Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shimul Salahuddin books

follower

শিমুল সালাহ্উদ্দিন

শিমুল সালাহ্উদ্দিন মূলত কবি। তিনি পেশাদার সাংবাদিক, গবেষক, গণমাধ্যম পরামর্শক ও টেলিভিশন উপস্থাপক হিসেবেও কাজ করেন। কবি শিমুল সালাহউদ্দিনের জন্ম ১৭ অক্টোবর, ১৯৮৭ সালে, ঢাকার উপকণ্ঠে, তুরাগে। পৈতৃক নিবাস গাজীপুরের টংগী থানার মুদাফা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন ধ্বনি’র। আবৃত্তি সংগঠন ধ্বনি’র জন্য নির্দেশনা দিয়েছেন চারটি দলীয় মঞ্চ-প্রযোজনা। যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘসময় ধরে বাংলাদেশের নানা গণমাধ্যমে শিল্পসাহিত্য বিষয়ক লেখালেখি ও অডিওভিজ্যুয়াল নির্মাণ করছেন তিনি। এখন কাজ করছেন দৈনিক দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস এন্ড ব্র্যান্ডিং এবং সাহিত্য সম্পাদক হিসেবে। সংগীত বিষয়ক প্লাটফর্ম ‘গানজানালা’র সাম্মানিক সিইও তিনি। পরামর্শক হিসেবে কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচিত গবেষণাকর্ম ‘মুজিবপিডিয়া’র সহকারী সম্পাদক ও উপ-প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন। তার আগে সম্পাদক হিসেবে কাজ করেছেন বিজয় টিভিতে, সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন নিউজ বাংলা টোয়েন্টিফোর ডট কম, বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বার্তা টোয়েন্টিফোরডটকম এবং শিল্প ও সংস্কৃতি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনে। যথাক্রমে অনুষ্ঠান বিভাগ ও বার্তা বিভাগে কাজ করেছেন চ্যানেল আই ও দেশ টিভিতেও। অন্তর্জালে সাক্ষাৎকারভিত্তিক আলোচিত আয়োজন ‘InতাঁরView with শিমুল সালাহ্উদ্দিন’ এর পরিকল্পক ও উপস্থাপক তিনি। এছাড়া কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবির কবিতা পাঠ’ এর আয়োজক সংগঠন ’গালুমগিরি সংঘ’র প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। গালুমগিরির প্রোডাকসন্সের আয়োজনে প্রতিবছর বইমেলায় ‘মেলার মাঠে মুখোমুখি’তে তিনি লেখক শিল্পী কবিদের সাক্ষাৎকার নেন। তাঁর প্রকাশিত ৪ টি কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি (ঐতিহ্য, ২০১০), সতীনের মোচড় (শুদ্ধস্বর, ২০১২), কথাচুপকথা…(অ্যাডর্ন বুকস্, ২০১৪), ও সংশয়সুর (চৈতন্য, ২০১৬)। বাংলাদেশে আগামী প্রকাশনী ও ভারতে হাওয়াকল পাবলিশার্স একযোগে প্রকাশ করছে শিমুল সালাহ্উদ্দিনের সাক্ষাৎকার সিরিজ, শিমুল সাক্ষাৎমালা। এই সিরিজের প্রথম দুটি বই কবির মুখোমুখি কবি ও সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ প্রকাশিত হয়েছে।

শিমুল সালাহ্উদ্দিন এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed