Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sadiq Farhan books

followers

সাদিক ফারহান

সাদিক ফারহানের জন্ম নব্বই দশকের শেষদিকে, ইছামতি নামক খুলনার এক অজপাড়াগাঁয়ে। রুপসাবিধৌত গ্রামীণ পরিবেশে, নিলাম প্রকৃতির সান্নিধ্যে কেটেছে তার মখমলে শৈশব। বালি-মাটিতে দাপিয়ে বেড়ানোর বয়সে হিফজুল কুরআন সমাপ্ত করেন। স্বপ্নীল জীবনের সূচনায় জামিয়া ফরিদাবাদ হয়ে ২০১৮ সালে জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিসের পাঠ চুকিয়ে ছুটে যান গৌরবের বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দে। সবশেষে ঢাকাস্থ মারকাযুল মাআরিফিল ইসলামিয়া থেকে উলুমুল হাদিস বিষয়ে উচ্চতর পড়াশোনা শেষ করেন। ঢাকার একটি মাদরাসায় সহকারী শিক্ষক ও একটি জামে মসজিদে খণ্ডকালীন খতিব হিসেবে কর্মজীবন শুরু। বর্তমানে বিভাগীয় শহর খুলনায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে ইলমি খিদমতের পাশাপাশি কলম ও কলবের সমন্বিত প্রয়াসে সত্য, সুন্দর ও শুদ্ধ চিন্তার ফেরি করছেন। খানিকটা শখ ও অনেকটা ইলমি দায়বোধ থেকে ছাত্রজীবনে কলম-কালির চর্চা শুরু করেন। বিভিন্ন মাসিক ও পাক্ষিক পত্রিকায় লেখালেখির পর ২০২০ সালে বইপত্রের আনুষ্ঠানিক কাজে মনোনিবেশ করেন। এ পর্যন্ত তার তিনটি মৌলিক ও তিরিশটির মতো অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরো অন্তত এগারোটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বিশ্বাস করেন, সভ্যতাকে টিকিয়ে রাখতে বইয়ের চেয়ে কার্যকর হাতিয়ার দ্বিতীয়টি নেই। নিজেকে ইতিহাসে বাঁচিয়ে রাখতে তাই তিনি লিখে যাবেন অবিরাম, ইনশাআল্লাহ!

সাদিক ফারহান এর বই সমূহ

(Showing 1 to 33 of 33 items)

Recently Viewed