মুক্তিযুদ্ধে অস্ত্র বা সম্মুখ সমর ছিল একটা শেষের শুরু, যুদ্ধটা বঞ্চনার বিরুদ্ধে অধিকারের, সংস্কৃতিচর্চার অধিকার আদায়ের, অন্যায়ের প্রতিবাদ করার, অসমতার বিরুদ্ধে গান কবিতা চলচ্চিত্র শিল্পকর্ম সংস্কৃতির উপাদানগুলো নিয়ে বুক চিতিয়ে দাঁড়াবার। অস্ত্র হাতে সম্মুখ সমরের চেয়ে তাই বাঙালির মাথা না নোয়াবার সংস্কৃতি অনেক বড় ভূমিকা পালন করেছে আমাদের মুক্তিযুদ্ধে, যে মুক্তির লড়াই এখনো এই প্রজন্মকে চালিয়ে যেতে হবে, কারণ মুক্তি আমাদের আসে নাই; স্বাধীনতার চার স্তম্ভ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশকে এগিয়ে নেবার পথে পরবর্তী প্রজন্মের যারা কাজ করছেন তাদের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করা শিল্পীদের সাথে যুক্ত করে পরিকল্পনা করা হয়েছে এ বইটি।
১০টি শিল্পশাখার ২০ জন শিল্পী-সংস্কৃতিজনকে যুক্ত করে তাদের সাথে আলাপে বুঝে নেয়ার চেষ্টা ছিল সব শিল্পশাখা মিলে সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা আসলে কী, সেই চেতনা এখন কতটা বাঙালি বহন করছে আর কতটাই বা পরবর্তী প্রজন্মে প্রবাহিত করে দিতে পারছে! মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাম্প্রতিকতার যোগসূত্রের চিন্তাপ্রয়াস তাই সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ।
বরেণ্য যে গুণীজনেরা সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধে আলাপ করেছেন তারা হলেন প্রয়াত বরেণ্য ভাষ্কর, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী ও স্বেচ্ছ্বান্তরালে থাকা শামীম শিকদার, মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও শিল্পী শেখ আফজাল, আবৃত্তিশিল্পী সংগঠক সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম ও আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ, গীতিকার সুরকার চলচ্চিত্রজন গাজী মাজহারুল আনোয়ার ও স্বাধীন বাংলা বেতারের গায়ক রফিকুল আলম, লেখক সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবির ও ছড়াকার লুৎফর রহমান রিটন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ ও উদীচীর সংগঠক সৈয়দা সঙ্গীতা ইমাম, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা দেয়া নৃত্যশিল্পী মিনু হক ও এ প্রজন্মের ওয়ার্দা রিহাব, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী ও সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবীব ও সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। অডিওভিজ্যুয়াল আয়োজনটির প্রযোজক হিসেবে কাজ করেছেন মারজানা সাফাত, প্রাথমিকভাবে এর ধারণা-উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
শিমুল সালাহ্উদ্দিন মূলত কবি। তিনি পেশাদার সাংবাদিক, গবেষক, গণমাধ্যম পরামর্শক ও টেলিভিশন উপস্থাপক হিসেবেও কাজ করেন। কবি শিমুল সালাহউদ্দিনের জন্ম ১৭ অক্টোবর, ১৯৮৭ সালে, ঢাকার উপকণ্ঠে, তুরাগে। পৈতৃক নিবাস গাজীপুরের টংগী থানার মুদাফা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন ধ্বনি’র। আবৃত্তি সংগঠন ধ্বনি’র জন্য নির্দেশনা দিয়েছেন চারটি দলীয় মঞ্চ-প্রযোজনা। যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘসময় ধরে বাংলাদেশের নানা গণমাধ্যমে শিল্পসাহিত্য বিষয়ক লেখালেখি ও অডিওভিজ্যুয়াল নির্মাণ করছেন তিনি। এখন কাজ করছেন দৈনিক দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস এন্ড ব্র্যান্ডিং এবং সাহিত্য সম্পাদক হিসেবে। সংগীত বিষয়ক প্লাটফর্ম ‘গানজানালা’র সাম্মানিক সিইও তিনি। পরামর্শক হিসেবে কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচিত গবেষণাকর্ম ‘মুজিবপিডিয়া’র সহকারী সম্পাদক ও উপ-প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন। তার আগে সম্পাদক হিসেবে কাজ করেছেন বিজয় টিভিতে, সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন নিউজ বাংলা টোয়েন্টিফোর ডট কম, বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বার্তা টোয়েন্টিফোরডটকম এবং শিল্প ও সংস্কৃতি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনে। যথাক্রমে অনুষ্ঠান বিভাগ ও বার্তা বিভাগে কাজ করেছেন চ্যানেল আই ও দেশ টিভিতেও। অন্তর্জালে সাক্ষাৎকারভিত্তিক আলোচিত আয়োজন ‘InতাঁরView with শিমুল সালাহ্উদ্দিন’ এর পরিকল্পক ও উপস্থাপক তিনি। এছাড়া কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবির কবিতা পাঠ’ এর আয়োজক সংগঠন ’গালুমগিরি সংঘ’র প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। গালুমগিরির প্রোডাকসন্সের আয়োজনে প্রতিবছর বইমেলায় ‘মেলার মাঠে মুখোমুখি’তে তিনি লেখক শিল্পী কবিদের সাক্ষাৎকার নেন। তাঁর প্রকাশিত ৪ টি কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি (ঐতিহ্য, ২০১০), সতীনের মোচড় (শুদ্ধস্বর, ২০১২), কথাচুপকথা…(অ্যাডর্ন বুকস্, ২০১৪), ও সংশয়সুর (চৈতন্য, ২০১৬)। বাংলাদেশে আগামী প্রকাশনী ও ভারতে হাওয়াকল পাবলিশার্স একযোগে প্রকাশ করছে শিমুল সালাহ্উদ্দিনের সাক্ষাৎকার সিরিজ, শিমুল সাক্ষাৎমালা। এই সিরিজের প্রথম দুটি বই কবির মুখোমুখি কবি ও সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ প্রকাশিত হয়েছে।