ইংরেজি শিখনে আধুনিক ভাষাবিদগণের কিছু ধারণা আমাদের জাতীয় শিক্ষাক্রম তথা কমিউনিকেটিভ ইংলিশ কারিকুলাম-এর ১২৬ পৃষ্ঠার ক্লজ ১-তে প্রতিফলিত হয়েছে যা নিম্নে অনুদিত:
"... ইংলিশ তাহলে কি সম্পর্কত? এটি ল্যাঙ্গুয়েজ স্কিল প্র্যাক্টিস সম্পর্কিত। ইংলিশ ক্লাসরুম অংশগ্রহণমূলক হওয়া উচিত। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে, শিক্ষক শিক্ষার্থীদের সাথে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাসে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে ল্যাঙ্গুয়েজ প্র্যাক্টিস করা উচিত, ...।"
সে কারণেই কারিকুলামের ১৫২ পৃষ্ঠার ক্লজ ৭.৩-তে স্টুডেন্টস' ওয়ার্কবুক তৈরির পরামর্শ দেওয়া হয়েছিল, যা কিনা ল্যাঙ্গুয়েজ ক্লাস interactive করতে উপযোগী হবে।
মূলতঃ এই concept এর উপর 'দি ইংলিশ চ্যানেল' সিরিজ রচিত। এর exercise সমূহ এমন আঙ্গিকে সাজানো হয়েছে যাতে ল্যাঙ্গুয়েজ এর ৪টি স্কিল তথা লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং একই সাথে রপ্ত করা যায়, কারণ ৪টি স্কিল সমন্বিত।
সাইকো-লিঙ্গুইস্টিকস্ অনুসারে, মানুষ ভাষা শিখতে শুরু করে শোনে শোনে। এ ক্ষেত্রে ড্রিলিং টেকনিক ম্যাজিক এর মত কাজ করে। নোয়াম চমস্কি বলেন, প্রত্যেক শিশুর ব্রেইনে LAD বা Language Acquisition Device রয়েছে। শিশু যাকিছু শুনে তা তার ব্রেইনে নিজের অজান্তে stored হয়ে যায়।
ম্যাথিউস তার রিসার্চ পেপারে মৌখিক ড্রিলিং এর কথা বলেছেন। তাই রিডিং এন্ড রাইটিং এর পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ড্রিলিং এর মাধ্যমে লিসেনিং এবং স্পিকিং প্র্যাকটিস করতে পারে তা বিবেচনায় রেখে লেসনগুলো সাজানো হয়েছে।
Sentence একটি ভাষার basic unit. শিক্ষার্থীদেরকে শুদ্ধ বাক্য তৈরিসহ ৪টি স্কিলে দক্ষ করতে কোরাল-ড্রিলিং, পেয়ার-ওয়ার্ক, গ্রুপ-ওয়ার্ক, স্টোরি-টেলিং ও প্রেজেন্টেশনসহ প্র্যাক্টিসের সকল আয়োজন বইটিতে সন্নিবেশিত। ক্লাস হবে স্টুডেন্ট সেন্ট্রেড। বলা হয়- A language teacher is not a teacher at all, he is a classroom operator. ওয়ার্কবুক ব্যবহার করে ক্লাসকে interactive করা তাঁর বিশেষ দায়িত্ব।
হোম-ওয়ার্ক এর জন্য বইটি কার্যকর। এর কার্যকারিতা অনুধাবন করতে 'The English Channel BD' ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। Preface ও Appendix অংশ পড়লে বই সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।
'দি ইংলিশ চ্যানেল' এ নিয়মিত অনুশীলন, পরীক্ষায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত করে।
সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ, আপনারা বইটির উপর আস্থা রাখতে পারেন।