Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Johirul Hossain Khan Nasim books

follower

জহিরুল হোসাইন খান নাছিম

কবি জহিরুল হোসাইন খান নাসিম সাহিত্য ও সমাজসেবায় নিবেদিত একজন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব। তিনি জন্মগ্রহণ করেন ১ জানুয়ারি ১৯৫৭ সালে, নেত্রকোনা জেলার সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে এক ঐতিহ্যবাহী পরিবারে। পেশাগত জীবনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৭ সালে অবসর গ্রহণ করেন। সেবা ও সততার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি রাষ্ট্রপতি আনসার সেবা পদকে ভূষিত হন। শৈশব থেকেই তিনি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে গভীরভাবে জড়িত। সমাজ ও মানবমনের গভীরতাকে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস তার কবিতায় প্রতিফলিত হয়। তার কবিতা প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, আল-আযান, খবরের অন্তরালে, এবং আমাদের মানচিত্র, প্রতিরোধ, প্রাপ্তি প্রভৃতি সাহিত্য ম্যাগাজিন ও অনলাইন প্ল্যাটফর্মে। তার একক কাব্যগ্রন্থ তিনটি— বিস্ফোরণ (২০০৭), না বলা কথা (২০০৯), এবং আছো তুমি হৃদয় নীড়ে (২০১৭)। এছাড়া তিনি বহু যৌথ কাব্যগ্রন্থে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে স্বপ্ন সুখের সারথি, শতকের স্বপ্ন, হৃদয়ে বঙ্গবন্ধু, ভালোবাসার কৃষ্ণচূড়া, উম্মোচিত অসময় প্রভৃতি। অচিরেই প্রকাশিতব্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অস্থির মন, সারাটিক্ষণ, ও দু’চোখ আমার খুঁজে বেড়ায়। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য পরিষদ, কলম যোদ্ধা সাহিত্য সংগঠন, ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি, জাতীয় লেখক পরিবার ও নীলকাব্য সাহিত্য পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য পরিষদ, কবিতার কুঁড়েঘর, ধ্রুপদী একাডেমি খুলনা, সোনার বাংলা সাহিত্য পরিষদসহ একাধিক সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, এবং আবসাস-বরিশালের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন নিবেদিত প্রাণ সাহিত্যসাধক হিসেবে তিনি তার কবিতার মাধ্যমে সমাজের সৌন্দর্য, প্রেম এবং প্রতিবাদের কণ্ঠস্বর তুলে ধরছেন।

জহিরুল হোসাইন খান নাছিম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed