১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির আত্মপরিচয়ের ইতিহাস। এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম ও নৃশংসতার কাহিনি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরশাসনবিরোধী প্রতিটি আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনের মতো শিল্পসাহিত্যের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। মুক্তিযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনাকে শানিত করার জন্য রচিত গান, কবিতা ও নাটক আমাদের সাহিত্যকে ভিন্ন মাত্রায় আলোকিত করেছে।
মুক্তিযুদ্ধকে নিয়ে গড়ে উঠেছে স্বতন্ত্র ধারার সাহিত্য, যাকে আমরা মুক্তিযুদ্ধের সাহিত্য বলে অবহিত করতে পারি। সাহিত্যের প্রতিটি অঙ্গনেই মুক্তিযুদ্ধের ব্যাপক প্রভাব ও প্রতিফলন দৃশ্যমান। বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভূমিকা অপরিসীম। আমাদের জীবনে ও সাহিত্যে মুক্তিযুদ্ধের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে উল্লেখযোগ্য উপন্যাস, নাটক, গান ও কবিতা। সব সাহিত্য কর্ম শিল্পোত্তীর্ণ না হলেও বেশ কিছু সাহিত্য কর্ম অনুপম শিল্পকর্মে পরিণত হয়েছে। গুণী লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর ‘মলাটের ভেতর একটি ইতিহাস’ উপন্যাসের প্রধান চরিত্র আবদাল মায়ের অজান্তেই মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।
মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী জীবনচেতনার সফল রূপায়ণ আমরা এ উপন্যাসে প্রত্যক্ষ করি। হাহাকার ও প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্শী বর্ণনা ফুটে উঠেছে এ উপন্যাসে। উপন্যাসের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ সম্পর্কে ধারণা পায়। খুঁজে পায় স্বাধীনতার মূল্যবোধ ও স্বদেশপ্রেম। ‘মলাটের ভেতর একটি ইতিহাস’ উপন্যাসটি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা দেবে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও অনেক কিছু জানার ব্যত্যয় তৈরি করবে।
অধ্যাপক ড. জাকারিয়া লিংকন
প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত উপাচার্য, ইবাইস বিশ্ববিদ্যালয়।
তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক ও বাংলাদেশের বহুল প্রচলিত সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান 'রয়েল পাবলিকেশন' -এর স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক গ্রামের খঞ্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, রাণীশংকৈল পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, রাণীশংকৈল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ইন্টারন্যাশনাল বিজনেস এডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি আইন বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে আইন চর্চা করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আরকাইভস ও জাতীয় গ্রন্থাগার অধিদপ্তর -এর গবেষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা নিয়ে তিনি বেশ কিছু বই লিখেছেন যা ইতোমধ্যে পাঠক মনে বেশ জায়গা করে নিয়েছে। তাঁর লেখা 'বেসিক English', 'Tense দিয়ে ইংলিশের পোস্টমর্টেম', 'Royal অ্যান্টিবায়েটিক', 'R@yal’s Digital Grammar', 'Royal’s Magic Method', 'An Exclusive English Grammar', 'সবার জন্য Fill In The Blank', 'ইংলিশের অ্যান্টিবায়োটিক' বইগুলি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজির পাশাপাশি লিখেছেন গল্প, কবিতা ও উপন্যাস। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'প্রেমাঞ্জলি', 'বেদনার ফুল' এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'মলাটের ভেতর একটি ইতিহাস', গ্রন্থমেলা ২০২৫ এ সর্বাধিক পাঠকপ্রিয় রোমান্টিক উপন্যাস 'কাবেরি'।