Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shah Mohammad Moniruzzaman books

followers

শাহ্‌ মোহাম্মদ মনিরুজ্জামান

শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক। পেশাগত জীবনে তিনি বাংলা একাডেমির কর্মকর্তা। জন্ম ১০ই জুন ১৯৮৫ সালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার খাশিমারা গ্রামে। পিতা মোহাম্মদ আবদুর রহিম, মাতা মোসাম্মৎ মাজেদা খাতুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা জামালপুরের মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সরকারি আশেক মাহমুদ কলেজে। পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি (১৯৯৫) অর্জন। ঢাকা কলেজ থেকে ২০০৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (২০০৮), সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএল.বি. (২০১৩)। একুশ শতকের শূন্য দশক থেকে লেখালেখি শুরু। মূলত তিনি সৃজনশীল প্রবন্ধ লিখেন। অনেক প্রবন্ধ লিখেছেন দেশ-বিদেশের পত্রপত্রিকা ও জার্নালে। কাজী নজরুল ইসলামের ওপর ও আইন-বিষয়ে তাঁর প্রকাশিত প্রবন্ধগুলো পাঠক সমাদৃত হয়েছে। ২০১০ সালে বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে তিনি অংশগ্রহণ করেছেন। ‘অমর একুশে বাংলা একাডেমির ৬০ বছর ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৫ স্মারকপত্রে’র প্রকাশনা সহকারী এবং পাঁচ খণ্ডে সমাপ্য জেলা সাহিত্যমেলা ২০২২’ গ্রন্থের প্রকাশনা পরিষদের সদস্য ছিলেন তিনি। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : জীবন-কথা : মির্জা আশরাফ উদ্দিন হায়দার’ (২০২২), ‘কাজী নজরুলের কারাজীবন’ (২০২৩), ‘ডা. মো. জাকির হোসেন : কালসমুদ্রে আলোরযাত্রী’ (২০২৪)। কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন কুমিল্লা সাহিত্য সংসদ গুণিজন সম্মাননা (২০২২), তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিজয় দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ প্রাবন্ধিক পুরস্কার (২০০৯), ঢাকা কলেজ থেকে বিজয় দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ প্রাবন্ধিক পুরস্কার (২০০৯), ঢাকা কলেজ থেকে ইদ-ই-মিলাদুন্নবি উপলক্ষ্যে শ্রেষ্ঠ প্রাবন্ধিক পুরস্কার (২০০৮)সহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা।

শাহ্‌ মোহাম্মদ মনিরুজ্জামান এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed