১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
চলুন আপনাকে নিয়ে যাই এক রোমাঞ্চকর অভিযানে, পদে পদে যার রোমাঞ্চ-শিহরণ… কখনো তরবারির ঝনঝনানি কিংবা তীরের নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ। চলতে চলতে দেখতে পাবেন মরুর বুকে ছুটন্ত ঘোড়ার পদপিষ্ট ধূলিঝড়; তার পিঠে তপ্ত রোদে ঘাম ঝরানো মরুসেনা… শোনা যাবে তেজদ্বীপ্ত কণ্ঠে বীর সেনাপতির জ্বালাময়ী ভাষণ অথবা পত্র মারফত আমিরুল মুমিনীনের গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা। কখনোবা ছুটতে হবে পানিপথে… সামনে থাকবে অকূল দরিয়ার নাম-না-জানা বিপদের ঘনঘটা… কী আসতে ভয় পাচ্ছেন? ভয় পেলে চলবে না।
এই যাত্রায় আমরা সাক্ষী হবো ইতিহাসের, সাম্রাজ্যের মোড় পাল্টে দেয়া ঘটনাপ্রবাহের, যুদ্ধ-সন্ধির… কিংবা দূর্ভেদ্য কোনো দূর্গের পতনের। আগেই বলে রাখছি, মস্ত বড় রণহস্তীর পাল ধেয়ে আসলে কিন্তু ঘাবড়ানো যাবে না। হেরাক্লিয়াসের বিপুল আয়োজন, রুস্তমের কৌশল, চেঙ্গিসের বর্বরতা, তৈমুরের ধূর্ততা সব ছুটিয়ে-কাটিয়ে কখনো পাড়ি দিতে হবে উহুদ থেকে সিন্ধু, জিব্রালটার থেকে ইস্তাম্বুল, খাইবার থেকে জর্ডান, রামাল্লা থেকে কাদিসিয়া…
কী? ভয় পেয়ে যাচ্ছেন? আগে শুনুন না, সফরসঙ্গী হিসেবে কারা কারা থাকছেন?
এই কাফেলায় কখনো সাথে থাকছেন সাদ ইবনু আবি ওয়াক্কাস, খালিদ বিল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা কখনো তারিক বিন যিয়াদ, আলপ আরসালান, সালাহুদ্দিন আইয়ুবি… কখনোবা সাইফুদ্দিন কুতুয, ইউসুফ বিন তাশফিন, মুহাম্মাদ আল-ফাতিহ… রহিমাহুমুল্লাহ। আচ্ছা, কখনো কি কল্পনায়ও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের অভিযানের সঙ্গী হয়েছেন? আর ভাবতে পারছেন না, তাইতো? জলদি প্রস্তুত হয়ে নিন। কাফেলা এই রওয়ানা হলো বলে…
. জি, পাঠক। মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিতব্য ‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ বইটি পড়তে পড়তে এভাবেই হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। রোমাঞ্চকর এ সফরখানা সাজিয়েছেন বইয়ের সংকলক মুহতারাম সাদিক ফারহান। দক্ষ হাতে সম্পাদনা করেছেন মুহতারাম ইমরান রাইহান।
সাদিক ফারহানের জন্ম নব্বই দশকের শেষদিকে, ইছামতি নামক খুলনার এক অজপাড়াগাঁয়ে। রুপসাবিধৌত গ্রামীণ পরিবেশে, নিলাম প্রকৃতির সান্নিধ্যে কেটেছে তার মখমলে শৈশব। বালি-মাটিতে দাপিয়ে বেড়ানোর বয়সে হিফজুল কুরআন সমাপ্ত করেন। স্বপ্নীল জীবনের সূচনায় জামিয়া ফরিদাবাদ হয়ে ২০১৮ সালে জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিসের পাঠ চুকিয়ে ছুটে যান গৌরবের বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দে। সবশেষে ঢাকাস্থ মারকাযুল মাআরিফিল ইসলামিয়া থেকে উলুমুল হাদিস বিষয়ে উচ্চতর পড়াশোনা শেষ করেন। ঢাকার একটি মাদরাসায় সহকারী শিক্ষক ও একটি জামে মসজিদে খণ্ডকালীন খতিব হিসেবে কর্মজীবন শুরু। বর্তমানে বিভাগীয় শহর খুলনায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে ইলমি খিদমতের পাশাপাশি কলম ও কলবের সমন্বিত প্রয়াসে সত্য, সুন্দর ও শুদ্ধ চিন্তার ফেরি করছেন। খানিকটা শখ ও অনেকটা ইলমি দায়বোধ থেকে ছাত্রজীবনে কলম-কালির চর্চা শুরু করেন। বিভিন্ন মাসিক ও পাক্ষিক পত্রিকায় লেখালেখির পর ২০২০ সালে বইপত্রের আনুষ্ঠানিক কাজে মনোনিবেশ করেন। এ পর্যন্ত তার তিনটি মৌলিক ও তিরিশটির মতো অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরো অন্তত এগারোটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বিশ্বাস করেন, সভ্যতাকে টিকিয়ে রাখতে বইয়ের চেয়ে কার্যকর হাতিয়ার দ্বিতীয়টি নেই। নিজেকে ইতিহাসে বাঁচিয়ে রাখতে তাই তিনি লিখে যাবেন অবিরাম, ইনশাআল্লাহ!