিরা রাজনৈতিক কবিতার কথা। সমাজকর্মীরা সমাজউন্নয়ন, জনপ্রশাসন ও জনকল্যাণের নান প্রশ্ন। আবুল হোসেন অসঙ্কোচে তার জবাব দিয়েছেন, বর্ণনা করেছেন অভিজ্ঞতার, তাঁর ভাবনা ও বিবেচনার কথা বলেছেন খোলাখুলি। ‘আবুল হোসেনের সঙ্গে কথোপকথন’ বইটি একদিকে যেমন কবির চিন্তা ও অভিজ্ঞতাকে পাঠকের সামনে তুলে ধরে, তেমনি রবীন্দ্র যুগের শেষ দিকে থেকে শুরু করে এ পর্যন্ত বিশাল একটি সময়কে অনুভব করতেও সহায়তা করে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তারেক মাহমুদ সম্পাদিত ‘আবুল হোসেনের সঙ্গে কথোপকথন’ বইটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী, প্রচ্ছদ করেছেন সাঈদ বারী, মূল্য ২৭৫ টাকা।
ছহীহ নূরানী কোরআন শরীফ - ৩০খণ্ডে সেট পারা حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
Magnetic LCD Digital Kitchen Countdown Timer Stopwatch with Stand Practical Cooking Sports Alarm Clock Reminder Tools
Oraimo half in-ear 3.5MM Earphone (OEP-320) - Blue Oraimo
বেলুন মাল্টিকালার ১১ পিস 



